A Tourism Day 2023 in Cox’s Bazar| 28 September, 2023

in hive-170554 •  last year  (edited)


আসসালামুয়ালাইকুম ,
আমি জয়নাল আবেদীন
কক্সবাজার থেকে লিখছি।

কেমন আছেন সবাই? অনেক অনেক দিন পর আপনাদের মাঝে লিখা নিয়ে আসলাম। নিয়মিত লিখালিখি না করলেও প্রতিদিন প্রিয় কমিউনিটিতে দেখতে আসি কে কি পোস্ট দিল সেটা দেখতে। আপনারা আপনাদের পোস্ট গুলোতে ভোট চেক করলে বুঝতে পারবেন। আমি প্রতিদিনই সবার পোস্টে ভোট দি।

২৮ তারিখ অফিস বন্ধ ছিল। প্লান ছিল বেশি করে ঘুমাব। কিন্তু সকালে ঘুমে ভেঙে যায়। আর কোনভাবেই ঘুম আসে না।

IMG_20230710_235321.jpg

কি আর করা ঘুম থেকে দাত ব্রাশ করে নাস্তা করলাম। তারপর কিছু অর্ডার ছিল সে গুলো প্যাকিং করা শুরু করলাম। যারা নতুন আমাকে আগে থেকে চিনেন না তারা হয়ত বুঝবেন না আমি কি অর্ডার প্যাকিং করছি। আমি মুলত কক্সবাজারের বার্মিজ আচার, কসমেটিক, শুটকি অনলাইনে ব্যবসা করি চাকরির পাশাপাশি।

পার্সেল গুলো রেডি করে রাখলাম। তার বাচ্চাকে নিয়ে কিছুক্ষন খেলাধুলা করলাম।

কক্সবাজারের গত ২৭ তারিখ থেকে শুরু হয়েছে পর্যটন মেলা ২০২৩। প্লান করলাম বিকালে মেলায় যাব। দুপুর খাবার পর কিছুক্ষন শুয়ে রইলাম। ঘুমায় নাই। এমনি শুয়ে ছিলাম। ৩ টার দিকে ডেলিভারি ম্যান আসল পার্সেল নিতে থাকে পার্সেল গুলো বুঝে দিলাম।

IMG_20230710_235252.jpg

ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে যাওয়ার পর কিছুক্ষন আবার শুয়ে রইলাম। ৪.৩০ মিনিটের দিকে আছরের নামাজ পড়ে মেলায় যাওয়ার জন্য রেডি হইলাম। আমার আবার আজকে রোজা ছিল। ইফতারে কি খাবে জানতে চাইলাম। তারপর কিছু খাবার কিনে দিয়ে গেলাম। তারপর বাহির হলাম মেলার উদেশ্যে। বাহির হয়ে কিছুদূর যেতে না যেতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হল। গাড়ি থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম বৃষ্টি কমার জন্য। ১০-১৫ মিনিট পর বৃষ্টি কিছুটা কমলো। তারপর মেলার দিলে হাটা দিলাম।

আমি কক্সবাজারের বড় একটি উদ্যোক্তা গ্রুপের এডমিন প্যানেলের সদস্য। আমাদের বেশ কিছু উদ্যোক্তা মেলায় স্টল নিয়েছে। তাদের স্টল গুলো ঘুরে দেখলাম।

মেলায় এক বড় ভাইয়ের সাথে দেখা। রাজা চা নামে একটা চায়ের দোকানে আছে ওনি চা খাওয়াতে সেখানে নিয়ে গেল। এই রাজা চা কক্সবাজার আসে গতবছর পর্যটন মেলার সময়। তারপর থেকে তারা স্থায়ীভাবে এখানে দোকান নিয়ে বসে। এই প্রথম রাজা চা পান করলাম। ভালই লেখেছে।

চায়ের একটা শর্ট ভিডিও করেছিলাম। কোন ছবি না তুলাতে শেয়ার করতে পারলাম না।

যায়হোক তারপর সেই ভাই সহ আর কিছুক্ষণ মেলায় ঘুরাঘুরি করলাম। আমাদের এক উদ্যোক্তা আপু মুনা চৌধুরী। ওনার স্টলে আসলাম। ওনি মুলত হোম মেড খাবার নিয়ে কাজ করে। ওনার স্টল থেকে কিছু পিঠা খেলাম দুইজনে। সেই বড় ভাই চলে গেল।আমি ছিলাম।

হঠাৎ ঢাকার কিছু লোকজনের সাথে দেখা। তারা মুলত ৩ দিনের ছুটিতে ঢাকা এসেছে। তাদের সাথে কিছুক্ষন কথা হল। একসাথে ছবি নিলাম।

এবারে মেলায় আমাদের তৈরি করা বালাচাও পাওয়া যাচ্ছে বন্ধুতা শপে। ওনারের শপে গেলাম। বেচা বিক্রির খবর কি জেনে বাসার দিকে রওনা দিলাম।

বাসায় আসা পথে ওষুধের দোকানে গেলাম। আমি আর আমার ছেলের ২ জনের ২ দিন ধরে সর্দি-জ্বর। ওষুধ নিয়ে বাসায় ফিরলাম।

রাত ৯ টার সময় অনলাইনে ক্লাস ছিল ক্যানভা ডিজাইন এর উপর।

20230928_215219_0001.png

৯ টায় ক্লাস শুরু করলাম। লাইভ ক্লাস এ ডিজাইন করে দেখালাম।

ক্লাস চলাকালীন সময় বাচ্চা তার মায়ের সাথে দুষ্টুমি করতে গিয়ে ব্যাথা পায়।

ক্লাস শেষ করে দেখলাম ব্যাথা কোথায় কোথায় ফেল।

রাতে খেয়ে ঘুমাতে চলে গেলাম। মোটামুটি এভাবে দিন টা পার হল।

Thank you for Reading

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZwNLnLc4LoEZursb6ZFVuZQfHaMYmnkb4sXHETvWHfx845eNH8Z1R5dQtVPRd...fYgpxKamHSmp5ePxsZeFVNiQSGxG54RbfJK9YGrzmt9wT4UKNrp2YFQD6h1nCiLkiTgro5Y1rvSCmpDjdVH6ScyJPjFvUfXQcTkZDTbzTVAjeii1BYwnBZdAP8.png

20221005_204407_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Heres a free vote on behalf of @se-witness.

  ·  last year (edited)

প্রিয় বন্ধু @joynalabedin, আমাদের কমিউনিটিতে আপনার পোস্ট দেখে আমরা বেশ খুশি। কিন্তু আপনি যেহেতু নতুন তাই পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেষনা পড়ে নিন 👇👇

  • আপনার মনে রাখতে হবে যে একটা কোয়ালিটি কনটেন্ট সর্বদা ৩০০ শব্দের বেশি হয় যেজন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।

  • পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল এবং ট্যাগ ব্যবহার করতে হবে।

  • সবসময় Plagiarism & AI কনটেন্ট এড়িয়ে চলতে হবে। যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণ করে থাকে।

  • আমাদের কমিউনিটিতে আমরা Diarygame, Papercraft, Drawing/Art, Recipe, Photography, Travel সহ আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট পোস্ট করতে পারবেন। এসকল পোস্টের বাইরের পোস্ট করা থেকে বিরত থাকুন।

  • সবশেষে "burnsteem25" ট্যাগ আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি "null" একাউন্টে ২৫% বেনিফিশিয়ারি সেট করবেন। এটা ব্যাতিত "burnsteem25" ট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

এছাড়াও যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ডিসকর্ড লিংটি হলো : https://discord.gg/Yr3HKtD9S8

ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ এর জন্য। তবে আমি এই কমিউনিটিতে নতুন না। নিয়মকানুন আমার জানা আছে।