اسلام عليكم و رحمةالله وبركاته
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থতার সাথে ভালোই আছেন,আমিও মহান রবের দয়ায় ভালো আছি।
আজ আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ডায়েরি নিয়ে।আশা করবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ।
আজ আমাদের মাসিক মিটিং ছিলো,মিটিং শুরু হলো ঠিক ৮:৩০ মিনিটে, আমি ১ ঘন্টা মিটিং করে চলে আসলাম,কারণ আজকে আমার বাসায় যাওয়ার কথা ছিলো।
মিটিং থেকে বের হয়ে তারাতাড়ি একটা রিক্সা নিলাম,রিক্সাতে উঠতে আমার ভিষণ ভালো লাগে শহরের ভিতরে আমি সব সময় রিক্সা করেই যাতায়াত করি।
সাতমাথা থেকে আরেকটা অটো নিয়ে আবার বগুড়া চারমাথা আসলাম,চারমাথা থেকে লোকাল বাসে করে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম।লোকাল বাস ছাড়া বগুড়া টু নওগাঁ ভালো কোন বাস নেই।
বাসে ছিট ছিলোনা তাই বেশ কিছুক্ষণ আমাকে দাঁড়িয়েই যেতে হয়েছে,অর্ধেক রাস্তা যাওয়ার পর গাড়ি ফাঁকা হলে আমি বসি সিটে।আজকের বাস চালক এর বাস চালানো মোটেও ভালো ছিলোনা সে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো,যাত্রীরা তাকে বারণ করলেও কে কারো কোন কথায় কানে নিচ্ছিলোনা।এই বাস চালক একজন বয়স্ক মহিলা যে ঐ ড্রাইভারের মা বয়সী হবে, উনার সাথে ড্রাইভার খারাপ আচরণ করে উনি যে যায়গাতে নামবে তার আগেই উনাকে নেমে দিয়েছে।ঐ সময়ই আমার মনে হয়েছে এই বাসের কিছু একটা হবে,বিশ্বাস করুন মাত্র ২০ সেকেন্ড এর মাথায় বাস নষ্ট হয়ে গিয়েছে,কোন ভাবেই বাস আর ঠিক হয়না,এরপর আমাদের কে কিছু টাকা দিয়ে দেয় সেটা নিয়ে আমরা বাস থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছি।এখানে লক্ষ্য করুন আল্লাহ তায়ালা তার পাওনা কত তারাতাড়ি দিয়ে দিয়েছে,তাই কখনো কারোর সাথে আমাদের খারাপ আচরণ করা ঠিক না।
আমাদের বাড়ির পাশে অনেক বড় একটি বিল আছে,বিলে যখন বন্যার পানি আসে তখন বিল অনেক বেশি সুন্দর হয়ে উঠে,মাঝিরা নৌকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়,বিলের সৌন্দর্য তখন হাজার গুণে বৃদ্ধি পায়,আমরা সেই সৌন্দর্য উপভোগ করি।
আমাদের সাবেক এমবি মহোদয় এর ছবি,এই রাস্তাটা উনি বানিয়ে দিয়েছেন।এখন উনি আর এই পৃথিবীতে নেই।উনার নাম, আব্দুল জলিল সাহেব।
অল্প কিছুক্ষণ এর মধ্যেই বাসায় পৌঁছে গেলাম,বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা হলাম।শ্বশুর বাড়ির দিকে।রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে আসতে লাগলো,কিছু দৃশ্য হাতে থাকা মোবাইল এর মাধ্যমে ধারণ করলাম।
কয়েকদিনের বৃষ্টিতে মোটামুটি আকারে বন্যার আগমন ঘটতে লেগেছে,আমাদের নওগাঁ জেলা উঁচুভূমি, যদিও এদিকে বড় বন্যা হয়না,তবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে,তাদের জন্য দোয়া করি।
এরপর মাগরিব নামাজের একটু আগে আমি আমার শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম,শ্বশুর বাড়ির উঠানে একটা ডালিম গাছ আছে,সে গাছে অনেক গুলো ডালিম ধরেছে।
ডালিমের মাঝে অনেক ভিটামিন আছে যা শরীরর জন্য অত্যন্ত উপকারী।
একটু পর আমার শ্বশুর বাগান থেকে ফজলি আম নিয়ে আসলেন, বিশ্বাস করুন আম গুলো এত বড় বড় ছিলো আমার জীবনে আমি এত বড় বড় আম দেখেছি কি না তা আমার স্বরণ নেই।
মোবাইলে হয়তো-বা আপনাদের কাছে দেখতে ছোট মনে হতে পারে তবে বাস্তবে আম গুলো অনেক বড় বড়,একেকটা আমের ওজন ৭০০-৮০০ গ্রাম হবে শিওর।
তারপর আমার জন্য নাস্তা রেডি করা হলো,
আম গুলো খুব মিষ্টি আর অনেক বেশি সুস্বাদু ছিলো।নাস্তা শেষ করে কিছুক্ষণ পর রাতের খাবার খেলাম,খাবার খেয়ে ঘুমাতে গেলাম, যেহেতু আজকে সারাটা অনেক জার্নি হয়েছে তাই শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল।
এই ছিলো আমার গতকালের ডায়েরি যা আপনাদের সাথে শেয়ার করলাম,আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ,আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
@habib35
X promotion link
https://x.com/MdHabib86056390/status/1809157292081995802?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@ngoenyi Thank you very much my dear sister, for your support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit