Betterlife//The Diarygame//21-september-24 Morning field visit to enjoy the beauty of paddy fields.

in hive-170554 •  5 months ago 

Assalamu Alaikum Wa Rahmatullah

I am @kalidsyfulla From #Bangladesh

IMG_20240921_071516.jpg

IMG_20240921_071500.jpg

IMG_20240921_072422.jpg

IMG_20240921_072325.jpg

The Dairy Game

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার রহমতে ভাল আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়েছি।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন,আর আপনাদের সুন্দর মতামত প্রদান করবেন। (ধন্যবাদ)

বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। পাক পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে আযান দিয়ে তারপর সালাত আদায় করেছি।

নামাজ শেষ করে দোকানে গিয়ে বসে মোবাইলের ডাটা কানেকশন দিয়ে এস্টিমেটর নোটিফিকেশন চেক করি।তারপর চা বিস্কুট খায়। গরুর বিছেলী ফুরিয়ে যাওয়ার কারণে বিছেলী কেনার জন্য মানুষের কাছে খোঁজখবর নেই যে কার বিছেলী আছে।বিছেলী খোঁজ পাওয়ার পর দেখতে যায়।পত্মা না হওয়ার কারণে ফিরে চলে আসি।

IMG_20240921_072348.jpg

তারপর যাই মাঠের দিকে। মাঠের ভেতরে নিচু জায়গায় পানি চলে এসেছে। অনেক ধানের জমিও ডুবে গেছে। তাই গিয়েছিলাম দেখতে মাঠে কেমন পানি বাড়তেছে। মাঠে গিয়ে দেখি সত্যিই বিলের মাঝখান তলিয়ে গেছে।

IMG_20240921_071454.jpg

মাঠে গিয়ে পৌঁছে ছবি তুলি ভিডিও করি। আমার সাথে ছিলেন মোশারফ হোসেন মৃধা ভাই। তিনি আমাকে সহযোগিতা করেন প্রায় সব সময়।
মাঠের ধান থেকে আনন্দে বুকটা ভরে যায়। আবার কিছুটা কষ্ট পাই কারণ কিছু জমি পানির নিচে তলিয়ে গেছে। উপরের জমিগুলোতে নিচের পানি চলে এসেছে, তবে সেটা অল্প পরিমাণে। তারপর মাঠ পরিদর্শন শেষ করে বাড়িতে চলে আসি।

IMG_20240921_093839.jpg

মাঠে ঘুরতে অনেক মজা লাগে। অসাধারণ একটি পরিবেশ যা সবারই খুব ভালো লাগে। মনে অনেক প্রশান্তি আসে। আল্লাহর নিয়ামত যা মানুষ সব সময় ভোগ করে।

মাঠ থেকে ফিরে এসে চৌরাস্তার মোড়ে হাফেজ সাহেবের দোকানে বসে কিছু সময় কাটায়।
পরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে অন্যান্য কাজ করো সেরে জোহরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি।নামাজ শেষ করে এসে দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিই।

প্রিয় বন্ধুরা ব্লগটা আজ এ পর্যন্তই। শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।

লেখক @kalidsyfulla

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PakymKwo32gPfmmnJFkS6i4w87mbjnFV2N4QuM5h92GVkbrUyJefUbU6o9sYM...rGuCJSJo8V57tRySWaPZpQ2xStuEkigaRr2DiDGwfTcge6m8SYmEMFddcY5MyHpVJM1CAfR4WQ9SqFqpKby972Kn6XpdVBib8TTrGnuntYK6dLpfrQCNx1jKPs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...