বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আজকে সকাল আটটার দিকে আমি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে পড়ার পর আমি হাত-মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। প্রায় সাড়ে আটটার দিকে, আমি নিজেই ভাত রান্না করি এবং এক ঘণ্টার মধ্যে রান্নার কাজ শেষ করে ফেলি। কাজ শেষ করার পর আমি এবং আমার বাবা খাওয়া-দাওয়া করে ফেলি। খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নেই।দিনের আমার প্রধান কাজ হচ্ছে বৃক্ষ রোপন করা। তো বৃক্ষরোপণ করার জন্য আমাদের বেশ কয়েকটি কাজ করতে হবে। তাই সর্বপ্রথম আমি এবং আব্বু বাঁশের ঝাড় থেকে তিনটি বাঁশ কেটে বাড়ি নিয়ে আসি। গাছ লাগানোর জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির উঠানে।
আজকে আমি ভিন্ন ভিন্ন মোট ছয়টি কাজ রোপণ করেছি। গাছগুলোর মধ্যে ছিল তিনটি আমের চারা, একটি লিচুর গাছ, একটি পেয়ারার গাছ এবং একটি কমলার গাছ। গাছ লাগানোর জন্য এই সিজনটা হচ্ছে সর্বোত্তম। তাই আমি গাছ লাগানোর জন্য বর্তমান এই সময়টাকে বেঁছে নিই। তো সর্বপ্রথম আমি 10 থেকে 12 টি বাঁশের খোটা তৈরি করলাম। এবং তা মাটিতে গর্ত করে পুতে দিলাম। সবগুলো বাশ মাটিতে পুঁতে দেওয়ার পর আমি তার উপর দিয়ে বাঁশ দিয়ে একটি ব্যাটা তৈরি করলাম। তারপর সেই বেডার উপরে নীল রংয়ের কিছু নেট দিয়ে ঢেকে দিলাম। যাতে কোন পশু পাখি লাগানো গাছগুলো খেতে না পারে। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। এতক্ষণ আমি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য গোসল করে নেই। গোসল করার পর ভাত খেয়ে বাইরে একটু বসে রেস্ট নেই।
১০ থেকে ১৫ মিনিটে রেস্ট নেওয়ার পর, আমি পুনরায় কাজে লেগে পড়ি। তারপর আমাদের আর বেশি কাজ বাকি ছিল না। প্রথমে আমরা একটি আমের গাছ রোপন করি, এবং সেই আমের কাছে চারদিকে গোল করে বেড়া দিয়ে নেই। সেই গাছটি একটু আলাদা জায়গায় হওয়ায় আমাদের একটু বেশি পরিশ্রম করতে হয়েছিল । বেড়া দেওয়ার পর নেট দিয়ে ঘের দিয়ে নেই।
তারপর আমি পুনরায় বাকি গাছ গুলোতে কাজ করার জন্য লেগে পড়ি এবং বিকেলের মধ্যে কাজ শেষ করে ফেলেছিলাম। যেহেতু আমার একটি গাছ লাগানো শেষ তাই বাকি পাঁচটি কাজ বাকি ছিল। তো এক এক করে পাঁচটি গাছ লাগানো শেষ করে ফেলি। এবং মাটিতে সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিই। আমি গাছ শুধু লাগাইনি বরং গাছের পরিচর্যা করার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করেছি। পানি দেওয়ার জন্য গোলকরে ভিটা তৈরি করি। এভাবে সব ঠিক আছে আমি বিকেলের মধ্যে লাগানো শেষ করে ফেলি।
তারপর আমি পুনরায় গোসল করে ঘরে শুয়ে থেকে একটু রেস্ট নেই। তারপর রাতের বেলা আমি খাওয়া-দাওয়া করার জন্য রান্না করি, এবং আমি আর আব্বু দুজনে মিলে রাতের খাবার খেয়ে নিই। কিভাবে আমি আমার আজকের সারাদিনের কাজ শেষ করি এবং সবশেষে মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি। আজকেরে পরিবেশ তেমন ভালো নয়। পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। যানবাহনের অনেক কালো ধোয়াই পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই আমাদের এই ক্ষতিকর পরিবেশ থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপন করতে হবে এবং তাই আমি আমি এই পদক্ষেপটি গ্রহণ করেছি।
আশা করি আমার পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। মনোযোগ সহকারে আমাদের পোস্টটি আপনাদের পড়ার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit