![]() |
---|
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তবে আজকের ব্লগটি অন্য রকম হবে। কারণ আজকের ব্লগে আমি বর্তমান সময়ে আলোচিত বিষয় ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
![]() |
---|
যারা আনলাইন বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে কাজ করে বা যারা ট্রেডিং করে তাদের কাছে ক্রিপ্টোকারেন্সি একটি পরিচিত নাম। তাছাড়া বর্তমানে সাধারণ মানুষেরও ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ আগ্রহ রয়েছে। ধরা হয় যে, ভবিষ্যৎতে এটির প্রচলন ঘটবে এবং এটি আর্থিকভাবে সবাই ব্যবহার করবে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সব দেশে বৈধতা না থাকলেও কিছু কিছু দেশে এটির বৈধতা দেওয়া হয়েছে।
যারা ক্রিপ্টোকারেন্সির সংস্পর্শে থাকেন তারা এটিকে ক্রিপ্টো বলে থাকেন। ক্রিপ্টোকারেন্সির বাস্তব কোন রূপ নাই। এই মুদ্রাটি কার্যত ডিজিটাল রূপ বিদ্যমান। তাই এটির লেনদেন সুরক্ষিত করতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রীয় কোন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেই। মূলত ক্রিপ্টোকারেন্সি হলো একটি আনলাইন ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তাই এটির লেনদেনের জন্য কোনো ব্যাংকের উপর নির্ভর করতে হয় না। ক্রিপ্টোকারেন্সি লেনদেন মূলত পিয়ার-টু-পিয়ার সিস্টেমে হয়ে থাকে।
![]() |
---|
তাই এটির লেনদেন যেকোন জায়গা থেকে খুব সহজে করা যায়। যেকোনো জায়গা থেকে পাঠাতে এবং গ্রহণ করতে পারবে। এটির নির্দিষ্ট কোন সময়সীমা বা জায়গা নেই। ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করার জন্য বিভিন্ন ডিজিটাল ওয়ালেট রয়েছে। এসব ডিজিটাল ওয়ালেটে খুবই উন্নত কোডিং এবং পাবলিক লেজারের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ডেটা সঞ্চয় ও প্রেরণের সাথে জড়িত থাকে।
ক্রিপ্টোকারেন্সির সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হলো বিটকয়েন। বিটকয়েন প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০৯ সালে। বিটকয়েনের দামের উপর নির্ভর করে অন্য ক্রিপ্টোকারেন্সির দাম। বিটকয়েন দাম উঠা নামার সাথে অন্য ক্রিপ্টোকারেন্সির দামও পরির্বতন হয়ে যায়। বিটকয়েন সাতোশি নাকামোটো দ্বারা বিকশিত হয়। বিটকয়েনে প্রতিটি বিটকে সাতোশি ধরা হয়। বিটকয়েন আগেও, এখনো এবং ভবিষ্যৎতে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটি থাকবে।
![]() |
---|
তাছাড়া বিটকয়েন ছাড়াও লাইটকয়েন, ইথিরিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগিকয়েন, ট্রোন, বিইউএসডি, ইউএসডিটি, এসট্রিম এসব খুবই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। Steemit আমাদের দুই ধরণের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করে থাকেন। ক্রিপ্টোকারেন্সি দুইটি খুবই জনপ্রিয়। ক্রিপ্টোকারেন্সির দুটি হলো এসট্রিম এবং ট্রোন। ক্রিপ্টোকারেন্সি দুইটি মূল্য দুই ধরণের। বর্তমানে প্রতি এসট্রিমের মূল্য ০.২৩+ ডলার। যা বাংলাদেশি টাকায় মূল্য ২১ টাকা। এছাড়া প্রতি ট্রোনে বর্তমান মূল্য ০.৬২ ডলার। যা বাংলাদেশি টাকায় ৬ টাকা। তবে এসট্রিম ও ট্রোনের মূল্য বাড়তে ও কমতে থাকে।
Steemit হলো এ দুইটি ক্রিপ্টোকারেন্সি ইনকামের মাধ্যম। এখানে কাজ করে আপনি প্রচুর পরিমাণে এই দুটি ক্রিপ্টোকারেন্সি সহজে ইনকাম করতে পারবেন এবং আপনার রির্জাভে রাখতে পারবেন। যা পরর্বতীতে আপনার অনেক কাজে আসবে। তাছাড়া এগুলো সেল করেও আপনি লাভবান হতে পারবেন। তাই বলা যায় যে, Steemit এর মাধ্যমে আপনারা সহজে এই দুইটি ক্রিপ্টোকারেন্সি নিতে পারবেন।
অনেক সুন্দর লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you & Same to you🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit