I am @kuhinoor From Bangladesh.
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল থাকেন সেটাই আমার শুভকামনা.
- আপনাদের সাথে শেয়ার করব একটি ফলপ্রসূ ডায়েরি।
আমার বিদ্যালয় বন্ধু, পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। সারাদিনে আমি মূলত ব্যস্ত ছিলাম, আমার কোন কাজ, বাসায় মেহমান আসে। সব মিলিয়ে সন্ধ্যা নাগাত এত ব্যস্ত।
সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আমি পর্যন্ত অনলাইনে কাজ করি। তারপর রিলাক্সের জন্য বাসা থেকে বের হয়।
- আজ সকাল বেলা নতুন ফসল মাড়াই করা হচ্ছে, আমি সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলাম। এবং তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করেছি। কিছুক্ষণ সাহায্য করেছি। আমরা কখনো ফসল চাষ করি না আমার কাছে শখ হলে ওদের সাথে কাজে হেল্প করা।
কিছুক্ষণ সবার সাথে গল্প করে আমি আবার আমার বাসায় চলে আসি। বন্ধুদের তাই আমার একটু ঘুরে বেড়াতে ভালো লাগছে। বাসায় এসে আমি রান্নাবান্নার কাজে সাহায্য করে।আলু, করলা,কালো বেগুন, লাউ,এবং বয়লার মুরগি, এখানে সবজি আমি কেটে রান্নার জন্য তৈরি করব। যেগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। বয়লার মোরগী রান্না যেন মসলা বেটে দেই।
- রান্নাবান্নার কাজে সমগ্র সাহায্য করি। বাসার সব কিছু পরি পার্টি করি। তারপর পেয়ারা কেটে তা ভর্তা তৈরি করি । পেয়ারাটা অত্যন্ত টেস্ট ছিল এবং সবাই মিলে আমরা ভর্তা খাই। সাথে আমি অনেক তেতুল দিয়েছিলাম তাই বেশ কিছুটা বেশি হয়েছে।
একবার রান্না বান্না শেষ হলে, আমরা গোসল করে নিলাম। আমি দুপুর নামাজ আদায় করি। তারপর আমাদের পরিবারের সবাই একসাথে দুপুরের খাবার খায়। কি খাবারের মেনু ছিল করোলা ভাজি, মাছের সাথে লাউ, ব্রয়লার মুরগি, কালো বেগুনের সাথে কই মাছ, খাবার অনেক সুস্থ হয়েছিল।
খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। প্রায় ৩০ মিনিটের মত আমি শুয়ে ছিলাম। তারপর আমরা সবাই মিলে আমার বড় খালামনির বাসায় গেলাম। এটা আমাদের গ্রামের বাড়িতে। ৪০ মিনিটের মধ্যে হেঁটে যেতে হয়। আমার পাশে একজন হাঁটতে হাঁটতে খালামনির বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। ফোন করলে না মানুষ সময় লাগবে ৩০ মিনিট বস আসতেছি। এখন আমাদের জন্য অপেক্ষা করা সম্ভব ছিল না। তাই গাছ থেকে জামুরা ছিড়ে নিয়ে আসলাম। আর আমলকি, পেয়ারা যদি আরো কিছু হইতাম তাহলে নিয়ে আসতাম। কষ্ট করে এতদূর গিয়েছি, তাই কষ্টটা নিবারণ করতে হবে। খালি হাতে মোটেও আসা যাবেনা।
বাসায় বসতে বসতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে আসার সময় বাবার জন্য কি নিয়ে আসলাম। আমাদের এলাকাশ ছোট একটি মার্কেট আছে। সবাই আমার সাথে গেল দাঁড়িয়ে ছিল। পরে আমি ওষুধ কিনি নিয়ে আসে। মাগরিবের আজানের পড়বে আমরা বাসায় ফিরে আসি। তারপর জাম্বুরা ভর্তা করে খাই।
- সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের দিনটা আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল।
কাল থেকে আবার কর্মব্যস্ত হয়ে যাব। আজকে কিছুটা ফ্রী এবং রিলাক্স অনুভব করছি।
আমার ডায়েরি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Currently paddy harvesting has started in most parts of Bangladesh, farmers have a lot of work at home this time, our native fruits are much tastier, very nice to see your daily activities, thank you very much for sharing this beautiful post with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit