বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে আরও সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটি হচ্ছে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ফুটবল ম্যাচ দেখার জন্য। তাই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসে পডি খেলা দেখার জন্য। সম্পূর্ণ খেলা দেখার পর আমাকে সকালের খাবার শেষ করার জন্য ডাক দেয়। তাই আমি দেরি না করে খাওয়া দাওয়া করতে চলে আসি। আজকে সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার সময়টা ছিল প্রায় সকাল ৯ টা। আর আমি বৃষ্টির মধ্যে খাওয়া-দাওয়া শেষ করলাম। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর বাইরে বন্ধুদের সাথে বসে থাকলাম কিছুক্ষণ।
আজকের দিনটা ছিল শুক্রবার জুম্মার দিন। বসে থাকতে থাকতে বেলা প্রায় বারোটা বেজে যায়। তাই আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য গোসল করে নেই । তারপর গোসল শেষ করে মসজিদে যাওয়ার জন্য তৈরি হতে থাকি। পায়জামা পাঞ্জাবী এবং টুপি মাথায় দিয়ে আমি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য এবং নামাজ শেষ করে আমি আবার পুনরায় বাড়িতে চলে আসি। আসার কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে নেই। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘরে বসে থাকি এবং শুয়ে থেকে সময় পার করি।
ঘরে অনেকক্ষণ বসে থাকার পর আমি বাইরে আসি। এবং বাইরে এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দেই। কিভাবে বিকাল হয়ে গিয়েছিল আমি তা বুঝতেই পারিনি। তাই বিকেলে একটু ঘোরাঘুরি করার জন্য আমি বের হই। প্রথমে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি আমাদের বাসার পেছনের রাস্তায়। রাস্তাটি কংক্রিটের ঢালাই করাতে সকলের জন্য অনেক উপকারী হয়েছিল। কেননা এই বৃষ্টির দিনেও এমন গ্রামের রাস্তায় চলতে কোন অসুবিধা হয়নি। তাই সুন্দর সে রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে চলতে থাকি সামনের দিকে। তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের বাড়ি থেকে উদ্দেশ্য করে আসা গন্তব্যে পৌঁছে যায়।
আমাদের গ্রামে নতুন বন্যার পানি এসেছে। তাই সেই পানি দেখার জন্য এসেছিলাম এই জায়গায়। আমার সাথে এসেছিল আমার মামা এবং ভাই রাসেল,নূরনবী এবং মেহেদী। আমরা চারজনে মিলে খুব মজা করতে করতে চলে আসি এই জায়গাটিতে এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করি। আমাদের এলাকায় প্রতি বছর বন্যা হয়ে থাকে। এই বন্যায় আমাদের তেমন ক্ষতি না হলে অনেক লাভ হয়ে থাকে। কেননা বন্যার সময় মাটিতে এসে পলি জমা হয়। ভিন্ন প্রজাতির মাছ আসে এই পানিতে এবং আমরা সেই আগমনকৃত কথাগুলো মনে করতে থাকি নতুন বন্যার পানি দেখে। কিছুক্ষণ সেই প্রকৃতিকে দেখার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দেই। ১০ থেকে ১৫ মিনিট হাঁটার পর আবার বাড়িতে চলে আসি। তখন রাত হয়ে গিয়েছিল। তাই আমি বিছানায় শুয়ে থেকে ফোন টিপছিলাম।
রাত 9 টার দিকে আমি রাতের খাওয়া-দাওয়া শেষ করে নেই। তারপর কিছুক্ষণ আমি আমার পরিবারের লোকজনদের সাথে বসে থাকি কথাবার্তা বলি এবং এভাবে সময় পার করি। আলহামদুলিল্লাহ, এভাবে আমি আমার আজকের সারাদিনের কাজ শেষ করেছি এবং সারাদিনের কাজ শেষে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ি।
আশা করি আমার পোস্টটি পড়ে এবং দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। পোস্টটি পড়ার জন্য আমি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। |
---|
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit