To remember some happy moments for ashuganj @mdarazzak

in hive-170554 •  last year  (edited)
Assalamu Alaikum

Hello #Steemit Stale. How are you all
I am Md.A.Razak.I use the username @mdarazzak on #Steemit.
I am from #Bangladesh among you.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার মন্তব্য শুরু করে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করছি। আমি মোঃ আঃ রাজ্জাক। আমার Steemit ইউজার আইডি @mdarazzak

2023-09-26 at 22.48.23.jpg

প্রথমেই দেরীতে পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী। আজ, আমি আপনাদের আমার গত ১২/০৯/২০২৩ ভ্রমণের গল্প বলব। আমি সেদিন ভ্রমণে যেতে একটু উত্তেজিত ছিলাম, যার জন্য আমি সেদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল ছয়টায় বের হই। ছয় ত্রিশ মিনিট, আমি ভ্রমণের জন্য বাসে চড়লাম। বাসে ওঠার দুই মিনিট পর বাস ছাড়ল। জানালার পাশে বসে সকালের আলো আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। প্রায় দেড় ঘণ্টা পর বাস আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে পৌঁছায়, পদ্মা সেতু পার হয়ে প্রায় দুই ঘণ্টা পর আমরা ঢাকায় পৌঁছাই। ঢাকায় পৌঁছে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সুমন রহমানের সাথে দেখা করি এবং আমার সহকর্মী ইমরান হোসেনের সাথেও দেখা করি। আমি তাদের সাথে কৌশল বিনিময় করলাম এবং সেখানে সকালের নাস্তা করলাম। সেখানে টিকিট কেটে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য ভৈরবের উদ্দেশ্যে।

2023-09-26 at 22.48.22.jpg

আমাদের লক্ষ্যে পৌঁছতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লেগেছিল। ভৈরব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি শিল্প শহর। একটি নদীর উপর তিনটি সেতু এবং যানবাহন চলাচলের জন্য একটি ও দুটি ট্রেন চলাচলের সেতু।

2023-09-26 at 22.48.24.jpg

এই নদী পার হওয়ার জন্য এখনও স্পিডবোট ব্যবহার করা হয়। নৌকায় চড়ে, নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া, শরতের বিকেলে নৌকায় বসে শীতল হাওয়া মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। সেখান থেকে, আমরা ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করি এবং সেখানে অনেক মজা করি। ড্রিম হলিডে পার্ক নিয়ে লিখব ইনশাআল্লাহ। কিন্তু ফেরার সময়টা ছিল কষ্টকর, মনে হচ্ছিল আমি সেখানে জীবনের বড় একটা অংশ রেখে যাচ্ছি।

2023-09-26 at 22.48.22.jpg

আমার কলিজার অর্ধেক সেখানে রয়ে গেছে। আমি সেখানে কাটানো সময়গুলোকে এতটাই মিস করি যে আমি যখন চোখ বন্ধ করি, তখন এমন কিছু মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠে যা কখনই ভোলা সম্ভব না। দীর্ঘ ছয় বছর পর আমাকে এত সুন্দর অনুভূতি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ।

Thank you very much for reading my post

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement 1

Achievement 2

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


◦•●◉✿ Thank's Everyone ✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সামনে শেয়ার করার জন্য |
প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু সময় আসে যে সময়কে চাইলেও মানুষ ভুলতে পারে না |
চোখ বন্ধ করলেই যেমন অতীতের স্মৃতিগুলো মধুময় সময় গুলো চোখের সামনে ছবির মত ভেসে ওঠে
সেই মধুময় সময় সেই মধুময় স্মৃতিগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্যাকুল হৃদয় |
কিছু মধুময় সময় পূরণের প্রত্যাশায়....
আবারো ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য |

শুরুতেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। সত্যই স্মৃতি অনেক মধুময় হয় যা কোন সময়ই বলা যায় না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো আপনার ভ্রমণ কাহিনি পড়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখুক ভাল রাখুক আপনার জন্য অনেক শুভকামনা রইল আলহামদুলিল্লাহ।

আপনাকে ধন্যবাদ আপনার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার ভ্রমণের স্থানের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।নদী উপর ব্রিজ টি খুব সুন্দর লাগছে।ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য যার মাঝে প্রকৃতির প্রেম আছে তাকে প্রকৃতি ভালো লাগে। আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা নিন। ট্রাভেল পোস্ট টা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কিন্তু ত্যাগটি আরো ভালোভাবে ব্যবহার করুন এবং নিউকমাস ব্যাবহার করুন। ভালো ভাবে কাজ করুন তিন মাস তাহলে অনেক ভালো সুযোগ আছে। অন্যর পোস্টে মন্তব্য করুন প্ল্যাটফর্ম এটাই বেশি পছন্দ করে। আপনি এখানে ডাইরি গেম নিজের হাতে তৈরি রেসেপি ট্রাভেল আট এসব নিয়ে পোস্ট করতে পারবেন ।

প্রথমে আপনি আমার অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন গ্রহণ করবেন । আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে দিক নির্দেশনা দিয়েছেন অবশ্যই মেনে চলার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Thank you for sharing the wonderful feelings with us. Some times and feelings we don't want to leave behind but have to leave.

Loading...