আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
বন্ধুরা আজকে আমি @kalidsyfulla আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।
('''ধন্যবাদ''')
প্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। পাক পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে আযান দিয়েছি, এবং সালাত আদায় করেছি।আজ শুক্রবার, বিশেষ করে এদিনে মসজিদ পরিষ্কার করতে হয়।
সকালের নাস্তা
বন্ধুরা মসজিদ থেকে বের হয়ে চলে যাই দোকানের দিকে। দোকান থেকে আজ রুটি ও খাস্তা খাওয়া হয় এবং সাথে চা ও খাওয়া হয়।বিল পরিশোধ করে চলে যায় আবার মসজিদে।
দোকানে থাকা অবস্থায় প্রতিদিনের ন্যায় আজও ডাটা অন করে এস্টিমেটের নোটিফিকেশন চেক করি এবং বিভিন্ন রকমের সংবাদ দেখতে থাকি।
মসজিদের পরিচ্ছন্নতা
বিশেষভাবে শুক্রবার মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়।
আমি মসজিদের পাঁচ ওয়াক্ত আজান দেওয়া ও নামাজ পড়ানোর দায়িত্ব পালন করি।
সেই সাথে মসজিদের পরিষ্কার,পরিছন্নতা
বজায় রাখার চেষ্টা করি। আমি নিজ হাতে এই কাজগুলো করে থাকি এবং তাতে অন্যান্য মুসল্লিরাও সহযোগিতা করে।
বন্ধুরা মসজিদের পরিচ্ছন্নতা শেষে বাড়ির দিকে রওনা হই।
গরুর খড় ও ঘাস কুঁচি করা
বাড়িতে এসে সকালের খাবার খায়। তারপর গরুর জন্য খড় ও ঘাস কুঁচি করা শুরু করি।
কুঁচি করা শেষ হলে গরুগুলোকে খেতে দেই।
জুম্মার নামাজ
বন্ধুরা আজ শুক্রবার জুমার নামাজের দিন। এজন্য অতি দ্রুত গোসল সেরে ফেলা হয়। এবং জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। আমি অন্য একটা মসজিদে জুম্মার নামাজ পড়ায়। জুমার নামাজ পড়ানোর জন্য বিশেষভাবে গ্রহণ করা হয়, বয়ান করার জন্য।
তারপর মসজিদের দিকে রওনা হই। এবং নামাজ শেষ করে দ্রুত বাড়িতে চলে আসি।
ডাক্তারের চেম্বার
বন্ধুরা বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে। একটু বিশ্রাম নিই।
আবার স্ত্রী অসুস্থ তাকে ডাক্তারের কাছে নেয়ার জন্য তৈরি হয়ে রওনা করি।
বাজারে যেয়ে দেখিয়ে ডাক্তার এখনো চেম্বারে আসে নাই।কারণ তিনি সকাল থেকে রোগী দেখছেন এবং দুপুরের খাওয়ার জন্য বাসায় গিয়েছেন।
আমরা অপেক্ষা করতে থাকি কিছু সময় পরেই ডাক্তার চলে আসে। বিকালের সিরিয়ালে আমরা দুজনের পরে সিরিয়াল পাই। ডাক্তার আমাদের রিপোর্ট দেখেন এবং কথা বলেন এবং ওষুধ লিখে দেন আমরা দোকান থেকে ওষুধ ক্রয় করি এবং
আসরের নামাজ সিমাখালি কেন্দ্রীয় মসজিদে আদায় করি। তারপর বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে জরুরত সেরে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা হই এবং মাগরিবের নামাজ পড়াই।
নামাজ শেষে মসজিদে কিছু সময় বসে থাকি। আজ শুক্রবার তাই বাচ্চাদের পড়ানো হয় নাই।
পরে এশার নামাজ আদায় করে বাড়িতে চলে আসি। এবং খাওয়া দাওয়া করে অন্যান্য কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করি।
প্রিয় বন্ধুরা ব্লগটা আজ এ পর্যন্তই। শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
লেখক @kalidsyfulla
thank you so much for sharing a nice article
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit