Photo design by Canva
অহংকার এমন একটি বৈশিষ্ট্য যা একজন মানুষকে সকলের কাছে অপছন্দের পাত্র হিসেবে তুলে ধরতে পারে। এক এক মানুষ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে কাউকে অহংকারী বলে মনে করতে পারে। যাইহোক, কিছু সাধারণ বৈশিষ্ট্য যা অহংকারী ব্যক্তিদের ভিতর লক্ষ্য করা যায় :
নিজেকে অতি গুরুত্বপূর্ণ মনে করা: অহংকারী ব্যক্তিরা সবসময় নিজের ক্ষমতা, কৃতিত্ব এবং গুরুত্বপূর্ণ মনে করেন। তারা মনে করতে পারে অন্যরা সবাই তার থেকে কম ক্ষমতাধর, কমযোগ্য সম্পুর্ণ।
সহানুভূতির অভাব: অহংকারী ব্যক্তিরা অন্যের সুবিধা ও অসুবিধা বুঝেনা বা বোঝার চেষ্টা করেনা। তারা সব সময় নিজেকে বড় মনে করে এবং নিজেকেই গুরুত্ব দেয়। তারা কাউকে অল্প পরিমান সাহায্য সহযোগিতা করলে সেটাকে অনেক বড় করে দেখায়। যেটা দেখলে মনে হয় সে অনেক কিছু করে ফেলেছে।
প্রশংসা: অহংকারী ব্যক্তিগণ সব সময় স্বার্থপর হয়ে থাকে। তারা কোন ভালো কাজের জন্য কাউকে সহজে উৎসাহ দিতে চায় না। প্রশংসা করতে চাই না। তারা সব সময় চাই অন্যরা তাদের প্রশংসা করুক, তাদের উৎসাহ দিক।
অধিকারের সংবেদন: অহংকারী ব্যক্তিরা সর্বদা নিজের অধিকার আদায়ের ব্যস্ত থাকে। অন্যের কি অধিকার আছে না আছে সেটা তারা কোন তোয়াক্কা করে না। অনেক সময় দেখা যায় তারা অনধিকার চর্চা করে।
নিয়ম এবং সীমানার প্রতি অবজ্ঞা: অহংকারী ব্যক্তিরা মনে করে তাদের জন্য কোন নিয়ম কারণ নেই। তারা সকল নিয়মকানুনের ঊর্ধ্বে নিয়ম-কানুন শুধু গরিব মানুষের জন্য।
সমালোচনা গ্রহণ করতে অসুবিধা: অহংকারী ব্যক্তিরা কখনো নিজের সমালোচনা সহজভাবে গ্রহণ করতে পারে না তারা সব সময় চায় মানুষ তাদের নিয়ে প্রশংসা করুক সেটা সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক
নম্রতার অভাব: অহংকারী ব্যক্তিগণ নিজের ভুল কখনো স্বীকার করতে চায়না ভুল করলে যে ক্ষমা চাইতে হয় এই বৈশিষ্ট্য তাদের নেই তারা চায় ভুল যে করুক না কেন তারা কখনো ভাবে ক্ষমা চাইবে না।
যদি আমি বা আমরা সবকিছু যদি নিখুঁতভাবে করতে পারি বা করার দক্ষতা অর্জন করি, তারপরও আমাদের উচিত না এটা নিয়ে কোন রকম অহংকার করা। কারণ এটা করার ফলে সমাজে আমার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। সবাই খারাপ চোখে দেখবে এবং আমি যে সবকিছু নিখুঁতভাবে করতে পারি, আমাদের উচিত হবে সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করা। অহংকার করে নয়। যখন আমরা আমাদের কাজটি ঠিক ভাবে করে যাব সমাজ, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এমনিতেই আমাদের কাজের প্রশংসা করবে এবং আমাদেরকে আরো বেশি উৎসাহ দিবে।
আমি স্টিমিট এখন কাউকে এমন পাইনি যাদের সাথে কাজ করেছি বা কাজ করার সুযোগ হয়েছে সবাই অনেক বেশি আন্তরিক অনেক বেশি হেল্পফুল যে কোন প্রয়োজনে যখন যাকে নক দিয়েছি সে তার জানামতে যতটুক সাধ্য সাহায্য করেছে বিভিন্ন তথ্যের মাধ্যমে।
এই আর্টিকেলে শুরুতেই আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছি। যেগুলো একজন মানুষের মধ্যে থাকলে আমরা বুঝতে পারবো বা বলতে পারব সে ব্যক্তিটি অহংকারী এবং এই বৈশিষ্ট্য গুলোর কারণে কোন এক সময় গিয়ে তার পতন আসবে। যে কোন ব্যক্তি যদি এই পয়েন্টগুলো এড়িয়ে চলতে পারে তাহলে সে সফল হতে পারবে। আর যারা এই পয়েন্ট গুলো মেনে চলবে তারা খুব দীর্ঘমেয়াদ কোন সফলতা অর্জন করতে পারবে না। যদি পারেও সেটি হবে খুবই সাময়িক।
@rumman @ayeshasiddika18 @nijam468 এই ৩ জনকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hola, las personas arrogantes, son engreídas , les falta empatía humildad, entre otros afectos y valores. Disfrute leer tus lineas. Éxitos y prosperidad.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit