বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
পবিত্র রমজান মাসের ৩০ টি রোজা রাখার পর আমাদের রমজান মাস শেষ হয়। আজকে ১১ তারিখ আমাদের ঈদুল ফিতর। মুসলমান জাতির সবচেয়ে আনন্দের উৎসব হচ্ছে ঈদ। যাই হোক আজকের দিনটি ছিল বৃহস্পতিবার। আমাদের ঈদের নামাজের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বলে , আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে চারদিকে একটু ঘুরাঘুরি করে সকলের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়ে এলাম সকালবেলাতেই। তারপর সকাল সাতটার দিকে আমি গোসল করতে গেলাম ঈদগাহে যাবো বলে। গোসল করে ঘরে এসে এদের জন্য নতুন জামা পড়ে নিলাম। তখন সকাল সাড়ে সাতটা বাজে, যেহেতু ঈদের জামাত আটটায় অনুষ্ঠিত হবে তাই আমি আর দেরি না করে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। ঈদগাহে গিয়ে বসে পরলাম আমার মামাতো ভাই নুরুন্নবীর সাথে।
ঈদগাহ মাঠে যাওয়ার পর ইমাম সাহেব কিছু বয়ান পেশ করলেন আমাদের সকলের উদ্দেশ্যে। তিনি সকল মুসল্লিদেরকে হালার হারাম সম্পর্কে ধারণা দিলেন। ৮ঃ১০ মিনিটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আমি আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই দেখা হয় আমার মামা এবং খালার সাথে। তারপর আমার নানি আমাকে ভাত খেতে বলে এবং আমি ভাত খাওয়ার জন্য বসে পড়ি। খাওয়া-দাওয়া শেষ হলে আমি কিছুক্ষণ বসে রেস্ট নেই। এভাবেই প্রায় দুই ঘন্টা সময় শেষ হয়ে যায় এবং তখন বেলা প্রায় ১২ টা বাজে । তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি আমার নিজের বাডি চর পলিশা যাওয়ার জন্য প্রস্তুতি নেই । এবং সাড়ে বারোটার দিকে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পাই আমার বড় ভাই,কাকা ও বেশ কয়েকজন মিলে ক্রিকেট খেলছে । তাই আমিও আর দেরি না করে নেমে পড়লাম তাদের সাথে খেলতে ।
বেশ কিছুক্ষণ খেলাধুলার পর আমরা সবাই যার যার বাড়িতে চলে গেলাম। তারপর আমি আমার বাড়ির প্রতিবেশী সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করলাম। দেখা-সাক্ষাৎ করার পর আমি এবং আমার চাচাতো ভাই পিয়াস ,সাকিব ,আকবর সবাই মিলে কেরাম খেলতে চাইলাম। প্রায় এক ঘন্টা কেরাম খেলার পর আমি বাসায় চলে আসলাম গোসল করার জন্য। গোসল শেষে আবারো বাইরে বের হলাম তাদের সাথে দেখা করার জন্য, কিন্তু তখন আমার জেঠি মা আমাকে খাওয়া দাওয়া করার জন্য ডাক দিলেন। আর আমিও দেরি না করে চলে গেলাম তাদের ঘরে এবং তাদের সাথেই খাওয়া-দাওয়া করলাম আমি। আমার মা-বাবা ঢাকা থাকে তাই আমি যখন আমার বাড়িতে আসি তখন আমি তাদের সাথেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ হলে আমি বাইরে আসি। ঠিক সেই সময়েই আমার মামাতো ভাইয়ের নূরনবী আমাকে ফোন করে। নুরুন্নবী এবং রাসেল আমাকে বাসা নিয়ে যাওয়ার জন্য একটি মোটরসাইকেল নিয়ে আসছে। সে আমাকে ফোন করেছে তাই আমি আর দেরি না করে তাদের উদ্দেশ্যে আগাতে থাকলাম। ১০ মিনিট পর তারা আমার সামনে হাজির হলো এবং আমি তাদের সাথে আমার নানির বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। গাড়ি দিয়ে ঘোরাঘুরি করতে করতে আমি আমার নানির বাড়ি আবার চলে আসলাম। এবং রাসেল তাদের মোটরসাইকেল বাসায় রাখতে গেলে এবং আমাদেরকে একটু ওয়েট করতে বলল।
তখন বিকাল চারটা বাজে। তাই আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে নূরনবীর ভাগ্নে মোয়াজের সাথে কিছু সময় পার করলাম। আমি নুর নবী রমিজ এবং মুয়াজ মিলে বাড়ির সামনে গেলাম কিছু সময় ঘোরাঘুরি করার জন্য। আমরা তখন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যকে খুবই ভালোভাবে উপভোগ করেছিলাম। সে সময় আমরা কিছু মুহূর্ত মোবাইলে ধারণ করার চেষ্টা করলাম। তার সাথে আমি মুয়াজেরও কয়েকটি পিক তুললাম।
এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমাকে ভাত খেতে বলল আমি ভাত খেতে বসে পড়লাম। তখন সন্ধ্যা হয়ে গেছে তাই আর কিছু সময় আমি বাইরে ঘোরাঘুরি করলাম কয়েকজনের সাথে। এভাবে আমি আমার ঈদের দিনের কাজগুলো শেষ করি। যাইহোক আমার এই ঈদের দিনটা খুবই ভালোভাবেই কেটেছে। সবশেষে আমি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি এবং আমার সারাদিনের কাজ শেষ হয়।
আমার পোস্টটি পড়ার জন্য এবং দেখার জন্য সকলকেই ধন্যবাদ |
---|
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello dear, I wish to you to be in peace and living their best moments of life.
After 30 days of strict fasting, when a lovely festival like Eid comes, it makes everyone happy and anyway Eid is the happiest festival of the Muslim nation
Best of luck , may you achieve wealth , health , success and prosperity in your life Greetings from my side . Have a nice day .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Newcomer Team Curation Guidelines For March 2024
Curated by @adeljose
Note:
Join Newcomers' community group 👇
https://discord.gg/w39BuwDkcC
We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit