Moment of 7 days spent without network for quota movement in Bangladesh.

in hive-170554 •  4 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের দেশে কোটা আন্দোলনের জন্য বিগত ছয় থেকে সাত দিন নেটওয়ার্ক ছিল না। তাই সেই সময় গুলো আমি যেভাবে কাটিয়েছি তা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ।

IMG_20240718_080507.jpg

15/07/2024 তারিখ থেকে শুরু হয় কোটা আন্দোলন। এ আন্দোলন মূলত শুরু হয়েছে আমাদের দেশে চলমান কৃত কোটা পদ্ধতিকে বন্ধ করার জন্য। প্রথমে ১৫ তারিখে আন্দোলন শুরু হয় এবং তার তিনদিন পরে বাংলাদেশের সকল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। নেটওয়ার্ক বন্ধ করার পরে আমরা বেশিরভাগ সময়ই বসে থেকে এবং ক্রিকেট খেলার মাধ্যমে কাটিয়েছি। সবাই একসাথে একটা টঙ্গে বসে থাকতাম এবং লুডু গেমস খেলে সময় কাটাতাম আমরা।

Hi Gorib_20240721_113303_📸iPhone click by Expert Mistry.jpg

তারপর যখন মন চাইতো, তখনই সবাই মিলে ক্রিকেট খেলতে শুরু করতাম। সবাই মিলে ক্রিকেট খেলার মজাই আলাদা। এই কয়েকদিনের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর। এই সুন্দরতম আবহাওয়ার মধ্যে আমরা বসে থাকতাম, ক্রিকেট খেলতাম এবং এভাবেই সারা দিন পার করে দিতাম আমরা। আমরা সারাদিন খেলাধুলা করতাম এবং রাত হলেই বাসায় চলে আসে পরিবারের লোকজনদের সাথে আড্ডা দিতাম কথাবার্তা বলে সময় কাটাতাম এবং এভাবেই খুব সুন্দরভাবে কয়েকদিন আমি কাটিয়েছি। ২০ তারিখে আমি আমার নিজের বাড়িতে আসতে চাইলাম এবং আসার জন্য রওনা দিলাম।

Hi Gorib_20240723_165806_📸iPhone click by Expert Mistry.jpg

বিকাল চারটার দিকে আমি বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকি। ভাই এলাকার ছোট বড় পোলাপান ফুটবল খেলছিল। তাই তখন আমি তাদের সাথে কিছুক্ষণ বল খেলে সময় কাটালাম। আমাকে আবার সেই দিনেই চলে আসতে হবে, তাই দেরি না করে রেডি হয়ে আবার নানির বাড়ি আসতে রওনা দিলাম। তারপর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরের দিন বিকালে দেখি সবাই মিলে ফুটবল খেলছে।

Hi Gorib_20240725_173459_📸iPhone click by Expert Mistry.jpg

কিছুক্ষণ বসে থাকে তাহলে ফুটবল খেলা দেখলাম আমি এবং আমার এক ছোট ভাই মিলে।

IMG_20240725_173347.jpg

কিছুক্ষণ ফুটবল খেলা দেখার পর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি বাজারে যাই একটা কাজে। সেখানে গিয়ে আমার স্কুল ফ্রেন্ড জীবন এর সাথে দেখা হয়। তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি। আমরা এবার কলেজে ভর্তি হবো। জীবন আর আমি একই কলেজে ভর্তি হবো তাই তার সাথে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ কথা বললাম। ১৫ মিনিট কথা বলার পর আমি বাড়িতে চলে আসি।
Hi Gorib_20240719_185407_📸iPhone click by Expert Mistry.jpg

আমি দিনের বেলা বেশিরভাগ সময় কম্পিউটারে টাইপিং প্র্যাকটিস করতাম। এর মাধ্যমে যেমন টাইপিং প্র্যাকটিস হয় কেমনে সময়ও কাটে আমার। এবং এভাবে আমি সবসময় পার করতাম এই নেটওয়ার্ক বিহীন সময়ে। ২৭ তারিখে নেটওয়ার্ক ছেড়ে দেওয়া হয়। সবশেষে বলা যায় নেটওয়ার্ক বিহীন এই অল্পদিনের সময়টা খুব সুন্দর ছিল। যদিও আমাদের জীবনের নেটওয়ার্কের খুবই দরকার রয়েছে। তারপরও বলা যায় শৈশবের সেই সুন্দরতম দিনগুলো আমি এই নেটওয়ার্ক বিহীন সাত দিনে খুজে পেয়েছিলাম।

আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পোস্টটি দেখার জন্য এবং পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!