আমার প্রথম তৈরি মজাদার মিস্টি রেসিপি || @lammiislam

in hive-170554 •  9 months ago  (edited)

@lammiislam
From #bangladesh


ভুমিকা


IMG_20240504_220111_803.jpg

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তবে আমি আজকে যে উপস্থাপনাটি নিয়ে আসছি সেটা হল আমার প্রথম মিষ্টি বানানো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আমি প্রতিটি ধাপে ধাপে আপনাদের মাঝে আমার মত করে সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই সুন্দরভাবে বুঝবেন এরপর যদি কোন রকম ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ মিষ্টি বিভিন্ন উপায়ে বিভিন্ন উপাদান দিয়ে মানুষ তৈরি করে তবে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আপনাদের মাঝে মিষ্টি তৈরি করে সেটি শেয়ার করলাম চলেন তাহলে শুরু করা যাক-

প্রথম ধাপ

IMG_20240504_205111.jpg

আমার চাওয়ার মতো অল্প পরিমাণ একটি পাত্রের মাঝে দুধ ঢেলে দিয়ে সেটি গরম করার জন্য চুলার মাঝে পাত্রটি বসিয়ে দিলাম এরপর দুধের মাঝে আমি অল্প পরিমাণ টক দই দিয়ে দিলাম যাতে করে খুব সহজেই দুধের ছানাটা বের হয়ে যায় এরপর কিছু সময় দুধকে গরম করিয়ে ছানায় পরিণত করলাম

দ্বিতীয় ধাপ

IMG_20240504_205719_337.jpg

এখন আমি দুধ থেকে দুধের ছানাটাকে ছাকনি দিয়ে সুন্দরভাবে দুধ আর পানি ছেকে আলাদা করে নিলাম।

তৃতীয় ধাপ

IMG_20240504_210025_484.jpg

দুধ থেকে ছানা আলাদা করে আমি একটি প্লেটের মাঝে সুন্দর করে রাখলাম এরপর সেগুলো ধলাযুক্ত ছিল সেটা আমি সুন্দরভাবে হাত দিয়ে আলতো করে মিহিন করে নেই

চতুর্থ ধাপ

IMG_20240504_210733_703.jpg

তৃতীয় ধাপের পর আমি এখন ধুদের ছানার সাথে পরিমাণ মতো চিনি ময়দা এবং বেকিং সোডা দিয়ে দিলাম

পঞ্চম ধাপ

IMG_20240504_211146_917.jpg

প্লেটের মাঝে রাখা দুধের ছানা ময়দা বেকিং সোডা এবং চিনি সবগুলো সুন্দরভাবে মিশে নিলাম যাতে কোন রকম দলা যুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রেখে একদম মিহিন করে নিলাম হাত দিয়ে মাখিয়ে

ষষ্ঠ ধাপ

IMG_20240504_211441_434.jpg

মিহীন করা দুধের ছানাগুলো আমি আমার হাতের সমানভাবে কয়েকটা টুকরো করে নিলাম

সপ্তম ধাপ

IMG_20240504_212144_269.jpg

এখন আমি টুকরো করা দুধের ছানা গুলো সুন্দরভাবে হাত দিয়ে গোলাকার করে নিলাম এরপর সেগুলো কিছুটা সময় প্লেটের মাঝে রেখে দিলাম

অষ্টম ধাপ

IMG_20240504_212321_416.jpg

এখন আমি একটি পাত্রের মাঝে চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ সময় পানি এবং চিনি যাতে মিশে সে জন্য নাড়াচাড়া দিয়ে দিলাম

নবম ধাপ

IMG_20240504_213011_611.jpg

এখন আমি ফুটন্ত চিনি যুক্ত পানির মাঝে গোল করা দুধের ছানাগুলো দিয়ে দিলাম

দশম ধাপ

IMG_20240504_213344_791.jpg

নবম ধাপের পর কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর কিছু সময় পড়ে আবার ঢাকনা খুলে দেখে নিলাম আমার মিষ্টি বানানোর কেমন হয়েছে তবে মিষ্টি না হওয়া পর্যন্ত আমি কিছু বুঝতে পারেনি

একাদশ ধাপ

IMG_20240504_213819_101.jpg

দশম ধাপের পর আমার মিষ্টির রেসিপি ঢাকনাটা খুলে দেখতে পেলাম মিষ্টিতে পরিণত হয়েছে যাই হোক আমি এটা দেখে অনেকটাই আনন্দিত হয়েছি কারণ এটাই আমার প্রথম নিজ হাতে মিষ্টি তৈরি করা এরপর আমি একটি মিষ্টি হাতে নিয়ে খেয়ে দেখলাম তবে একটু পার্থক্য বুঝতে পারলাম সেটা হল দোকান থেকে কেনে খাওয়ার চেয়ে আমার হাতের মিষ্টি মনে হচ্ছে বেশি মজাদার হয়েছে

দ্বাদশ ধাপ

IMG_20240504_220111_803.jpg

এবার আমার বানানো মিষ্টি গুলো একটি বাটির মাঝে রেখে এবং এই কমিউনিটির নাম এবং আমার আইডির নাম লিখে একটি ছবি উঠালাম আর এভাবেই আমার মিষ্টি বানানোর রেসিপিটি শেষ করলাম

উপসংহার

পরিশেষে আমি বলতে পারি যে আমাদের ঘরোয়া পরিবেশে যে সমস্ত খাবার তৈরি হয় তা অন্যান্য দোকানের তুলনায় অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে যাই হোক আমি আমার মত করে এই প্রথম মিষ্টি তৈরি করলাম আশা করি সবার ভালো লাগবে আজকের মত এখানে শেষ করতে সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ


আমার পোস্ট পড়ার জন্য সবাইকে ধন্যবাদ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

মিষ্টি তৈরি করার জন্য অনেক ধৈর্য্য লাগে। আমি প্রথমবারের মত মিষ্টি তৈরি করেছিলাম কোভিভ লকডাউনের সময় এবং আমার তৈরি সেই মিষ্টি চিনির সিরায় দেওয়ার পর গলে গিয়েছিল। আপনার মিষ্টি তৈরির রেসিপিটি পড়ে ভালো লাগলো। পরবর্তী রেসিপি আশা করি দ্রুতই শেয়ার করবেন।


প্রিয় আপু @pea07,
আমি আপু প্রথমবার তৈরি করতে চেস্টা করলাম। তবে প্রথম হিসেব ভালো মজদার হয়েছে, তবে কয়েকটি গলে গিয়েছে। এটা বেশি তাপের কারনে সেটা আমি বুজতে পেরেছি। আর অবশ্যই আমি সামনে ভালো করে তৈরি করে আপনাদের মাজে শেয়ার করবো।আপনার মন্তব্য পেয়ে আমি আনন্দিত শুভকামনা এবং দোয়া রইলো আপনার জন্য ভালো থাকবেন।