প্রেজেন্টেশন দেওয়ার মৌলিক কিছু বিষয়

in hive-170554 •  3 days ago  (edited)

আসসালামু আলাইকুম সবাইকে
আমি জোনায়েদ আহমদ , এই কমিউনিটিতে এটাই আমার প্রথম পোস্ট, ভুল হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন।

আজকে আপনাদের সাথে সম্প্রতি শেষ করা একটি ওয়ার্কশপ এর সারমর্ম শেয়ার করবো।
আমাদের কম বেশ প্রফেশনাল লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া আর তা যদি হয় ফরমাল প্রেজেন্টেশন তাহলে আমাদের ভুল হওয়া এড়াতে সতর্ক থাকতে হয়।

IMG_20240925_094520.jpg

শিক্ষার্থী থেকে পেশাজীবি কম-বেশি সবাইকেই বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়।অন্যসব স্কিলের মতো প্রেজেন্টেশন দেওয়াটাও দক্ষতার ব্যপার আর এর জন্য প্রয়োজন নিজের প্রতি আত্মবিশ্বাস আর কথা বলা সাহস ও দক্ষতার।
শ্রোতার অবস্থা, ধরন,বয়স,পরিবেশ-সংস্কৃতির উপর প্রেজেন্টেশন উপস্থাপনার ধরন বিভিন্নরকম হয়।তাই শ্রোতা সম্পর্কে প্রথমেই পরিষ্কার ধারণা থাকতে হবে।
ধরুন আপনি গবেষক, একাডেমিক কোনো আলোচনায় প্রেজেন্টেশন দিচ্ছেন এক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইড হবে আর্টিকেল, গ্রাফ,দিয়ে তৈরি।এক্ষেত্রে কর্পোরেট কর্মকর্তাকে শ্রোতার তালিকায় চিন্তা করলে একই প্রেজেন্টেশন গ্রহনযোগ্য হবে না এজন্য প্রথমেই শ্রোতা কে জানতে হবে এবং শ্রোতার আগ্রহ বিবেচনা করেই স্লাইড বানাতে হবে। কিংবা একজন শিক্ষার্থী যখন তার থিসিস পেপার প্রেজেন্ট করেন তখন তার সামনে থাকেন শিক্ষক ও সহপাঠীরা, এক্ষেত্রেও সে কর্পোরেট কর্মকর্তার মতো নিজের ধারণা উপস্থাপন করতে পারবে না।

এক্ষেত্রে আমরা প্রেজেন্টেশনের শুরুটা তিন ধাপে ভাগ করে নিতে পারি,
প্রথমে hello পরে salam এবং শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য Good morning বা সময় অনুযায়ী সম্ভাষণ করবো এর পরে নিজের পরিচয় This is দিয়ে শুরু করবো। যেমন This is Junaid Ahmed.এবং প্রেজেন্টেশন এর বিষয়বস্তু উপস্থাপন করবো যেমন আমার টপিক ছিলো The impact of family income on students educational achievements.।
তাহলে প্রথম ধাপ হবে এভাবে,

Assalamu Alaikum, Good Morning everyone , This is Junaid Ahmed and today's my presentation topic is "the impact of family income on students educational achievements.

পরবর্তীতে Body তে এসে ধারাবাহিকতা বজায় রাখতে First of all,secondly, thirdly, finally বলে প্রেজেন্টেশন এর বিষয় একে একে উপস্থাপন করবো।
একেবারে প্রেজেন্টেশন closing এ এসে Thank you all for listening to my presentation বলে শেষ করতে হবে।

শ্রোতার মনোযোগ ধরে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য শ্রোতাকে মাঝে মাঝে প্রশ্ন করে মনোযোগী করে তুলতে হবে। যেসব প্রশ্নে শ্রোতাকে ভাবায় সেসব প্রশ্ন আগে থেকেই গুচিয়ে রাখতে হবে যেনো শ্রোতা প্রশ্ন এড়িয়ে যেতে না পারে। সোহাগ ভাই একবার আমাদের ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে বক্তব্য দিতে আসেন, তখন তিনি আমাদের মনোযোগ ধরে রাখতে প্রায়ই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিতেন। আমরা এভাবে প্রশ্ন করতে পারি আপনি জানেন কি (?) এটা কেনো হয়? তাহলে শ্রোতা চিন্তায় পরে যাবে, শ্রোতাকে আপনি নিজেই উঠিয়ে দিবেন উত্তর দিয়ে। প্রশ্ন করা, উত্তর দেওয়ার মাঝে all about audience পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিশেষে শ্রোতা কিছু শিখতে পারলেই আমরা সফল বক্তা।

আমার পোস্ট এতক্ষন ধরে মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।


আমার পরিচয়ঃ

DSC_4516.JPG

আমার পুরোনাম জোনায়েদ আহমদ । বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । গ্রামঃ কুনিয়া জালালপাড়া।

আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Good to see you here! Class topper😆

আপনাকে আমাদের কমিউনিটিতে স্বাগতম কমিউনিটি এবং প্লাটফর্মের বিষয়ে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন সাপ্তাহিক ক্লাসের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো প্ল্যাটফর্ম সমর্থন করে এবং সেই সমস্ত বিষয়ে পোস্ট করুন ধন্যবাদ.

ধন্যবাদ ভাইয়া