মুমিনের জীবন ২৮/০৬/২০২৪

in hive-170554 •  7 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন।আমি @hafezabujafor11 আপনাদের সঙ্গে আছি,আশা করি আপনারাও আমার সঙ্গে আছেন ইনশাআল্লাহ। আজ আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট খামারের দৃশ্য এবং আমার নিজের লেখা কিছু গল্প কথা, ছন্দ ও কবিতা।

IMG_20240615_134743.jpg

নামাজের গল্প

সকালে উঠি আমি মনে মনে বলি,,,,আমি যেন সারাদিন আল্লার পথে চলি। ফেলে দুনিয়ার সমস্ত কাজ,,,, চলো আগে পড়ি নামাজ। জিকিরে জুড়াই মন প্রাণ,,,,,চলো সবাই মিলে করি দান। একে অপরের জন্য বাড়ায় সাহায্যের হাত,,, সমর্থ্য থাকলে দিয়ে তুমি যাকাত। এতিম দেখিয়া তুমি করো না অবহেলা,,,, গরিবের মন নিয়ে করোনা খেলা।
IMG_20240526_052743.jpg

love my wife

my life is beautiful,,, because of you my love you should,,, the machine of love not with,,, your ward,,, but with your cere,,,,I know your shy nature doesn't,,,let you open up To me,,,but your eyes speak up,,,,the love you have for me love you,,, a lot,, my wife
17195447051991837226034647919512.jpg

ছন্দ কথা

প্রতিদিন ভরে,,,,,,
তোমার গানের সুরে,,,,,,
মন হয় উতলা,,,,❤️
কোকিল কন্ঠে, পাখির গান,,,,,
শুনলে জুড়ায় সবার প্রান,,,,,,,
হৃদয় হয় উজালা,,,,,, ❤️
17195487062999197993754217559608.jpg
আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নিজের লেখা একটি
কবিতা।কবিতার নাম রোজা।
রোজা
লেখক আবু জাফর

                      ,,,,বছর ঘুরে রামাদান,,,, 
              বেশি বেশি করো দান ,,,, 
                     ,,,,এক বছরের ভুল ভ্রান্তি,,,,, ,, 
           ,,,করে নাও সমাধান ,,,,!

                  ,,,, এটা রহমতের মাস,,,, 
               ,,,,হও আল্লাহর ক্রীতদাস,,,, 
                ,,,,,করা প্রভুর মন জয়,,,, 
                 ,,,,ইবাদত করা সঞ্চয়,,,,। 
             ,,,শেষ দর্শকের বেজর রাত,,, 
             ,,,,থাকো জেগে আকিপাত,,,
            ,,,কদরের রাত তালাশ কর,,,, 
          ,,,সেজদাতে অশ্রু ছাড়,,,,,।
                    ,,,প্রভুর কাছে চাও ক্ষমা,,, 
          ,,,,পাপ যত আছে জামা,,, 

                          ,,,,দেও যাকাত এসেছে রোজা,,,, 
      ,,,,খুলেছে রহমতের দরজা,,,, 
                       ,,,পাপ ধুয়ে শুদ্ধ কর প্রাণ,,,, 
  ,,,,,,, এইতো এলো মাহে রমজান,,,,।

IMG_20240628_054018.jpg

আবারো নিয়ে এলাম একটি কবিতা
কবিতাটির নাম মেঘ।

মেঘ
লেখক আবু জাফর

,,,,,,মেঘলা আকাশ
,,,,,,ডাকছে মেঘ
,,,,দুলছে হৃদয়
,,,,ঘর সে আবেগ,,,,,।
,,,,,ঝরছে বৃষ্টি
,,,,পড়ছে গায়ে
,,,,,হাঁটছি এবার
,,,,,খালি পায়ে,,,,,,।
,,,,,রং বেরঙের রং ধনুতে
,,,,,,রঙিন হলো আকাশ
,,,,,,,,খালে বিলে প্রকৃতি তে
,,,,,,দেখছি সুখের আভাস ,,,, ।
IMG_20240512_221024.jpg

প্রাণপ্রিয় ভাইয়েরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন অবস্থায় এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি আপনি সামনে আরো ভালো ভালো পোস্ট আমাদের মাঝে তুলে ধরবেন।

ইনশাআল্লাহ

@hafezabujafor11, আপনি সর্বপ্রথম আপনার Achievement 1 পোস্টটি সঠিক তথ্য দ্বারা ভেরিফাই করুন এবং ভেরিফাইড পোস্ট লিংকটি আপনার পোস্টের নিচে শেয়ার করুন। মনে রাখবেন এই platform এ কাজ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই Achievement 1 পোস্টটি ভেরিফাইড হতে হবে।