২০ নভেম্বর, ২০২৩ একটি ব্যস্ত দিন

in hive-170554 •  last year  (edited)

✅সকালের সময়✅

IMG_20231119_102136.jpg

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। অনেকদিন পর আসলাম। আসলে চাকরি অনলাইন ব্যবসা সামাল দিয়ে আর লেখা হয়ে উঠে না। যথারীতি সকাল ৮.৩০ টার দিকে ঘুম থেকে উঠি। হাতে মুখ ধুয়ে অফিসের যাওয়ার জন্য রেডি হয়ে বাহির হলাম। বৌ গেছে গ্রামের বাড়ী তাই বাসায় নাস্তা করা হয়নি। অফিসে এসে দেখি এখনো আমার কোন সহকর্মী আসে নাই। ১০ মিনিট পর একজন আসল। আমার আবার টেকনাফ যাওয়ার কথা ছিল আজকে। আমি অফিসে সাইন করে বাহির হয়ে পড়লাম টেকনাফের জন্য। ৫০ টাকা দিয়ে একটা অটো রিক্সা করে কলাতলি মোড়ে চলে আসলাম। কলাতলি এসে চিন্তা করলাম নাস্তা তো করা হয় নাই। এক হোটেলে ডুকলাম । ২টা পরোটা, ১ বাটি সবজি, ১ কাপ চা, সাথে ৫০০ মিলি পানি নিলাম। যদিও আমি পানির ওর্ডার করি নাই। কিন্তু তারা নরমাল পানি রাখে না। খাওয়ার শেষে বিল আসল ৯৫ টাকা। ১০০ টাকা দিলাম ১০ টাকা ফেরত দিয়ে দিল। তারপর লোকাল কারে করে টেকনাফের জন্য রওনা দিলাম লোকাল কার ভাড়া ৩০০ টাকা। ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগল টেকনাফ গিয়ে পৌছাতে। মূলত আমার আগের প্রজেক্টের উপজেলা নির্বাহী অফিসারের একটা সার্টিফিকেট নিতে হচ্ছে সেটার জন্য যাওয়া। মোটামুটি ১২ টার ভিতর টেকনাফে কাজ শেষে করে হল।





✅দুপুরের সময়✅

IMG_20231119_143320.jpg

১২ টার দিকে আবার লোকাল কার এ করে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দিলাম। প্লান ছিল এসি বাসে করে আসার। কিন্তু এসি বাস পেলাম না। এসি বাসের ভাড়া ২৫০ টাকা। টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে ৩-৪টা চেকপোস্ট আছে। যেতে যা সময় লাগে আসতে ৩০ মিনিট বেশি সময় লাগে চেকপোস্ট গুলোর কারণে। যাওয়ার সময় কোন চেক করে না। যত চেক আসার সময়। মুলত এই পথে প্রচুর ইয়াবা পাচার হয়। যার কারনে চেকিংটা হয়। দুপুর ১ঃ৩০ মিনিটে কক্সবাজার এসে পৌছায়। কক্সবাজারে আবার আমাদের প্রকল্পের একটা ২ দিনের প্রশিক্ষণও চলছিল। আজকের শেষ দিন ছিল। আমি টেকনাফ থেকে সরাসরি এই প্রশিক্ষনে অংশগ্রহন করি। আমি আসতে আসতে প্রায় প্রশিক্ষন শেষ হতে যায়। আমরা দুপুরের খাবার খেতে গেলাম পাশের একটা রেস্টুরেন্টে। দিল্লি কিচেন নাম। গতদিন ২ দিন আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি। অফিসে আসার পথে দেখালাম বিদ্যালয়ের ছাত্ররা হরতাল অবরোধে বিরুদ্ধে মানববন্ধন করছে।

খাবার শেষ করে আবার সবাই অফিসে আসলাম।




✅বিকালের সময়✅

IMG_20231120_193837.jpg

দুপুরের খাবার খেয়ে শেষ করে আসতে আসতে। প্রায় আছরের আযান হচ্ছে। অফিসে এসে নামাজটা পড়ে নিলাম। তারপর শুরু হল শেষ হওয়া ইভেন্টের হিসাব নিকাশে। গত কয়েকদিন ধরে আমাদের সংস্থা হামুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছিল। আজকে তার শেষ দিন। অফিস থেকে বাহির হয়ে যাব এমন সময় সিনিয়র এক কলিক আসলো একটা নিউজ করে দিতে। আবার বসে গেলাম নিউজ তৈরি করতে। নিউজটা তৈরি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠাতে পাঠাতে প্রায় ৭:৩০ হয়ে যায। চা নাস্তা করলাম শেষ করে এসে কলিকরা মিলে।





✅রাতে সময়✅

নাস্তা করে বাসায় আসলাম। অনেক ক্লান্ত লাগছিল তাই কিছুক্ষণ শুয়ে রইলাম। এর মাঝে আমার অনলাইন পেইজে বিভিন্ন কাস্টমাররা নক দিচ্ছিল। ফাঁকে ফাঁকে তাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম এবং দুইটা কোম্পানির সাথে কথা বললাম সাবানের ডিলারশিপের বিষয়ে কক্সবাজারের জন্য। মোটামুটি এর মাঝে মাঝে আজান হলো। এশার নামাজটা পড়লাম। রাইস কুকার ভাত বসিয়ে দিলাম রাতে খাওয়ার জন্য। তরকারি আগে রান্না করা ছিল। মুরগী রান্না করেছি। ফ্রিজে রান্না করা আছে। প্রতিদিন অল্প অল্প নিয়ে গরম করে খাচ্ছিলাম। আমার অনলাইন পেজের জন্য প্রতিদিন আমি রাতে লাইভে আসি মূলত আমার প্রোডাক্টগুলো পেইজে দেখানোর জন্য। লাইভে আসা পাশাপাশি আমার পেজটা মনিটাইজেশন অন করার জন্য চেষ্টায় আছি। যার কারনে প্রতিদিন লাইভ করি। যাতে করে ওয়াচটাইমটা পূর্ণ হয়ে যায় দ্রুত। আজকেও তার ব্যতিক্রম হয়নি লাইভটা করে ঘুমাতে চলে গেলাম।




শুভরাত্রি সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রিয় ভাই, আপনার ডায়েরি গেইম লেখা অনেক সুন্দর হয়েছে। আপনি দিন টি খুবই ব্যাস্ততার সাথে কাটিয়েছেন। অফিস এবং অনলাইন ব্যাবসা অনেক ব্যাস্ত থাকতে হয়। শুভকামনা রইলো আপনার জন্য।