প্রিয় ভাই @sumon03 , আমাদের community তে আপনার মূল্যবান পোস্ট দেখে আমরা বেশ খুশি।
কিন্তু আমি আপনাকে কিছু বিষয় বলে দিচ্ছি যে বিষয়ের উপর আপনি আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন। Diarygame, Papercraft, drawing/art, recipe, photography, travel & কমিউনিটির যেকোনো কনটেস্ট পোস্ট। এগুলার বাইরে পোস্ট না করার জন্য আপনাকে বলছি। আমরা উল্লেখিত বিসয়সমূহের পোস্টগুলোকে বেশি সমার্থন দিয়ে থাকি। আশা করি আপনিও আমার উল্লেখিত বিষয়ের উপর আপনার পোস্ট উপস্থাপন করবেন। ধন্যবাদ।