আসসালামুয়ালাইকুম
আমার প্রিয় কমিউনিটি এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু। এমন সুন্দর একটা প্রতিযোগিতা দেয়ার জন্য @mostofajaman ভাইকে ধন্যবাদ। আমার স্টিমিটে যোগদান এখনো ছয় মাস পুরো হয়নি তাই খুব বেশী কমিউনিটি সম্পর্কে জানার সুযোগ হয়নি। কিন্তু যে কয়টি কমিউনিটি পেয়েছি তার মাঝে আমার সবচেয়ে ভাললাগার কমিউনিটি নিয়েই আজ কথা বলবো।
Enter the name of your favorite community and write about its admin moderators? |
---|
আমার পছন্দের কমিউনিটির তালিকায় শীর্ষে আছে স্টিম ফর বাংলাদেশ। আমি আমার দেশকে যেভাবে ভালবাসি আমার কমিউনিটিকেও আমি সেভাবেই ভালবাসি। আমার স্টিমিটের কাজের শুরু খুব বেশিদিন নয়। কিন্তু আমি যখনি কোন লিখা লিখি আমি সেটা আমার প্রিয় কমিউনিটিতে পোস্ট করবো ভেবেই লিখি। আমার কাছে মনে হয় আমাদের কমিউনিটি এখনো চারা গাছের মতো বর্তমানে ৮৩৫ জন মেম্বার। তাই এটা আমাদেরি দায়িত্ব এই চারা গাছকে মহিরুহতে পরিনত করা।
এখন আসি এডমিন ,মডারেটরদের বিষয়ে , আমার সাথে এডমিন @ripon0630 ভাইয়ের যোগাযোগ হয় এই গ্রুপে জয়েন হবার আগে। আমার এচিভমেন্ট নিয়ে উনার সাথে কথা বলি। আমি যখনি কোন বিষয়ে সমস্যায় পরেছি ভাইয়ের কাছে হেল্প চেয়েছি, ভাই সবসময় আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন। এখনো আমি স্টিমিট নিয়ে কোন সমস্যায় পরলে ভাইয়ের শরণাপন্ন হই।
এডমিন @msharif ভাই আমাকে না চিনেই ২০০ এসপি ডেলিগেট করেছিলেন যার কারনে আমার কাজ শুরুর প্রথম দিকের ঝামেলা গুলোয় পরতে হয়নি। উনি মেম্বারদের মধ্যে ভেদাভেদ করেন না। উনার এই সাহায্য আমার কাজের পথকে সুগোম করেছে। ভাই কে অনেক ধন্যবাদ।
মোডারেটর @mostofajaman ভাইয়ের সাথে আমার খুব একটা কথা হয়নি । কমেন্টের মাধ্যমে প্রথম যোগাযোগ হয় পরে ডিস্কোর্ড গ্রুপে কিছু কথা হয়। উনি আমাদের সুন্দর সুন্দর দিকনির্দেশনা দিয়ে থাকেন। যা আমাদের মতো নতুনদের জন্য অনেক উপকারি।
মোডারেটর @solaymann ভাই যার সাথে আমার এখনো তেমন কোন যোগাযোগ হয়নি। তবে আমি মনে করি আমি যাদি কোন সমস্যায় পরে তার কাছে সাহায্য চাই উনি অবশ্যই করবেন।
এক কথায় আমাদের এডমিন, মডারেটর গন তাদের কাজের প্রতি খুবি আন্তরিক।
First of all we want to know through whom or how you came to the steemit platform? |
---|
আমি অনলাইন প্লাটফর্ম থেকে প্রথম স্টিমিটের নাম জানতে পারি। পরে ইউটিউব এ সার্চ করে আমি এ সম্পর্কে অনেক তথ্য পাই। আমি অনিক সরকারের ভিডিও বেশী দেখতাম। কিন্তু দূঃখের বিষয় উনি বর্তমানে এই প্লাটফর্মে কাজ করছেন না।
আর আমি স্টিম ফর বাংলাদেশ সম্পর্কে জানতে পারি @shikhurana আপুর পোস্ট থেকে। বাংলাদেশ নামটা আমাকে আকৃষ্ট করেছিল। এরপর এই কমিউনিটিতে সার্চ করে আমার বেশ ভাল লাগে আমি জয়েন হই। আমি জয়েন হবার সময় জানতাম না যে রিপন ভাই এই কমিউনিটিতে আছেন। সুন্দর, পরিচ্ছন্ন একটি গ্রুপ তৈরী করার জন্য উনাদেরকে সাধুবাদ জানাই।
Write about how your favorite community would work better? |
---|
আমাদের এই কমিউনিটির এডমিন, মডারেটর গন খুবি এক্টিভ ও গ্রুপের মেম্বারদের প্রতি আন্তরিক। আমার মতে এই গুন গুলো যে কোন কমিউনিটির উন্নতির মূল মন্ত্র। উনারা যে ভাবে কাজ করে যাচ্ছেন তা যদি ধরে রাখেন তবে আমাদের এই কমিউনিটি একদিন স্টিমিটের শীর্ষে থাকবে। উনারা প্রতি সপ্তাহে যে কন্টেস্ট এর আয়োজন করেন আমি মনে করি তা এই কমিউনিটির উন্নয়নে বিশেষ আবদান রাখছে। এক্ষেত্রে আমাদের মেম্বারদেরও অনেক দায়িত্ব আছে যা আমাদের যথাযথ ভাবে পালন করতে হবে। যেমনঃ নিয়মিত কন্টেস্ট এ অংশ গ্রহন, ভোট দেয়া, কমেন্ট করা ইত্যাদির মাধ্যমে আমাদের কমিউনিটিতে অবদান রাখতে পারি।
Any online meeting is held in your favorite community? If so, write its details. |
---|
আমি এই কমিউনিটিতে জয়েন হবার পর প্রতি মাসেই অনলাইন মিটিং পাচ্ছি। এখানে এডমিন ও মডারেটর গন প্রথমে তাদের বক্তব্য রাখেন বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে। এরপর থাকে প্রশ্ন-উত্তর শেসান। যেখানে আমরা মেম্বার রা আমাদের বিভিন্ন সমস্যা ও স্টিমিটের যেসব বিষয়ে আমাদের অজানা তা নিয়ে প্রশ্ন করে থাকি এবং এডমিন-মডারেটর প্যানেল তার উত্তর দিয়ে থাকেন। মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতাও থাকে মিটিং এর শেষের দিকে। আমি ব্যক্তিগত ভাবে এই মিটিং থেকে অনেক উপকৃত হয়েছি।
Does your favorite community admin help you with any issues on the steemit platform? |
---|
আমার প্রিয় স্টিম ফর বাংলাদেশ এর সম্মানিত এডমিন রিপন ভাই আমাকে সব সময় হেল্প করে থাকেন। স্টিমিটের যে কোন বিষয়ে ভাইকে জিজ্ঞেস করলে উনি আমাকে সবসময় সঠিক দিক নির্দেশনা দেন। আমার বিশ্বাস আমি অন্য এডমিন ও মডারেটরদের কাছে সাহায্য চাইলে তারাও আমাকে সমান ভাবে সাহায্য করবে।
আমি আমার কয়েকজন বন্ধুকে এই কনটেস্ট এ অংশ গ্রহন করার জন্য আহবান জানাচ্ছি @ismotara @mahadisalim @enamul17 @m-fdo । ধন্যবাদ সবাইকে আমার পোস্ট পড়ার জন্য। আপনাদের মতামত সবসময় আমার কাছে মূল্যবান।
@hasina78
From @bangladesh
স্টিম ফর বাংলাদেশ কে নিয়ে আপনার উপস্থাপনা সত্যিই অনেক চমৎকার হয়েছে আপু। আমার ও প্রিয় কমিউনিটি হলো স্টিম ফর বাংলাদেশ। কমিউনিটির এডমিন ও মডারেটরদের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমাদের নিজেদের জন্য এই কমিউনিটি। শুভকামনা আপনার জন্যও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। আমরা একে অন্যকে সাহায্য না করলে কি ভাবে হবে। আমি যেমন আপনাকে সাহায্য করেছি তেমনি আমাকেও অন্য কেউ সাহায্য করেছে। একা একা তো চলা যায়না। ভাল থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit