Contest 📢📢 - Ego is the root of the fall.

in hive-170554 •  2 years ago 



আসসালামু আলাইকুম /আদাব

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টি কর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে অহংকার পতনের মূল সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করবো। সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো ।



Picsart_23-04-03_19-42-10-935.jpg

ইডিট করা হয়েছে canva and Picsart app দিয়ে

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি সমগ্র মহাবিশ্বের প্রতিপালক। Steem for Bangladesh কমিউনিটির এডমিন মহোদয়, দায়িত্বশীল ও প্রানপ্রিয় সদস্যগনকে জানাই রমজান মাসের মুবারকবাদ।

কমিউনিটির আয়োজিত যে বিষয়টি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে, তা হলো- অহংকার পতনের মূল। সত্যিই অনেক ভালো একটা বিষয় নিয়ে উদ্যোগ গ্রহন করেছেন। তাই এই বিষয়টি নিয়ে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি । তো চলুন তাহলে শুরু করি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif

আপনি কাকে অহংকারী মনে করেন? অহংবাদীদের বৈশিষ্ট্য তুলে ধরুন।

portrait-2203741_1280.jpgpixabay

অহংকার পতনের মূল কারণ। এটা সত্যিই, তবে মানুষ স্বভাবতই অহংকারী। এটা তার বৈশিষ্ট্য বলা চলে। আমরা খারাপ গুন গুলোকে যতো তাড়াতাড়ি আয়ত্ত করতে পারি। ততটা সহজে ভালো গুণাবলী আয়ত্ত করতে পারি না।

অহংকার থেকেই হিংসার সূচনা, আর তার থেকেই পাপের সূত্রপাত।পৃথিবীতে যতো অন্যায় তার বেশীর ভাগই অহংকার থেকে।অহংকারীর বিভিন্ন সংজ্ঞা আছে, আছে বিভিন্ন রূপ ।

অহংকারী মানুষ নিজের সামান্য বিষয় নিয়ে অহংকার করে, অন্যকে নিচু করে দেখে ‌ । মানুষ কে কষ্ট দিয়ে কথা বলে। অপমান করে কথা বলে। অথচ অহংকারী ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করে না।

নানান গল্প কিংবা রুপকথায় অহংকারীর শেষ পরিণতি সবাই শুনেছি। বাস্তবতায় অহংকারীর ভয়ানক পরিণতি দেখেছি।অহংকার করেই ইবলিস জান্নাত থেকে চির বিতারিত। সব মানুষ তাকে ঘৃণা করে। অথচ বিষয়টা উল্টো ছিলো। অহংকার এর জন্যই আজ তার করুন পরিনতি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif


আপনি কি মনে করেন যে আমরা যদি কিছুতে নিখুঁত হই তবে আমাদের এটি সম্পর্কে বড়াই করা উচিত?

woman-2696408_1280.jpgpixabay

পৃথিবীতে কোনো মানুষই স্বয়ংসম্পুর্ন নয়। এটা অসম্ভব, মানুষ নিজের দূর্বলতা ঢাকতে তাতে মিথ্যের প্রলেপ লাগায়। মিথ্যে দিয়ে জয় করতে চায় পুরো। অথচ তারা এটা ভুলে যায়, সব কিছুই শৃঙ্খলা মেনে চলে।

মিথ্যের প্রলেপ একদিন নিজ থেকেই সরে যায়। সত্য প্রকাশিত হয়। সব কিছুই নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলে। অহংকারী একদিন অহংকার নিয়েই মৃত্যু পথযাত্রী হয়। তার অহংকার পৃথিবীর বাতাস উড়িয়ে নিয়ে যায়।

আমরা যখন কোনো কিছুতে নিখুঁত হই, তখন আমাদের উচিত নয় অহংকার করা। কারন আমরা এটা জানি আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণ। আমাদের ভুল গুলো ঢাকতে আমাদের অহংকারী হওয়ার প্রয়োজন নেই।

যদি আমরা অহংকার দিয়ে আমাদের ভুল এবং অন্যায় গুলো কে ঢেকে রাখি, তাহলে একসময় পাশে এমন কাউকে পাবো না যারা আমাদের ভুল গুলো শুধরে দিয়ে আমাদের সাহায্য করবেন।ফলস্বরূপ আমরা পতনের পথে ধাবিত হবো‌ ।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif


আপনি এই steemit প্ল্যাটফর্মে অহংকারী হতে কাউকে খুঁজে পেয়েছেন? যদি তাই হয়, তাহলে কেন এমন ভাবছেন?

hands-2847508_1280.jpgpixabay

না আমি steemit প্লাটফর্মে কাউকে অহংকারী হতে দেখিনি। যদিও এখানে আমি বেশিদিন ছিলাম না। তবুও আমি যতো সময় এখানে ছিলাম, কাউকে অহংকারী হতে দেখিনি, বরং সবাই আমাকে অনুপ্রাণিত করেছেন।

এজন্য সবাইকে ধন্যবাদ। স্টিমিট প্লাটফর্ম থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি। তাই সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। ভবিষ্যতেও সাহায্য করবে, এটা আমার প্রত্যাশা।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif


অহং পতনের মূলকে সঠিকভাবে বিশ্লেষণ করুন।

thumbs-down-6110175_1280.jpgpixabay

অহংকার পতনের মূল, বাচ্চা থেকে বড়ো সবার মুখেই কম বেশি কথা টা প্রচলিত। কথাটা কে আগে বলেছেন, সে সম্পর্কে অবগত না হলেও আমরা কথাটার মূল ভিত্তি জানি।

ছোট্ট কথার সারমর্ম অনেক বড়ো। অহংকারীকে সবাই ঘৃণা করে এবং কেউ পছন্দ করে না, স্বয়ং সৃষ্টি কর্তাও নয়। তাই অহংকার পরিত্যাগ করা উচিত। পরিশেষে আবারো "অহংকার পতনের মূল "

সমাপ্ত

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif

সর্বশেষ আমি এই কমিউনিটির কনটেস্টে অংশগ্রহণ করার জন্য, আমি আমার স্টিমিয়ান বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। @nasir04, @hafizur46n এবং @jakaria121 কে।

বন্ধুরা, আজ আর লিখছিনা। আজ এপর্যন্তই লিখে ইতি টানলাম। আবারও দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ।


Picsart_23-03-29_21-48-05-415.jpg


g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অহংকারী মানুষ নিজের সামান্য বিষয় নিয়ে অহংকার করে, অন্যকে নিচু করে দেখে ‌ । মানুষ কে কষ্ট দিয়ে কথা বলে। অপমান করে কথা বলে। অথচ অহংকারী ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করে না

একদমই সত্য কথা কেননা অহংকারী মানুষ সামান্য বিষয় নিয়েই নিজেকে অনেক বড় মনে করে নিজেকে অহংকারী ভাবে।

নিজেকে এমন ভাবে যে কি হয়ে গেছে সে। কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই বিন্দুমাত্র চিন্তা নেই যে সে কি কাজ করছে।

ধন্যবাদ ভাই সুন্দর একটি কনটেস্টে আপনার অংশগ্রহণ দেখে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

ধন্যবাদ, পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে সে অনুযায়ী মন্তব্য করার জন্য।

Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI16.0 ( 0.00 % self, 85 upvotes, 75 accounts, last 7d )
Period2023-04-04
Transfer to VestingPowerUp : 141.000 STEEM
Cash Out
0
ResultClub75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

প্রিয় ভাই🥰,

আমি আপনার কথার সাথে একমত যে "মানুষ খারাপ কিছু দ্রুত আয়ত্ত করতে পারে কিন্তু ভালো কিছু আয়ত্ত করতে দেরি করে"। আপনি Ego বিষয়টি আমাদের সামনে বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন যেটি মনোমুগ্ধকর। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট টি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে, সে অনুযায়ী সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।