আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
বন্ধুরা আজকে আমি @kalidsyfulla আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।
('''ধন্যবাদ''')
প্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। পাক পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে আযান দিয়েছি, এবং সালাত আদায় করেছি।
সালাত শেষ করে কিছু সময় কোরআন তেলাওয়াত করেছি।তারপর মসজিদের জানালা বন্ধ করে দরজায় তালা দিয়ে বেরিয়ে যায়।
সকালের নাস্তা ও বিড়ালের ছবি তোলা
বন্ধুরা,মসজিদ থেকে বের হয়ে চলে যাই চৌরাস্তায় নাস্তা খাওয়ার উদ্দেশ্ষ্যে। দোকানে গিয়ে দেখি বেশ কয়েকজন লোক বসে আছে। তারপর দেখলাম একটি বিড়াল দোকানের কাছে বসে আছে আমি বিড়ালকে একটা কেক খেতে দিলাম।
তারপর বসার জায়গায় বসলাম। বসে মোবাইল হাতে নিয়ে ডাটা অন করে ইস্টিমের নোটিফিকেশন চেক করলাম।এবং দোকান থেকে রুটি নিলাম। রুটি চা দিয়ে ভিজিয়ে খেলাম। তারপর বিল পরিশোধ করে চলে আসলাম।
বেগুনগাছে সার প্রয়োগ
বন্ধুরা, বাড়িতে চলে এসে সকালের খাবার খেয়ে তারপর চলে যায় বেগুনের ক্ষেতে।সাথে কিছু সার নিয়ে যায় বেগুন গাছে দেওয়ার জন্য। এবং বেগুন গাছের চারিপাশ থেকে গোল করে সারগুলো সুন্দর ভাবে দিয়ে দিই।খেয়াল রাখি যেন সারগুলো বেগুন গাছের গোড়াই সরাসরি না লাগে।
রান্নার তরকারি সংগ্রহ
বন্ধুরা, বেগুন গাছের সার দেওয়ার পরে দুপুরের রান্নার জন্য তরকারি সংগ্রহ করতে চলে যায় পুকুর পাড়ে, পুকুরপাড় থেকে তরকারি কলা(কাঁচকলা )লগার সাথে কাঁচি বেধে কলা কেটে নিয়ে আসি।
গরুর ঘাস কাটা ও গরুর গোসল
তারপর চলে যায় মাঠে গরুর ঘাস কাটার জন্য। ঘাস কেটে আটি বেঁধে সাইকেলে করে বাড়িতে নিয়ে আসি এবং সেগুলো কুচি করি। গরুকে খাবার খেতে দেই। আজ গরু গুলোকে গোসল করিয়ে দিই।
আমার গরু গুলোকে দুই দিন বা তিনদিন পর পর গোসল করাই।
দুপুরের খাবার ও বিশ্রাম
বন্ধুরা গরু গুলোকে গোসল করানোর পরে আমি নিজে গোসল করে নিই এবং যোহরের নামাজের জন্য মসজিদে চলে যায়।নামাজ আদায় করে বাড়িতে চলে আসি তারপর দুপুরের খাওয়া দাওয়া করে, প্রতিদিনের ন্যায় আজও খাওয়ার পরে কিছু সময় বিশ্রাম নেই।
আসরের নামাজের সময় হয়ে আসলে ওযু করে চলে যায় মসজিদের দিকে।
আযান দিয়ে যথাসময়ে নামাজ আদায় করি এবং মসজিদ থেকে বের হয়ে যায়।
বিকালের নাস্তা
আজকে আসরের নামাজ শেষ করে চৌরাস্তায় ভাজা পোড়ার দোকানে যাই। তারপর কিছু ছোলা আলুর চপ বেগুনি ও শসা দিয়ে সুন্দর করে একসাথে মিক্স করে খাই। এবং বসে বসে মোবাইলে ফেসবুক ও ইস্টিমের পোস্টগুলো দেখি।
মাগরিবের পর কিছু সময় আড্ডা
মাগরিবের নামাজের পরে কয়েকজন মিলে গল্পগুজব করি আড্ডা দেই এবং আড্ডার কিছু মুহূর্ত মোবাইলে ধারণ করি।
আবার ইশার আযানের সময় হলে চলে যায় মসজিদে নামাজ শেষ করে বাড়ির দিকে চলে আসি।
প্রিয় বন্ধুরা ব্লগটা আজ এ পর্যন্তই। শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
লেখক @kalidsyfulla
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নিবন্ধন আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit