Betterlife// The Dairy Game (21 October 2024) It's a nice day for me

in hive-170554 •  4 months ago 
আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আজকে আমি আমার ডাইরি গেমটি আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি আপনাদের ভালো লাগবে।

আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমাদের বিলে যাই মাছ ধরতে জাল দিয়ে। আমাদের এখানে বিলে এখন বৃষ্টির কারনে অনেক মাছ ধরা পড়ছে তাই আমিও যাই কারন মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। এই জন্য আমি বাজার থেকে জাল কিনে এনে নিজেই জালের কাটি বেধে সেগুলো মাঠে নিয়ে যাই মাছ ধরতে। মাছ নিয়ে বাড়ি আসতে আমার বিল থেকে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে। আজকে আমি আবার বিল থেকে কলমির শাক তুলে এনেছি রান্না করার জন্য। বাড়ি এসে আমি আবার মাঠে যাই ঘাস কেটে আনার জন্য ঘাস এনে ঘাস আর বিচুলি কাঠি গরুর জন্য। ঘাস কাটা শেষ করে গরুকে খেতে দিলাম।

Beige Minimalist Mood Photo Collage_20241021_205245_0000.png

Picture Made by Canva

তারপর আমি আবার ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে আমি ঘুমিয়ে পড়ি কারন আজকে শরীরটা ক্লান্ত লাগছিলো অনেক তাই শুয়েছি আর কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে প্রায় দুপুর হয়ে গেছে তাই বাড়ির টুকিটাকি কাজ শেষ করে আমি গোসল করে নিলাম। গোসল করে তারাতাড়ি খেয়ে নিলাম কারন আমাদের এখানে আজকে সপ্তাহিক বাজার তাই বাজার করতে হবে। আজকে রোদ ছিলো অনেক তাই একটু দেরি করে বাজারে গিয়েছিলাম। আজকে বাজারে থেকে আমি এক কেজি আলু, এক কেজি কচু, এক কেজি বেগুন, এক কেজি কলা ইত্যাদি কিনেছি যদিও এখন বাজারে তরকারি দাম অনেক। তাই আমি এক সপ্তাহের বাজার করেছি।

20241021_171853.jpg

20241021_171845.jpg
বাজার থেকে এসে বিকেলে আমি বাড়ির পাশে একটা দোকান আছে সেখানে গেলাম গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম গল্প করলাম মজা করলাম তারপর সন্ধার পরে বাড়ি আসলাম বাড়ি এসে কিছু কাজ ছিলো বাসার সেগুলো করলাম গরুর খেতে দিলাম সব কাজ শেষ করে ঘড়ে আসলাম। ঘড়ে এসে বাসার সবাই একসাথে বসে গল্প করলাম তারপর রাতের খাবার এর সময় হয়ে গেলো তাই সবাই একসাথে বসে রাতের খাবার খেলাম আজকে। আজকে আমাদের পুইশাক আর ডালের ছক্কা রান্না করেছিলো। ছক্কাটা খেতে অসাধারণ লাগছিলো।
20241021_201911.jpg

20241021_201901.jpg
রাতের খাবার শেষ আমি আমার রুমে চলে আসলাম এসে কিছুক্ষণ হাটাহাটি করে তারপর শুয়ে ঘুমিয়ে পড়লাম।

সবাইকে অনেক ধন্যবাদ আমার ডাইরি গেমটি পড়ার জন্য। আজকে এই পর্যন্তই শেষ পরে আবার অন্য দিনের ডাইরি গেম শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন।

For work I use:


মোবাইল
Samsung Galaxy S10 Plus
ফটোগ্রাফার
@masumhossen01
লোকেশন
মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...