হেলো, আসসালামু আলাইকুম।
আমি কোহিনূর আক্তার । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার প্রীতি ও শুভেচ্ছা নিবেন।
আজকে আমি আপনাদের মাঝে আমার দ্বিতীয় ডাইরি নিয়ে উপস্থিত হয়েছি। আমার সারা দিনের পরিকল্পনা আমি পূর্বের রাতেই নির্বাচন করে রাখি। প্রতিদিনের পরিকল্পনা অনুসারে সকালে আমি নামাজ শেষ করি।
তারপর দিনের কার্যক্রম শুরু করি। যেহেতু রমজান তাই একটু আগের থেকে আলাদা পরিকল্পনা । এখন ভোর ৪:টায় ঘুম থেকে উঠে সেহরি খাই, তারপর ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে পরি। সকাল ৮:০০টা ঘুম থেকে উঠে,আবার ফ্রেস হয়ে প্রতিদিনের ন্যায় বিদ্যালয় যাই।
নিজের প্রতি দায়িত্বে থাকা পরিবারের কাজকর্মগুলো সঠিক হবে সম্পূর্ণ করে ৯:০০ঘটিকার পূর্বেই বিদ্যালয়ে উপস্থিত হই।
যেহেতু আজ শুক্রবার বিদ্যালয় বন্ধ। তাই আজকে দিনের কার্যক্রম কিছুটা ভিন্ন। আজ সকালে ১০ টায় ঘুম থেকে উঠি। পরে আমি আমার বাগানের গাছগাছালির পরিচর্যা করি।
বাগানে বিভিন্ন রকমের গাছগাছালির রয়েছে। যেমন লিচুগাছ,কলাগাছ,পেঁপেগাছ,আমাগাছ লেবুগাছ,টাইমফুল,চুইঝাল আরো নানা রকমের সবজিগাছ রয়েছে। তার সাথে সাথে পারিবারিক আরো অনেক কাজ করি। কাজ শেষ, ফ্রেশ হয়ে যোহরের নামাজ আদায় করি। নামাজ শেষ ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে সাহায্য করি। রান্না শেষ করে আসরের নামাজ আদায় করি। নামাজ শেষে ইফতার তৈরি করি। তারপর সবার সামনে ইফতার পরিবেশন করি। ইফতার শেষে, মাগরিবের সালাত আদায় করি। আজকে সন্ধ্যার পর বাসার ছোট সোনামনিদের নিয়ে সময় কাটাই।
। তারপর আমার মা মনিকে পড়াতে বসাই। তার ফাঁকে ফাঁকে রাতের খাবারের ব্যবস্থা করি। ইশার সালাত আদায় করি,এবং রাতের খাবার খাই। মাঝেমধ্যে টিভি দেখতে ইচ্ছে করে। যদি টিভি না দেখি তাহলে। মোবাইল ফোনে কিছুক্ষণ সময় কাটাই। সারাদিনের ক্লান্তির শেষে বিছানায় গেলে বেশিরভাগ সময় আমি ঘুম আসার চেষ্টা করি। যদি ঘুম না ধরে সে ক্ষেত্রে একটু মোবাইল ফোন হাতে নিই। তবে বেশিরভাগ ক্ষেত্রে সময়মতো আমি রাত ১০টায় আমি ঘুমাতে যাই।
এভাবে আমার দিনের কার্যক্রম সম্পন্ন হয়।আজকে এ পর্যন্ত -ই আবার দেখা হবে নতুন কোন বার্তায়।
আল্লাহ হাফেজ।
আমার এচিভমেন্ট ১ পোস্ট লিংক link ভেরিফার করার অবেদন করছি।
খুব সুন্দর দিন অতিবাহিত করেছেন। এবং খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার বাসার ছাদেও বাগান আছে কিন্তু পরিচর্যা করার সময় হয় না। এখানে দেখতে পাচ্ছি লেবু, তাহলে কিন্তু লেবু পাওনা থাকলাম 🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Greeting friend @kuhinoor , Please share your Achievement 1 verified post link with us before starting work in our community. .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit