Betterlife//The Diarygame//27-8-24 A Nice Day

in hive-170554 •  5 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ইস্টিমিটের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমি @kalidsyfulla আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লক শেয়ার করবো,আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।
বন্ধুরা, আমি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি, চারটা থেকে সাড়ে চারটের ভেতরে। তেমনিভাবে আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে পাক পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা হয়েছি, মসজিদে গিয়ে আজান দিয়েছি তারপরে ফজরের সুন্নত নামাজ পড়েছি।তারপর মসজিদে লোকজন আসতে শুরু করে এবং ৫:১০ ফজরের জামাত শুরু হয়। নামাজ শেষ করে কিছু সময় পরে মসজিদ থেকে বের হয়ে যায়।
মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চৌরাস্তা এসে দোকানে বসি, দোকানে বসে সকালের নাস্তা করি, চা বিস্কুট। এবং বসে বসে কিছু সময় গল্প করি মোবাইলে খবর দেখি, তারপর বাসার দিকে রওনা হই।
IMG_20240827_054418.jpg

IMG_20240827_054342.jpg

আজকে বাসায় এসে একটি সুন্দর দৃশ্য দেখতে পাই,বাসার পাশেই আম গাছে দুইটা ঘুঘু পাখি ডাকছে

এবং এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো।
IMG_20240827_062033.jpg

তারপর আমার গরুগুলোকে খেতে দিলাম এবং নিজে সকালের খাবার খেয়ে নিলাম।

খাবার খেতে খেতেই প্রচুর বৃষ্টি শুরু হল আজকে। বৃষ্টি পড়া বন্ধ হলে চলে যাই মাঠের দিকে, সেই সাথে দেখে আসি আমার পুকুরের কি অবস্থা।
IMG_20240826_151942.jpg

পরে গরুর জন্য ঘাস কেটে বাড়ি চলে আসি।বাড়িতে এসে ঘাসগুলো ছোট্ট ছোট্ট করে চুরিয়ে ফেলি।
তারপর গোসল সেরে মসজিদের দিকে রওনা হই,জোহরের নামাজ শেষ করে বাড়িতে ফিরে দুপুরের খাবার খায়।
খাবার শেষ করার কিছু সময় পর একটু ঘুমাতে যায়।আসরের সময় আবার মসজিদের দিকে রওনা করি।
আসরের নামাজ শেষে চৌরাস্তায় বসে কিছু কথা বলি
এবং পরে মসজিদে চলে যায়।
এবং এশার নামাজের পর বাড়িতে ফিরে আসি।
এভাবেই প্রতিদিন চলতে থাকে আমার জীবন।

বন্ধুরা ব্লক আজ এখানেই শেষ করছি,শেষ পর্যন্ত সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...