My first post For Steem For Bangladesh

in hive-170554 •  4 months ago 

আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে চিন্তা করেছি ইংরেজিতে লিখব নাকি বাংলায় , তখন মনস্থির করি মায়ের ভাষা বাংলাতেই লিখি, যেহেতু Steem For Bangladesh কমিউনিটি আশা করি এখানে বড় একটি অংশ বাংলা ভাষাভাষী মানুষরাই আছে।

1725196339206.jpg

আমি নুরুদ্দিন , একজন Introvert ক্যারেক্ট । কলেজ লাইফ থেকেই ছবি তোলা পছন্দ করতাম । ইউটিউব থেকে যখন জানতে পারি ছবি দিয়ে টাকা ইনকাম করা যায় অনেকগুলো স্টক মার্কেটপ্লেসে একাউন্ট খুলি কিন্তু আফসোস। সেখানে ফটোগ্রাফির রুলস মেনে যে ছবি তোলা হয় সেগুলো বিক্রি করা অনেক কঠিন। সেখানে বিক্রি করা যায় কমার্শিয়ালি ব্যবহার করা যাবে এমন সকল ছবি। সেখানে দেখতে পাই এক একটা ক্রিয়েটর ২০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক ছবি বিক্রির জন্য রেখেছে। যা শুধুমাত্র কোন সংস্থার দ্বারাই সম্ভব। আমি একা মানুষ এত ছবি তোলা আমার পক্ষে সম্ভব না। অনেকদিন এরকম করার পর পারিবারিক চাপে নিজের আপন দেশ ছেড়ে আসতে হয়েছে মালয়েশিয়া। এখানে একটি ছোটখাটো Tour and Travel এজেন্সিতে কাজ করতেছি। প্রথমে শুধু অফিসে পিওনের মত কাজ করলেও এখন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ট্যুরে আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে যাওয়া হয়। ক্লায়েন্টদের বিভিন্নভাবে সাহায্যের জন্য।
সেই ফাঁকে আমি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি।
সেই ছবিগুলো কোথায় শেয়ার করা যায় এই চিন্তা এবং অনেক ঘাটাঘাটির পরে এই স্টিমিট প্লাটফর্মে উড়ে এসে জুড়ে বসেছি । (একটু মজা করলাম) চিন্তা করেছি এখন থেকে এই প্লাটফর্মে আমার ফটোগ্রাফি গুলো আপলোড করব এবং চেষ্টা করব এখান থেকে নিজের একটু উন্নতি করার। আমি introvert টাইপের হয়, মানুষের সামনে যেতে অনেক লজ্জা লজ্জা বোধ হয়। একটু লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি গুলো করতে হয়। সবচেয়ে বেশি লজ্জাবোধ হয় নিজের ছবি তুলতে গেলে।

যদিও আমি তেমন বড় কেউ নই, তবুও যদি আমার সম্পর্কে জানতে চান আপনি আমার #achievement1 পোস্ট টা একটু দেখতে পারেন।
https://steemit.com/hive-172186/@humanclick/achievement-1-my-introduction-to-steemit

আমার কাছে অলরেডি অনেকগুলো ভালো ক্যামেরা ওয়ালা ডিভাইস আছে
যেমন : iphone 15, Samsung s23, Vivo x90 .

আজকে আমি আমার Vivo x90 মোবাইলটাকে এক্সচেঞ্জ করে Vivo x100 pro নিয়েছি যার জন্য এক্সট্রা কিছু ringgit খরচ করতে হয়েছে ।

IMG_20240901_160315_321.jpg

IMG_20240901_160321_959.jpg

IMG_20240901_160337_984.jpg

Vivo x100 Pro দিয়ে আমার করা কিছু ফটোগ্রাফি

IMG_20240903_151839.jpg

IMG_20240903_151909.jpg

IMG_20240903_151855.jpg


যদি এই প্লাটফর্মে আমি ভালো সাড়া পাই, তাহলে চিন্তা করছি এ প্লাটফর্মে কাজ করে যাব।
আশা করি আপনারা সকলে আমার সামনে এগিয়ে যাওয়ার কারণ হবেন।


Thanks for Everyone
ধন্যবাদ সকলকে

বিঃদ্রঃ আমি পোস্ট দিতে গেলে কি যেন শো করে (রিসোর্স ক্রেডিট) যার জন্য আমি পোস্ট করতে পারতেছি না

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ সকলের

পোস্ট অনুযায়ী আমি জিজ্ঞাসা করতে চাই

  • ভিও এক্স 100 pro দিয়ে ফটোগ্রাফির বিষয়ে আপনার মতামত কি ?

শুভেচ্ছা বন্ধু @humanclick, আমাদের কমিউনিটিতে আপনার মূল্যবান পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কমিউনিটিতে Crypto রিলেটেড পোস্ট, thediarygame, art/drawing, Papercraft, Photography, Travel, Recipe & কমিউনিটির কনটেস্ট পোস্টগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখি। কাজেই আমি আপনাকে অনুরোধ করবো এসকল পোস্টের যেগুলো আপনি পারের সেই পোস্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন।

বিস্তারিত জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন : https://discord.gg/Yr3HKtD9S8

আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় মডারেট @shiftitamanna , আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন ,#club500 #club100 এগুলার বিষয়ে।