বিদ্যালয়ের বৃক্ষ রোপণ কর্মসূচি।

in hive-170554 •  last month 

I am @kuhinoor From Bangladesh.

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই ভাল থাকেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সার্বক্ষণিক ।


আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর মুহূর্তটুকু। এমন স্মরণীয় মুহূর্তটুকু আমি চাই আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করতে।

Copy of Green Blue Minimalist Travel Agency Promotion Facebook Post_20241111_113746_0000.png(Made by canva)

আজ আমাদের স্কুলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। স্কুলের সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী বর্গ সবাই মিলে গাছ লাগানোর অংশগ্রহণ করেন। দিনভর ছিল আমাদের বৃক্ষরোপন কর্মসূচি। মোট ১০ টি ফল গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, আমলকি, বিলম্ব, আমড়া,জলপাই ইত্যাদি।


20241110_160730.jpg

20241110_155919.jpg


বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী গাছ লাগানোর সময় চারপাশে উপস্থিত ছিলেন। আমাদের বিদ্যালয় থেকে এ বছর বিদায়ী পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা কাজগুলো রোপন করেন। এবং শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আমাদের স্কুলের দপ্তরি সার্বক্ষণিক ছাত্র-ছাত্রীদের সাহায্য করেন।


20241110_155445.jpg


প্রথমে গাছগুলো লাগানোর জন্য নির্ধারিত স্থান নির্বাচন করা হয়। গাছ লাগানোর জন্য স্থান নির্বাচন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ফারুক হোসেন। আমাদের বিদ্যালয়ে মোট দুইটা ভবন আছে। নতুন ভবনের পেছনে বিশাল জায়গা। রুদ্রের পর্যাপ্ত আলো বাতাস খোলামেলা জায়গা সেখানে গাছ লাগানোর জন্য একটি উপযুক্ত স্থান। তাই সেখানে গাছ লাগানোর জন্য ছোট ছোট গর্ত করা হয়।

20241110_155544.jpg

20241110_160826.jpg


বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন অবস্থায়, বিকাল তিনটার থেকে গাছ লাগানোর কার্যক্রম শুরু করেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঠে আসার জন্য বলা হয়, মাঠে আসে এবং গাছ লাগানো কাজের অংশগ্রহণ করেন।
প্রথমে বালতি এবং পানি দেয়ার জন্য মগ সংগ্রহ করা হয়। বাচ্চারা দৌড়ে গিয়ে মগ এবং নিয়ে আসে ।


20241110_155550.jpg

20241110_160452.jpg


দস্তুরি এবং শিক্ষার্থীরা প্রথমে কোদাল দিয়ে একটি গর্ত করে গর্তের কাছে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে চারা নিয়ে আসে।


20241110_160032.jpg

20241110_160034.jpg


তারপর এখানে একটি লিচু গাছ রোপন করা হয়। এক একটি গত এক একটি ভিন্ন ভিন্ন গাছ রোপন করে বাচ্চারা এভাবে কাজ করে, আনন্দের সাথে তারা গাছগুলো রোপন করে।


20241110_155918.jpg

20241110_160102.jpg



20241110_155445.jpg

20241110_155624.jpg



20241110_160117.jpg

20241110_160826.jpg


শিক্ষার্থীরা এবং আমি নিজে গাছের গোড়ায় মাটি ভরাট করি। সবাই খুব আনন্দের সাথে চারা রোপন করছে। শিক্ষার্থীদের মাঝে সবাই হৈচৈ শুরু করলো, সবাই যাচ্ছে গাছ রোপন করার জন্য। কেউ চাচ্ছে না যে গাছ রোপন করা থেকে নিজেকে বঞ্চিত করুক।

পানি দেয়ার জন্য পানি দেয়ার জন্য মদ নিয়ে আসে এবং তারপর আমি পানি দেই। ক্ষেত্রেও আমার সাথে গাছের গোড়া পানি দিচ্ছে। কেউ আবার দৌড়ে গিয়ে, ওপেন করার জন্য গর্ত করছে। গাছ লাগানোর জন্য এবং চারা রোপনের জন্য চেষ্টা করছে।


20241110_155920.jpg

20241110_160137.jpg


20241110_155705.jpg

20241110_155837.jpg


মেয়ে শিক্ষার্থীরা সবাই আসল, আমাদের কে ও গাছ লাগানোর জন্য সুযোগ দেয়া হলো। মোট ১০ টি গাছ সাতক্ষীরা খুব আনন্দের রোপন করলো।


20241110_160832.jpg

20241110_160858.jpg



20241110_160159.jpg

20241110_160502.jpg



20241110_160047.jpg

20241110_160452.jpg


আমি মনে করি বৃক্ষরোপন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা, পরিবেশের যত্নের প্রতি সচেতন হবে। গাছ লাগাতে চেষ্টা করবে এবং গাছ লাগান প্রতি আগ্রহী হবে। শিক্ষার্থীর হাতে কলমে গাছ লাগানো শিখলো। কিভাবে গাছ লাগাতে হয়, কতটুকু গর্ত করতে হয়, কিভাবে মাটি ভরাট করতে হয়, কখন পানি দিতে হয়, গাছের গোড়া টুকু কতটুকু মাটির নিচে রাখতে হবে ইত্যাদি সবকিছু আজকে হাতে কলমে শিখতে পারল।


  • কোমলমতি শিক্ষার্থীর সাথে যে কোন বিষয়ে ভাগাভাগি করা খুবই আনন্দের ।দিনটি আমার কাছে অত্যন্ত আনন্দের মনে হয়েছিল। গাছ লাগানোর বিশেষ মুহূর্ত টা আসলে স্মরণীয় হয়ে থাকবে। প্রতিটি গাছের চারা যেন বাচ্চাদের হাতের ছোঁয়া ছিল। বৃক্ষরোপণের এমন সুন্দর অভিযান আনন্দদায়ক। রোপন করার কাজে সবাই যেন ভাগাভাগি করে নিতে চাইল। একজন শিশু বাদ পড়তে চাচ্ছে না এই কাজ থেকে।

Device NameGalaxy A24
Camera16 mp
Image typeplantingtrees photography
Photographer@kuhinoor

আজকের মত এখানেই শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার ব্লগ ফলো করার জন্য সবাইকে ধন্যবাদ।

17313235423393925631099178570452.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000173922.png

বৃক্ষরোপণ করা এটা সুন্দর একটি কাজ। আমরা বেশি গাছ লাগাবো আমাদের পরিবেশ ভালো থাকবে। পরিবেশ যখন ভালো থাকবে তখন আমরা ভালো থাকবো। আপনার গাছ লাগানোর সুন্দর কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে।

Trees save our environment, we all should plant more trees, doing tree plantation program in school is a very good thing, it will increase the interest of students to plant trees, your tree plantation program is very good, thanks a lot nice post with us to share.

Loading...

Thank you, sister. Such a nice educational post to present to us. I am very impressed to read your post. Every person should plant trees in their houses. Trees are useful for us in many ways but day by day trees are cut down to build houses and buildings in the morning, which is very harmful for global warming. And because of cutting these plants, we are suffering the most. But we are cutting trees and making houses and buildings. And due to which the weather is having more effect on it. For that, we should plant more trees.

Planting practices for adults are discussed but I think it is important to include children. Because only children can express their thoughts with complete honesty. We have to increase the plantation ahead of us. This plantation initiative of yours with cubs is really much appreciated.