সবাই কেমন আছে? আশাকরি সবাই ভালো আছেন, দুয়া করি যেনো সবাই সব সময় ভালো থাকেন। আমিও ভালো আছি সকলের দুয়ায়।
শৈশব :
শৈশব আমাদের সবার জীবনের এমন একটা সময় যে সময়টা আমাদের সবার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দের সময়। এই শৈশবে থাকে না কোন লেখা পড়ার চিন্তা থাকে পরিবারের দ্বায়িত্ব থাকেন না ক্যারিয়ারের চিন্তা। চিন্তা বিহীন একটা সময় আমাদের শৈশব কিন্তু শৈশবে থাকা কালীন কেউই বুঝতে পারে না যে এটাই তার জীবনের সেরা সময় পার করছে। শৈশব এমন একটা সময় যে সময়ে সবাই ফিরে যেতে চায় কারন যান্ত্রিক এই শহরে দায়িত্ব আর পারিবারিক চিন্তা আর ক্যারিয়ার এর চিন্তা সবাইকেই মানব রুপি রোবট এ পরিনত করেছে, যেখানে নেই কোন নিজের জন্য সময় নেই নিজের ভালো লাগা আছে শুধু যান্ত্রিক জীবন যাপন। আমাদের বুঝে উঠার আগেই শৈশব আমাদের জীবন থেকে চলে যায় চলে যায় আমাদের জীবনের সোনালী সময় যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়।
শৈশবে সারাদিন কাটে সমবয়সী বন্ধুদের সাথে খেলার ছলে। শৈশব নিয়ে যতো বলবো ততই কম হবে কারন শৈশব এমন একটা সময় যেই সময় এর সাথে কোন কিছুর তুলনা হয় না। আনন্দময় সময় আমাদের শৈশব সকালে স্কুলে গেলেও নেই কোন পড়ার চিন্তা স্কুলে গিয়েও বন্ধদের সাথে খেলা করা এই তো শৈশব। অবুঝ, নিষ্পাপ একটা সময় ছিলো আমাদের শৈশব যা এখন কোটি কোটি টাকার বিনিময়ে ও ফিরে পাওয়া সম্ভব নয়। কারন এই সোনালী শৈশব সবার জীবনের একবারই আছে এটাই সৃষ্টিকর্তার নিয়ম। গ্রামীন জীবনের শৈশব এর সাথে কোন কিছুর তুলনা হয় না। শৈশবে সময় আমরা কতই না খেলা করেছি কানামাছি, বাউ চোর, গোল্লা ছুট, চোর পুলিশ, লাটিম খেলা ইত্যাদি। এগুলোই ছিলো জীবনের সেরা সময়।
শৈশব এখন আর আগের মতো নেই কারন এখন পৃথিবী যতো আধুনিক হচ্ছে ততই যেনো শৈশবের আনন্দ সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। কারন আগে ছিলো না স্মার্ট ফোন ছিলো না কম্পিউটার তাই শৈশব কেটেছে সমবয়সী সবাই এক সাথে খেলাধুলার মাধ্যমে কিন্তু এখন ঘড়ে ঘড়ে স্মার্ট ফোন আর কম্পিউটার এর জন্য শৈশবে সবাই এখন ভিডিও গেমস আর ভিডিও অনলাইন এপস এ আসক্ত হয়ে যাচ্ছে এতে করে তাদের সুন্দর শৈশব থেকে তারা বঞ্চিত হচ্ছে। শৈশবে যে তারা কি হারাচ্ছে তা বুঝেও পারছে না। মূলত ছেলে মেয়েদের হাতে শৈশবের সময়ে ফোন ধরিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল এতে যেমন তারা শৈশব হারাচ্ছে অনলাইন জগতে, তেমনি খেলাধুলা না করার কারনে ছোট থেকেই তাদের শারিরীক বিকাশ স্বাভাবিক ভাবে হয় না তাই আজকাল কম বয়সেই ছেলেমেয়েদের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পারি।
শৈশবে স্মার্ট ফোনে আসক্ত হবার জন্য বর্তমান সময়ে বাবা মা সবচেয়ে বেশি দ্বায়ী কারন অপ্রাপ্ত বয়সে বাবা মা সন্তানের হাতে স্মার্ট ফোন তুলে দেয়। বর্তমান সময়ে বাবা মা সন্তানকে তেমন সময় দিতে পারে না যার জন্য সন্তানকে ফোনে একটা কাটুন দিয়ে বসিয়ে রাখে এভাবেই তার সন্তান আস্তে আস্তে ফোনে আসক্ত হয়ে যায় এবং তার সোনালী শৈশব থেকে দুরে সরে যায়। এখানে বাবা মা যদি সন্তাকে ছোট থেকে ফোন হাতে না দিয়ে নিজে একটু সময় দিত সন্তান এর সাথে খেলাধুলা করতো তা হলে সন্তান স্মার্ট ফোনে আসক্ত হতো না। এজন্য বর্তমান সময়ের পরিপেক্ষিতে বাবা মা উভয়কেই সচেতন হতে হবে এবং সন্তানদের সময় দিতে হবে। এতে করে তারা স্মার্ট ফোন থেকে দুরে থাকবে এবং নিজের শৈশবকে ভালো ভাবে জানবে।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit