Better life The diary game || 09-Aug-2024 || শুক্রবার মানেই ভিন্য কিছু

in hive-170554 •  5 months ago 
My Diary
09- Aug- 2024
Friday

Hello Everyone. I am @habib35 from Bangladesh .

1000012295.jpg

Cover Photo Edit By Picart

দিনটি ছিলো শুক্রবার,শুক্রবার মানেই হলো অন্যকিছু,কারণ সারা সপ্তাহ পর যখন শুক্রবার আসে তখন ভিতরে কেমন যেন এক রকম ভালো লাগা কাজ করে,পুরো সপ্তাহ ক্লাস করতে করতে শরীরটাও একটু আরাম চায়,চায় একটু আনন্দ উল্লাস করতে,আর তাইতো শনিবার থেকেই গুনতে শুরু করি কবে আসবে আমার প্রিয় শুক্রবার।যাইহোক ঘুম থেকে ফজরের আজানের সময় উঠলাম,উঠে ফ্রেশ হয়েই ফজরের নামাজ আদায় করলাম,নামাজ শেষে প্রথমে সুরাহ ইয়াসিন তারপর সুরাহ কাহাফ তেলাওয়াত করলাম।


1000012235.jpg1000012234.jpg
সুরাহ কাহাফ ও ইয়াসিন

আমরা প্রতিদিন সুরাহ ইয়াসিন ফজরের পর তেলাওয়াত করে থাকি,ও প্রতি শুক্রবার সুরাহ কাহাফ তেলাওয়াত করি,কারণ সুরাহ কাহাফ ও সুরাহ ইয়াসিন এর অনেক ফযিলত রয়েছে,সুরাহ ইয়াসিন হলো কুরআন এর হৃদপিণ্ড,আর সুরাহ কাহাফ যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, দাজ্জালের অনিষ্ট থেকে আল্লাহ তায়ালা তাকে হেফাজত করবে,আরও অনেক ফযিলত আছে,আপনারা গুগল করে জেনে নিতে পারেন।


তেলাওয়াত শেষ করেই আমরা ছাত্রদের সাথে নিয়ে মাঠে দিকে রওনা দিলাম,আমি।প্রতি শুক্রবার ফজরের পরেই মাঠে খেলার উদ্দেশ্যে যাই,মাঠে গিয়ে ছাত্রদের সাথে নিয়ে একটা ছবি উঠালাম।


1000012246.jpg

আজকের মাঠের অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছে,কেউ একজন মাঠ ইচ্ছাকৃত ভাবে নষ্ট করেছে,আমার পিজের উপর দিয়ে গাড়ি চালিয়েছে,সত্যি অনেক খারাপ লাগলো।

1000012272.jpg

পিজ থেকে একটু সাইডে একটু ভালো ছিলো,আমরা সেখানেই সর্টক্রিজ খেলা শুরু করলাম,আমরা আগে ব্যাটিং পেয়েছিলাম,আমি নামনাম ব্যাটিংয়ে আজকে মনেহয় আমার রাশি ভালো ছিলো,তাই আজকে আমি ব্যাটিং ও ভালো করেছি বোলিং ও ভালো করেছি।

1000012263.jpg

1000012271.jpg

এই মাঠের মধ্যেও আমরা খেলেছি দুইটা ম্যাচ,দুইটা ম্যাচেই আমরা জয়লাভ করেছি,আর আজকে আমি অনেক ভালো খেলেছি,খেলাধুলা শেষ করে,আমরা হোটেলে গেলাম নাস্তা করতে।


1000012262.jpg

নাস্তা শেষ করে মাদ্রাসায় চলে আসলাম,মাদ্রাসায় এসে একটু মোবাইল ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেলাম,ঘুম থেকে উঠে জুমার নামাজ পড়ার জন্য নিচ তলায় গেলাম।


1000012266.jpg

আজকে জুমার নামাজ পড়িয়েছে আমাদের এক ছাত্র ও অনেক ভালো করে নামাজের আগে বয়ান করেছে ও নামাজ ও পড়িয়েছে,আজকে যেহেতু আমার দায়িত্ব ছিলো তাই মসজিদে যাওয়া হয়নি নামাজের জন্য।


নামাজ শেষ করে খাবার খেয়ে সুয়ে পড়লাম,ঘুম থেকে আছরের নামাজ পড়ে, ৮০ বার দুরুদ শরীফের আমল করলাম,এরপর মাগরিব নামাজ শেষ করে ক্লাস করলাম,রাতের নামাজ শেষ করে খাবার খেয়ে একটু ক্লাস করে ঘুমিয়ে গেলাম।


এই ছিলো আমার গতকালের ডায়েরি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম,আমি আশাবাদী আমার লিখা ডায়েরি আপনাদের ভালো লেগেছে।

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI10.0
Club Status100
Period2024-08-10

সপ্তাহ শেষে শুক্রবার সত্যিই প্রত্যেকটা মানুষের জন্য বেশ স্মরণীয় একটা দিন এবং ছুটির দিন। সব প্রেশার মানুষই এই দিনে বেশ ফ্রি এবং নিজের মতো করে সময় পার করে। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

আসসালামু আলাইকুম।
আপনার ব্লগ পড়ে আমার খুব ভালো লেগেছে। মুসলমানদের জন্য শুক্রবার অবশ্যই সপ্তাহের শ্রেষ্ঠ দিন।

ধন্যবাদ বোন,আমার ব্লগ পড়ার জন্য ও এত সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য।