আমি @memamun, লিখছি #bangladesh থেকে
বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আজ আমি চলে আসলাম @steem4bangladesh কমিউনিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, যেই প্রতিযোগিতার নাম হলো SEC-S10W3: Teamwork Makes The Dream Work যাইহোক আমি এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
![]() ![]() |
---|
আমার কাছে team work makes the dream work এর মানে হচ্ছে, দলবদ্ধ হয়ে কাজ করা, স্বপ্ন পূরণ করা । এ নিয়ে নানান প্রবাদ বাক্য আছে, আছে নানান মানুষ এর নানান বক্তব্য। প্রত্যেক মানুষের জ্ঞান আছে, আছে বিভিন্ন অভিজ্ঞতা। তবে দশজন মানুষ যা একত্রে ভাবতে পারে। একজন মানুষের পক্ষে তা ভাবা সম্ভব নয়।
তাই সফলতার জন্য, টিম ওয়ার্ক জরুরি। এতে যেমন অভিজ্ঞতা অর্জন করা যায় । তেমনি সুষ্ঠু ভাবে কাজ সম্পন্ন করা যায়। এবং আমি মনে করি দলগত কাজ সুন্দর ভাবে এবং দ্রুত সম্পন্ন হয়। এতে প্রত্যেকের নিজস্ব মতামত, নিজস্ব সৃষ্টি থাকে। তাই কাজটা অন্যদের থেকে আলাদা এবং সুন্দর ভাবে সম্পন্ন হয়।
![]() ![]() |
---|
হ্যা আমার দল ভিত্তিক কাজের সাথে জড়িত থাকার অভিজ্ঞতা আছে।তবে আমি মনে করি, পরিশ্রমী এবং বিশ্বস্ত মানুষের সাথে দল ভিত্তিক কাজ করা সম্ভব। তবে অলস এবং অবিশ্বাসী মানুষের সাথে দল ভিত্তিক কাজ করা উচিত নয়। দল ভিত্তিক কাজের ক্ষেত্রে, ওয়ার্ক পার্টনার অবশ্যই বিশ্বস্ত হওয়া গুরুত্বপূর্ণ।
অন্যথায় কাজে সফল হওয়া দুষ্কর। এবং সফলতার ক্ষেত্রে বাঁধা বিঘ্ন সৃষ্টি হয়। এবং আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন অন্যদের সাথে দল ভিত্তিক কাজ করেছি। আমি মনে করি দল ভিত্তিক কাজে অভিজ্ঞতা, এবং বিভিন্ন মানুষের মতামত সম্পর্কে জানা যায়।
মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে জানা যায়। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে দল ভিত্তিক কাজ করেছি।এবং বেশীর ভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। সব থেকে বড়ো কথা আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং অনেক অজানা বিষয় সম্পর্কে অবগত হয়েছি।
![]() ![]() |
---|
দল হিসেবে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু সময় আমি বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়েছি। তবে আমার মনে হয় প্রত্যেকটা কাজেই বাঁধা থাকবে।এবং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। প্রত্যেক সৃষ্টিশীল বস্তুকে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ।
এরপর সফলতার দেখা মেলে। তাই সফল হওয়ার ক্ষেত্রে বাঁধা বিঘ্ন থাকবে এটা স্বাভাবিক । ছোট ছোট বাঁধাকে উপেক্ষা করেই সামনে এগোতে হবে। তবেই সফল হওয়া যাবে। সেটা হোক দলভিত্তিক কাজ কিংবা একক কাজ। ব্যর্থতা না থাকলে সফলতার আনন্দ কিসে??
ব্যর্থতা এবং সফলতা আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা মানুষ ভুল করি, ভুল থেকে শিক্ষা নেই ,আবার ভুল করি এবং বারবার ভুল করি, বারবার শিক্ষা নেই। তাই তো আমরা মানুষ। তাই ভুলগুলোকে ভুল নয় সফলতার ধাপ হিসেবে দেখা উচিত ।
![]() ![]() |
---|
আসলে বিষয়টা এমন নয়, যে দলগত কাজে পৃথক ভাবে কাজের থেকে বেশি অর্জন করা যায়। তবে দলগত কাজে বিভিন্ন মানুষের সাথে মিশতে পারা, শেয়ার করা। বিভিন্ন মানুষের মতামত সম্পর্কে জানা। এবং তাদের ইচ্ছে সম্পর্কে জানা যায়। এতে দক্ষতা বাড়ে। এবং অনেক কিছু শেখা যায়। যা পৃথক ভাবে জানা সম্ভব নয়। তবে আমি মনে করি, জীবনে সফল হওয়ার ক্ষেত্রে পরিশ্রমী হওয়া জরুরি। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।
পরিশেষে বলতে চাই, কাজ সর্বপ্রথম নির্ভর করে পরিশ্রমী কিনা, তারপর সহজ ও দ্রুত হওয়ার জন্য টিমওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ, যাইহোক বিষয়বস্তু টা বেশ ভালো লেগেছে আমার, তাই এই প্রতিযোগিতায় আমি আমার কিছু বন্ধুদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো, @baizid123 @nasir04 এবং @jakaria121 ভাইদেরকে।
Twitter promotion link
https://twitter.com/mealmamun143/status/1672923916636155905?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দলবদ্ধভাবে কাজ করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। যখন ছোট্ট একটি কাজ করতে যাওয়া হয় তখন একা একাই সম্ভব কিন্তু যখন বিশাল বড় একটি প্রজেক্ট অথবা যে কাজটি একত্রে করা দরকার তখন সকলকে সাথে নিয়ে যেকোনো কাজ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়।
দলবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে বিশ্বস্ত এবং কর্মঠ ব্যক্তিদেরকে নেওয়া উচিত কেননা অলস ব্যক্তি এবং অবিশ্বাস্য ব্যক্তিকে সাথে নিয়ে কাজ করা কষ্টসাধ্য। অত্যন্ত সুন্দর একটি লেখা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিযোগিতার মাধ্যমে।
আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দোয়া রইল আপনার জন্য এগিয়ে চলুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর ভাবে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit