📢 Contest - Happy Married Life VS Happy Single Life.

in hive-170554 •  last year 

আসসালামু আলাইকুম

আমি @ismotara
@Bangladesh থেকে

সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা জানাই। আমাদের সবার প্রিয় @steem4bangladesh কমিউনিটি সবসময়েই অনেক দারুন দারুন বিষয় এর উপর প্রতিযোগীতার অয়োজন করে থাকে। এবার এডমিন @ripon0630 ভাই খুবই চমৎকার একটি বিষয় দিয়েছেন, কনটেস্ট এর জন্য।

Add a heading.png
made by canva

"বিবাহিত জীবন সুখি নাকি অবিবাহিত জীবন সুখী"

এ দ্বন্দ্ব আজকাল এর নয়।যুগ যুগ ধরে চলে আসছে এই দ্বন্দ্ব। আসলে সুখ বিষয় টা আপেক্ষিক। ধরা ছোঁয়ার বাইরে।এ অনুভব এর বিষয়। জীবনে সুখ এবং দুঃখ একই মুদ্রার এপিঠ ওপিঠ। জীবনে দুঃখ আছে বলেই সুখ কে আমরা এতটা অনিভব করতে পারি। আবার পক্ষান্তরে একতরফা সুখী জীবন কেউ কাটালে সে জীবনের মর্ম ই বুঝতে পারবে না।একজন বিবাহিত হিসেবে আমি আমার জীবনের আলোকেই এই প্রতিযোগীতার বিষয়বস্তুর উপরে আমার মতামত প্রকাশ করছি।

তাহলে শুরু করি
Happy married life or happy single life? Which do you think is the happiest?

বিয়ে এমন একটা আচার অনুষ্ঠান যা সমাজ ধর্ম দ্বারা অনুমোদিত। আল্লাহর অশেষ রহমত আছে বিয়ের মধ্যে।
সামাজিক ব্যভিচার থেকেও বিয়ে অনেকটা দুরে রাখে।
এগুলো তো ভারি ভারি কথা,কিন্তু সহজ করে বলতে গেলে বিবাহিত জীবনই সুখী। একা থাকা কখনই সুখী জীবন হতে পারে না।
এখানে অনেকে এমন যুক্তি দেখায় যে, তারা পরিবার এবং বন্ধু দের সাথে থাকে।তারা স্বাধীন, তারা নিজের মর্জির মালিক,তাই তারা অবিবাহিত ই বেশি সুখী। তারা জীবনে ঝামেলা চায় না। কিন্তু দিনশেষে তারাই সবচেয়ে বেশি একা।যতই মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবী নিয়ে থাকেন আপনার জীবনে যদি আপনার অর্ধাংগ বা অর্ধাংগিনী না থাকে আপনি সত্যি ই একা অনুভব করবেন।
জীবনের এমন কিছু কথা আছে যা শুধু মাত্র নিজের সংগীকেই বলা যায়, কিছু কিছু সুখ-দুঃখ আছে যা শুধু সেই বিশেষ মানুষটার সাথে ই ভাগ করে নেয়া যায়।
তাই আমি মনে করি বিবাহিত জীবনই সুখী।

Add a subheading (1).png
made by canva

Which of these two lives are you living now? Are you happy with your current life?

আমি বর্তমানে বিবাহিত জীবন অতিবাহিত করছি।আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি।স্বামী এবং এক ছেলে নিয়ে সুখী পরিবার।

বিবাহিত জীবনের অন্যতম এক সুখ হলো সন্তানের বাবা/ মা হওয়া। পরিবার বৃদ্ধি র মাধ্যমে আগামী প্রযন্ম পৃথিবীতে আসবে এটাই তো নিয়ম। আর সন্তানের লালন-পালন এ জীবনের প্রতি দায়িত্ব বোধ ও আরো বেড়ে যায়।

যারা বলে বিবাহিত জীবন সুখী নয়, ঝামেলা তারা আসলে বোকা।জীবনের আসল অর্থই তারা বুঝে নি এখনো।

তবে সুখি হতে হলে আপনার সঙ্গী কেও আপনার মনের মত হতে হবে। তা না হলে আপনি কখনই সুখি হতে পারবেন না।

What do you think others are missing out on?

2.png
made by canva

অবিবাহিত জীবন অনেক রোমাঞ্চকর। সেখানে অনেকটা আপনি আপনার নিজের মর্জি মত সারাদিন এর পরিকল্পনা সাজাতে পারেন।তেমন কেউ হয়ত আপনার জন্য অপেক্ষা করবে না।উদাসীনতার জন্য, দায়িত্বহীনতার জন্য কোন জবাবদিহি করতে হবে না। এগুলোই অনেকে মিস করে।কিন্তু এভাবে তো আপনার সারাজীবন চলবে না।একটা সময় বিরক্তি চলে আসবে, এই রোমাঞ্চকর জীবন আর ভালো লাগবে না।তাই বাস্তবতা মেনে নির্দিস্ট সময়ের পর বিয়ে সম্পন্ন করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।কোনকিছু মিস করা চলবে না।তাহলে আফসোস বাড়বে,শান্তি আসবে না।

What things do you do to find happiness in your current life?

আসলে সহজ কথায় বলতে গেলে বিয়ে করতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে কিছু কিছু মানুষ তো থাকবেই।যারা সংসার বিরাগী। তারা চিরকুমার থাকতে ই সিদ্ধান্ত নিয়েছে। তাদের কথা আলাদা।এছাড়া যারা বিবাহিত তারাও কিন্তু জীবনে কোন না কোন সময় এক বারের জন্য হলেও আফসোস করেছে এই ভেবে, যে, কেন সে বিয়ে করেছে। কিন্তু তারপর ও দিনশেষে একজন প্রিয় মানুষের সান্নিধ্য সব কস্ট মুছে দেয়।

আর সংসারে সুখী হতে হলে আসল যে গুনটা থাকতে হবে তা হলো ছাড় দেয়ার মানসিকতা।আর দুইজনের মনের মিল।যদি দুজনের মধ্যে মনের মিল না থাকে তাহলে কখনই বিবাহিত জীবন সুখী হবে না।

আমি আমার সংসারে আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এটাই দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি।

পরিশেষে বলতে চাই, যে বিয়ে করে সেও আফসোস করে আবার যে করে নি সেও আফসোস করে। তাই বিয়ে করে আফসোস করাই শ্রেয়।
অনেকের জীবনে বিয়ে অনেক দুর্বিষহ হয়ে এটাও সত্যি , তাদের হয়ত কপাল খারাপ । কিন্তু তাই বলে বিয়ে কে জীবন থেকে বাদ দেয়া যাবে না।
যার যার সময় হয়েছে তারা অতিসত্বর একাকী জীবন ত্যাগ করে দোকাকী জীবনে চলে আসেন।শুভকামনা নিরন্তর। আগামী জীবন সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় পুর্ণ হোক।এই প্রত্যাশা রইল।

আবারও @ripon0630 ভাইকে ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগীতার বিষয় নির্ধারন করার জন্য। আর @ripon0630 ভাইয়ের শুভ বিবাহ খুব তাড়াতাড়ি সম্পন্ন হোক এই দোয়া ও রইল।

আমি @hasina78, @jollymonoara, & @mahadisalim কে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাই

সবাইকে ধন্যবাদ

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqB7NTcamWpS7LfwizFdEFmu7DUzMCJEcPXPzunuRNzHtNpWXC3cQK2T2fEaef4CGZvuJFAMB3RJoRYhytoR4PZrNMzvcNNp3g5b8j8s4HWcSkiKxq3YeXZ8eEvWPgCz4hHWcmbFnaKtKNbV3QnFDNZmvgw2Z.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ে করেই আফসোস করা ভালো হাহাহা ,ভালো বলেছেন। আল্লাহ্‌ বিয়েকে আমাদের জন্য ফরজ করেছেন। কাজেই এর পজেটিভ দিক নিয়ে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। সুন্দর উপস্থাপন করেছেন আপু।

ধন্যবাদ
@hasina78

ধন্যবাদ আপু, সুন্দর মতামতের জন্য।

Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary
Voting CSI[ ? ] ( 0.00 % self, 27 upvotes, 18 accounts, last 7d )
Period2023-06-07
Transfer to VestingPowerUp : 66.314 STEEM
Cash Out
0
Result Club75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

You should not miss anything. Then regret will increase, peace will not come.

I think you make a point here, we won't be single for ever one day we all will definitely get married because if you continue these way you might end up being lonely and I don't think it will favour you.
Wish you all the best @ismotara

Dear friend, @morgan76, thanks a lot for your nice comment and best wishes to you too.
@ismotara

Without going into the answer of how is married life, let me say that marriage has only one benefit and that is security in old age. If you have children after marriage they can take care of you in future or old age. Generally our culture is like that. In old age, parents stay close to their children and children look after their parents. This has an advantage.i wish you my bes
Best regard @jannatmou

Thanks dear.