পেয়ারা মাখা || Steem For Bangladesh ||০৯-০৫-২০২৩||

in hive-170554 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবা। আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি অন্যরকম পোস্ট নিয়ে হাজির হলাম।আর সেটি হচ্ছে পেয়ারা মাখা।

InShot_20230509_080800234.jpg

পেয়ারা মাখাতে আমাদের যা যা লাগবে

পাকা মিষ্টি পেয়ারা
লবণ
কাঁচা মরিচ বা শুকনা মরি
কাসুন্দি বা সরিষা বাটা

প্রথমে আমরা একটি পেয়ারা নিব। পেয়ারাটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব।

IMG_20230507_233459.jpg
তারপর পেয়ারা টিকে আমরা আমাদের মন মত অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে পেয়ারার উপরে যে সবুজ অংশ সেটি ছিলে ফেলে দিতে পারেন । কিন্তু আমার কাছে ওটিয়ে খেতে বেশি ভালো লাগে এজন্য আমি আর ফেলে দেয়নি। সবুজ অংশ সহ কুচি করে কেটে নিয়েছি।

IMG_20230507_233522.jpg

তারপর তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ ও কাঁচা মরিচ নিয়েছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি এজন্য বেশি করে ঝাল দিয়েছি আমরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা চাইলে শুকনা মরিচ ভেজে সেটিকেও ব্যবহার করতে পারেন। তারপর আমাদের লাগবে কাসুন্দি।

IMG_20230507_233552.jpg

কাঁচা মরিচ গুলা হাত দিয়ে ভেঙে নিব। তারপর তার ভিতর আমি পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিব। যাদের বাসায় কাসুন্দি নাই তারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। তবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে এত ঝাঝ বের হবে যে খাওয়া যাবে না। আমি এখানে পরিমাণ মতো কাসুন্দি ব্যবহার করছি। এবার সব কিছু পেয়ারার সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার পেয়ারা মাখা তৈরি।

IMG_20230507_233803.jpg

এই পেয়ারা মাখা আমাদের গ্রাম বাংলার খুবই একটি জনপ্রিয় খাবার। যেটা গ্রামের লোকজন দেখলে সবাই খেতে মন চায়। এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে বলার মত না। আপনারা চাইলে একবার বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন।

যাইহোক আশাকরি আমার আজকের পোষ্টটি আপনাদের খুব ভালো লাগছে। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য

AB
পোস্টের ধরনপেয়ারা মাখা
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for May 2023
Curated by - @ripon0630

পেয়ারা মাখা টা মনে হচ্ছে খুব মজা হয়েছে। এই গরমে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা আসলেই লোভনীয়।

ধন্যবাদ

আপনার পিয়ারা মাখা খুব লোভনীয় দেখাচ্ছে। খেতেও নিশ্চয়ই ভালো হবে। আপনার জন্য রইলো

ধন্যবাদ আপনাকে

পেয়ারা মাখা আমাকেও খেতে খুব ভালো লাগে। লবণ মরিচ দিয়ে পেরা মাখা দারুন খেতে লাগে। তার সঙ্গে যদি কাসুন্দি দেওয়া হয় তাহলে তো আরো মজা হয়। বেশ দারুন পোস্ট করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

Loading...