I am @memamun from #Bangladesh
প্রিয় বন্ধুগন!
সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম @steem4bangladesh কমিউনিটির সন্মানিত এডমিন মহোদয় শ্রদ্ধেয় @ripon0630 ভাইয়ের গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তিনি যে প্রতিযোগিতার বিষয়বস্তু বেছে নিয়েছেন তা হলো; 📢 Contest - Save Youth from Drug Addiction., ইনশাআল্লাহ আমি সেই বিষয়বস্তু সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করি।
![]() ![]() |
---|
যুবসমাজের মাদকে আসক্ত হওয়ার প্রধান কারণের মধ্যে অন্যতম হলো নৈতিকতার অবক্ষয়, মা বাবার বিচ্ছেদ, এবং সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে পরিবার থেকে মানসিক চাপ সহ্য না করতে পেরে বাচ্চারা বিপথে চলে যেতে পারে।
তবে এর সংখ্যা বেড়েই চলেছে। হয়তো মা বাবা সন্তানের ভালোর জন্যই তাদের যথেষ্ট শাসনের মধ্যে এবং নিয়মের মধ্যে বড়ো করে থাকেন, তবে এটা উচিত নয়। মা বাবা হিসেবে শাসন করার দরকার রয়েছে তবে, সন্তানদের ইচ্ছে এবং অনিচ্ছার দিকে অবশ্যই নজর রাখা জরুরি।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মা বাবার মধ্যে কলহ বিবাদ এর খারাপ প্রভাব সন্তানদের প্রভাবিত করে। এর ফলে বাচ্চারা বাহির মুখী হয়ে পরে। এবং তারা ধীরে ধীরে খারাপ বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পরে।
![]() ![]() |
---|
আমাদের সমাজে মাদকাসক্ত তরুণ তরুণীর সংখ্যা বেড়েই চলেছে। আগে এর প্রবনতা শুধু মাত্র শহর অঞ্চল গুলোতেই সীমাবদ্ধ ছিলো। তবে বর্তমানে শহর ও গ্রামাঞ্চলে এর প্রবনতা বেড়েই চলেছে।
আমি মনে করি খুব শীঘ্রই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে এ থেকে পরিত্রাণ সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের মা বাবার সচেতনতা অবলম্বন করা জরুরি।
কিছু কিছু বিষয় মেনে চললে এ থেকে পরিত্রাণ সম্ভব। মা বাবার উচিত বাচ্চারা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কতো সময় বাহিরে কাটাচ্ছে এ বিষয়ে নজর রাখা।
তবে অবশ্যই সন্তানকে মারধর না করে এসব বিষয় ঠান্ডা মস্তিষ্কে সমাধান করা। এবং অবশ্যই মা বাবার উচিত নয়, সন্তানের সামনে কলহ বিবাদে জড়িয়ে পরা। এতে সন্তানের উপর বিরূপ প্রভাব পরে।
![]() ![]() |
---|
আমি তাদের এ পথ থেকে সরে আসতে কিছু পদক্ষেপ অবলম্বন করতে পারি। মাদকাসক্ত তরুণ তরুণীদের আমরা কিছু শ্রেনী তে বিভক্ত করতে পারি।
প্রথম শ্রেনী,যারা পারিবারিক ও সামাজিক চাপ সহ্য না করতে পেরে মাদকে আসক্ত হয়ে পরেছে। দ্বিতীয় শ্রেনী, যারা খারাপ বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পরেছে।
আমরা তাদের সাথে কথা বলতে পারি, তাদের ইচ্ছে সম্পর্কে এবং স্বপ্ন সম্পর্কে জানতে পারি। যদিও এটা ততটা নয়, তবে কঠিন বিষয় নয়।
আমরা সবাই যদি মাদকাসক্ত তরুণ তরুণীদের পাশে থেকে তাদের সহযোগীতা করি তবে তারা অবশ্যই এ থেকে সহজেই মুক্তি পেতে পারে।
তবে এর জন্য আমাদের উচিত তাদের সহযোগীতা করা, এবং তারা যে সমস্যার জন্য মাদকে আসক্ত হয়েছে সেই সমস্যা থেকে তাদের বের করে নিয়ে আসা। এবং এর পর তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা।
পরিশেষে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার খুব পরিচিত কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। যাদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে জিছু জানার আগ্রহ প্রকাশ করছি। তারা হলেন ; @jakaria121 @morgan76 এবং @mahadisalim ভাই।
Twitter promotion link
https://twitter.com/mealmamun143/status/1687768925743071232?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে মাদকশক্তি নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যা খুবই প্রসংসনীয় . আমদের পরিবারের সাহায্য সহযোগিতা পারে সব কিছু সমাধান দিতে . তবে পরিবারের আমরা সবাই যদি একে অপরের বন্ধু হতে পারি ,তখন কারও বাহিরের অসত্সঙ্গ কোন ক্ষতি করতে পারবে না ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুল্যাবান মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for inviting me, I will do my best to participate.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই সুন্দর ভাবে মাদকশক্তি নিয়ে সুন্দরভাবে বিস্তারিত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit