Daily Life | December 01, 2023

in hive-170554 •  last year 
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়দিন পরে নতুন একটি ব্লগ লিখতে যাচ্ছি। মাঝখানে বেশ কয়েকদিন লেখা হয়নি।

IMG_20231201_191526.jpg

যেহেতু আজকে শুক্রবার ছিল। সাধারণত মোবাইলে এলাম থাকে সাড়ে আটটা বাজে উঠে প্রস্তুতি নিয়ে অফিসে চলে যাই। ন'টা থেকে অফিস শুরু হয়। কোন কারনে আজকে এলাম অফ করা হয়নি। সকাল সাতটার সময় যখন এলাম বাঁচতে ছিল হঠাৎ করে উঠলাম মাথায় আছে দেরি হয়ে গেলে নাকি অফিসে যেতে হবে। মোবাইল দেখলাম যে সাড়ে আটটা বাজে। শুক্রবারে তো বন্ধ অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়লাম। দশটার দিকে অফিসের সিনিয়র কলিগ কল দিল। তার কলে আবার ঘুম ভেঙে গেল। উনি একটা নতুন প্রজেক্ট প্রোপজাল রেডি করবে। কিছু ইনফরমেশন দরকার উনার। হোয়াটসঅ্যাপে আমাকে কি কি ইনফরমেশন দরকার সেগুলো পাঠিয়েছে। ওনার যে তথ্য গুলো দরকার সেগুলো মূলত আমি বর্তমানে যে প্রকল্পে আছি সেই প্রকল্পের সাথে মিলে যার কারণে আমার কাছে উপজেলার তথ্যগুলো চাচ্ছিল কিন্তু আমার প্রকল্পটা রামুতে বাস্তবায়ন হচ্ছে না।

ওনি বলো যে আপনি google-এ বা কাউকে ফোন করে বা কোনোভাবে আমাকে ইনফরমেশন গুলো একটু আর্জেন্ট কালেক্ট করে দেন। আমি উঠলাম উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে। নাস্তা করব বাইরে চলে গেলাম। নাস্তার জন্য গিয়ে সামনের দোকান থেকে দুইটা বাটারবন নিলাম অলটাইম এর। বাসায় আসলাম। বাসায় রেডি টি মিক্স ছিল। সেগুলো দিয়ে এক কাপ চা বানালাম।

কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর না যে উনি যে তথ্যগুলো দিল সেগুলো দেখতে থাকলাম যেগুলো কিভাবে ওনাকে ম্যানেজ করে দেওয়া যায়। তবে গুগোল এ সার্চ করা শুরু করলাম তারপরে রামু উপজেলার সরকারি ওয়েবসাইট সেগুলো ভিজিট করা ইউকিপিডিয়া ভিজিট করে মোটামুটি যে তথ্যগুলো দরকার ছিল প্রায় কালেক্ট করে ওনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। বাকি যা দিয়েছে যতগুলা ছিল ওগুলো আসলে অনেক রিসার্চ এর বিষয় আছে।

এরপরে আজকে শুক্রবার সারা সপ্তাহের কাপড় গুলো ধুয়া প্রয়োজন ছিল তো কাপড় ধুতে চলে গেলাম।

জুম্মার আযান হচ্ছে। কাপড় ধুয়ে গোসল করে চলে গেলাম জুমার নামাজ পড়তে। নামাজ পড়ে এসে খাওয়ার পালা। গতকালকে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। আজকে দুপুরের জন্য সহ ভাবে রান্না করে ফেলছিলাম। হাল্কা গরম করে খেয়ে নিলাম।

খাওয়া শেষে গতকালকে যে অর্ডার করা হয়েছিল সে প্যাকিং করতে বসলাম। এর মধ্যে ডেলিভারিম্যান কল দিল পার্সেল কোন জায়গা থেকে পিক করবে জানতে। অফিস খোলা থাকে সেদিন পার্সেল আমি সাথে করে নিয়ে যাই অফিসের নিচে একটা দোকান আছে ওই দোকানে রাখি। বাসায় আশে পাশে কেউ নাই আমার ওয়াইফ গ্রামের বাসা।

পার্সেল গুলো দিয়ে শুয়ে পড়লাম। একটু ঘুম ঘুম ভাব আসতেছে যখন শুয়েছি তখন প্রায় চারটা বাজে আসরের আযান হচ্ছিল। একটু আলস্য উঠতে ইচ্ছে করতেছিল না। চিন্তা করলাম হালকা কিছুক্ষণ ঘুমাই তারপরে উঠে আসরের নামাজ পড়বো। ৪০-৪৫ মিনিটের মত শুয়ে ছিলাম। তারপরে আসরের নামাজটা পড়ে জায়নামাজের উপরে বসে ছিলাম কারণ আর কিছুক্ষণ পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে। একেবারে মাগরিবের আজান মাগরিব এর নামাজ পড়ে নাস্তা করতে যাবো সেই চিন্তায় জায়নামাজের উপরে বসে ছিলাম।

নামাজ আসরের নামাজ পড়ে প্রায় পনের বিশ মিনিট পরে মাগরিবের আজান হলো। একেবারে মাগরিবের নামাজ পড়ে বাইরে গেলাম নাস্তা করতে। নাস্তা বাইরে না করে একটা পাউরুটি নিয়ে চলে আসলাম। বাসায় মধু আছে মধু মিক্স করে আর চা দিয়ে খেলাম।

কিছু পাউরুটি আগামীকালকে সকালে খাওয়ার জন্য অর্ধেক রেখে দিয়েছি বাকি অর্ধেক খেললাম।খাওয়ার পরে আবার ফেসবুক নিয়ে বসে গেলাম। মেসেজ দিচ্ছিম
পেজে। কাস্টমারের মেসেজ দিছে সেগুলার রিপ্লাই করতে ছিলাম আর একটা ওয়েবসাইটের এড ক্যাম্পেইন চালানোর জন্য একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে ছিলাম গত দুদিন ধরে। সেটার কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করে অ্যাড চালানোর জন্য ট্রাই করতে ছিলাম। কোনো একটা কারণে একটা সমস্যা হচ্ছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারতে ছিলাম না। শেষ পর্যন্ত দিতে পারি নাই। নরমালি যেভাবে মেসেজ ক্যাম্পেইন চালায় ওভাবে মেসেজ ক্যাম্পেইন দিয়ে একটা চালু করে দিন।

ওই ফেসবুকের একটা দিতে পারিনি না মানে বুঝলেন পেজের মাধ্যমে একটা দিতে চাইছিলাম ওটা দিতে পারেনি। যেখান থেকে ল্যান্ডিং পেজ এর কাজগুলো শিখেছি সে গ্রুপে একটা পোস্ট দিলাম যে সমস্যাটা হচ্ছে এটা দিতে পারতেছিনা। এটা এখন পর্যন্ত সমাধান হয়নি। সমাধান হলে তখন ট্রাই করবো আবার ল্যান্ডিং পেজ এর মাধ্যমে তার জন্য।

IMG_20231201_204043.jpg

চ্যাট করতে করতে মোটামুটি বেশ সময় চলে যায়। ফেসবুকে চ্যাট হচ্ছে বিভিন্ন কাস্টমার এখন দিচ্ছে তাদের সাথে কথা বলতেছি। এশার আজান হয় গেল। নামাজটা পড়ে রান্না বসালাম এইতো.

কাজের ফাঁকে থাকে একটা লাইভ করে নিলাম। ফেসবুক পেইজে গতকালকে লাইভ করা হয়নি প্রোডাক্টের। একটা লাইভ করে নিলাম এভাবে মোটামুটি আজকের দিনটা আর হলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!