আজকের কভার পিক
আশা করছি আপনারা সবাই আল্লাহ'র রহমতে ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়ালার দয়ায় ভালো আছি।আজ আমি আপনাদের সামনে আরেকটি ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি,আশা করছি আমার লেখা ডায়েরি আপনাদের ভালো লাগবে,শেষ পর্যন্ত সাথেই থাকুন।
সকালে যথানিয়মে ক্লাস শেষ করে সকালের খাবার গ্রহণ করলাম,খাবার শেষ করে প্রতিদিনের ন্যায় ঘুমানোর জন্য বিছানায় আসলাম,কিছুক্ষণ স্টিমিটের সবাই কি পোস্ট করেছে তা পরিদর্শন করলাম।এরপর সুয়ে পড়লাম,একটুপর আমাদের একজন শিক্ষক এসে বললেন তারাতাড়ি রেডি হওয়ার জন্য,সবাই মিলে সফরে যাবেন।কথাটি শুনে কিছুক্ষণ এর জন্য অবাক হলাম,এবং সাথে সাথে অনেক আনন্দ লাগলো যে আজকে বাহিরে সবাই একসাথে ঘুরতে বের হবো ভাবতেই কেমন জানি ভালো লাগছিলো,সাথে সাথে রেডি হয়ে গেলাম।সবাই রেডি হয়ে আমাদের মাদ্রাসার গাড়িতে উঠে পড়লাম,আমাদের গন্তব্য আজকে বগুড়ার সাড়িয়াকান্দি নদীর পাড়।
গাড়িতে উঠার পর
আমাদের গাড়ি আপন গতিতে চলছিলো আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম,একটুপর আমাদের এক শিক্ষক বললো,আমরা যে যায়গাতে আছি সেখানে গতকাল হিন্দু সম্প্রদায়ের ভায়েরা রথ নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পষ্টে দুর্ঘটনার শিকার হন,এবং ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়ে যায়,শুনে অনেক খারাপ লাগলো।😔
গাড়িতে চলার পথে রাস্তার পাশে গাছপালা দেখতে অসাধারণ লাগছিলো,আমরা রাস্তা গুলো খুব উপভোগ করছিলাম।
গাড়ি থেকে বাহিরের প্রকৃতি
চলন্ত গাড়িতে উঠানো ছবি,তাই একটু ঝাপসা হতে পারে,একটুপর আমাদেএ প্রিন্সিপাল স্যার নিজ উদ্যোগে আমাদের জন্য কিছু বাদাম এনেছিলেন সেগুলো আমাদেএ খাওয়ার জন্য দিলেন।
গাড়ির ভেতর হালকা নাস্তা
এখানে কাজু বাদাম কাঠবাদাম আরেকটি কি যেন একটা বাদাম ছিলো,বাদাম গুলো খেতে অত্যন্ত সুস্বাদু,এবং এই বাদাম গুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী।
একটু সামনে যেতেই আমাদের গাড়ি থেমে গেলো,পরে দেখলাম একটা ট্রেন যাচ্ছে,তাই ট্রেনের ছবি মোবাইল ধারণ করার উদ্দেশ্যে ফোন বের করে ছবি উঠালাম।
চলন্ত ট্রেন
এটা হলো লোকাল ট্রেন,ট্রেন সম্ভবত বগুড়া থেকে সোনাতলা যাচ্ছে,এই ট্রেনে একবার আমি উঠেছিলাম,১ ঘন্টার রাস্তায় ৩ ঘন্টা লাগিয়েছিলো সেদিন,সেদিনের জার্নি অনেক কষ্টকর ছিলো।
গ্রামের ভিতরের রাস্তা গুলো দেখতে অনেক সুন্দর হয়,রাস্তার পাশে অনেক গাছ আবার সাথে অনেক বিশাল বিশাল মাঠ,যেন সবুজের খেলা।
আমরা সবাই আমাদের সফর খুব উপভোগ করছিলাম,আসলে আমাদের এভাবে একসাথে কোথাও সাধারণত যাওয়া হয়না,আজকে সুযোগ হয়েছে তাই আমরা সবাই মিলে খুব উপভোগ করছিলাম সফরটি।কেউ গজল গাচ্ছিলো তো কেই ইসলামি সঙ্গীত।
এরপর আমরা বেলা ১২:৩০ এর দিকে সাড়িয়াকান্দী নদীর পাড়ে পৌঁছে গেলাম,নদীতে পানি ভরপুর,তাই অনেক মানুষ নদীর সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছে।
নদীর সৌন্দর্য হলো নদীতে যখন পানি এসে নদী হয়ে যায় ভরপুর,আমরা নামার পর সবাই নিজে নিজে ছবি উঠিয়ে রাখছিলাম একটা সুন্দর স্মৃতি হিসেবে।
নদীর পাড়ে আমি
এরপর একটা নৌকা ভারা করে আমরা নৌকাতে করে উঠলাম,মাঝি আমাদের কে নৌকা করে নদীর চারেদিক দেখাচ্ছি।আমরা সবাই নয়ন ভরে নদী দেখছিলাম।
নদীর মাঝে নৌকায়
আমরা নৌকাতে চলার সময় দেখতে পেলাম,নদীর পানিতে অনেক ঘরবাড়ি ডুবে গিয়েছে,যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে তাদের কথা চিন্তা করে অনেক খারাপ লাগলো।
নদীর পাশের ডুবন্ত ঘরবাড়ি😔
নদী দেখা শেষ করে আমরা যুহরের নামাজ আদায় করলাম,তারপর একটা হোটেলে ঢুকে দুপুরের খাবার খেলাম।
হোটেলে খাওয়ার সময়
হোটেলে নদীর মাছের তরকারি খেতে চরম পর্যায়ের স্বাদ,নদীর মাছের তরকারি এত স্বাদ ক্যা?😇
এখানের ঘোরাফেরা শেষ করে আমরা সারাইকান্দী আরেকটি যায়গাতে গেলাম যার নাম হলো "প্রেম যমুনার ঘাট"🤭আমরা প্রেম যমুনার ঘাটে গিয়ে কিছুক্ষণ ফুটবল খেললাম,তারপর ক্রিকেট খেললাম।
খেলার সময়
খেলাধুলা শেষে আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম।যে পিক গুলো একটা সময় আমাদের অনেক আনন্দ দেবে তাই পিক গুলো থেকে যাক স্মৃতি হিসেবে।
খেলার পর
খেলা শেষ করে আমরা গোসল করার জন্য নদীতে নামলাম নদীতে সামান্য স্রোত ছিল।তবে গোসল করতে খুবই ভালো লাগছিলো আমাদের সবার।
গোসলের সময়
গোসল শেষ করে আমরা আবার গাড়িতে করে মাদ্রাসায় ফিরে আসলাম,এই সফরটা আমাদের জীবনের সেরা সফরের একটি ছিলো।
এই ছিলো আমার ডায়েরি যা আপনাদের সাথে শেয়ার করলাম,আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
@habib35
X promotion link
https://x.com/MdHabib86056390/status/1810679762605806045?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 6 : Congratulations!
This post has been curated using steemcurator08. We appreciate your efforts on making quality blogs and post relevant comments. Thank You! 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও 😮 অসাধারণ সফর!!আর আপনার সফর সাহাবীগুলোও অনেক সুন্দর।
বর্তমানে পুকুরে যেসব মাছ চাষ করা হয় সেসব মাছই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফিড খাওয়ানো দ্রুত মাছগুলোকে বড় করার জন্য।সে কারণেই পুকুরের মাছ স্বাদ লাগে না।
নদীর মাছের তরকারি স্বাদ হওয়ার কারণ হলো, নদী মাছ এবং মাছের তরকারি স্বাদ হওয়ার মূল কারণ হলো নদীর মাছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না।
মূলত সেজন্য নদীর মাছ পুকুরের মাছের তুলনায় স্বাদ বেশি।
কিপ আপ ইউর গুড ওয়ার্ক প্রিয় ভাই💐💐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই একদম ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্ট টি। আপনারা সবাই মিলে নদিতে ঘুরতে গিয়েছিলেন। হোটেলে খাওয়া ও খেলায় মেতেছিলেন অনেক ভালো সময় ছিল অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit