The Dairy Game | Better Life Story | 21 October 2022

in hive-170554 •  3 years ago 
My Dairy Game
Better Life Story
InShot_20221021_140400555.jpg
Cover Photo Design by Canva
Date - 21 October 2022
As-Salamu Alikum Wa-Rahmatullahi Wa-Barakatuhu

হ্যালো, কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।

IMG-20221020-WA0004.jpg
Today's Weather

আজকের ব্লগে আমার সারাদিনের কর্ম ব্যস্ততা ও ভালো মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং পবিত্র জুমাবার। প্রতিদিনের মতোই সকালটা শুরু হলো তবে গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে বসলাম। আজ সকালের নাস্তায় ছিলো পরোটা এবং এক কাপ গরম গরম চা। সকালের নাস্তা শেষ করে বাসার কিছু কাজ ছিলো সেগুলো শেষ করলাম। কাজ শেষ করে মসজিদে যাওয়ার জন্য গোসল সেরে নিলাম। এরপর আযান দিলে রেডি হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে মসজিদ থেকে এসে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের খাবারে ছিলো বিফ বিরিয়ানি। আজকে ছুটির দিন হওয়াতে বাসায় বিফ বিরিয়ানি করেছে।

IMG_20221020_184347.jpg
Lunch Time

দুপুরের খাবার শেষ করে কিছু সময় মোবাইল নিয়ে টিপাটিপি করতে করতে কখন যে ঘুমায় গেছিলাম জানি না। যখন ঘুম থেকে উঠি তখন প্রায় বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিকালে হাটতে বের হলাম। বিকালের আবহাওয়া বেশ ভালোই ছিলো। আজ ছুটির দিন হওয়াতে রাস্তাঘাটে তেমন মানুষ ছিলো না। হাটতে হাটতে এক ঝালমুড়ি ওয়ালা মামার সাথে দেখা তার ঝালমুড়ি বেশ ভালো হয়। আমার বাসার সামনে যখনই দেখি তখনই তার কাছে থেকে ঝালমুড়ি খাই। আজ দেখেও লোভ সামলাতে পারলাম না।

IMG-20221020-WA0008.jpg
Street Photography
IMG-20221020-WA0005.jpg

মামাকে বললাম ঝালমুড়ি দিতে তিনি ১০ টাকার ঝালমুড়ি দিলো। ঝালমুড়ি খেতে খেতে কিছু সময় হাটলাম। এরপর যখন মাগরিবের আযার দিলো বাসায় ফিরে এলাম। বাসায় এসে হাত-মুখ ধুয়ে এক কাপ চা খেলাম বিকালে চা না খেলে আমার জমে না। এরপর আমার কিছু কাজ ছিলো সেগুলো করতে বসলাম। কাজ সেরে শুয়ে শুয়ে বাংলা গান শুনতেছিলাম এর মধ্যে মনে পড়লো আজকের ব্লগ লেখার কথা। আর দেরি না করে গান শুনতে শুনতে আজকের ব্লগ লিখতে বসে গেলাম। লিখা শেষ করে সেটি পোস্ট করবো এরপর রাতের খাবার খাবো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। এই ছিলো আমার আজকের ছুটির দিনের অলস সময় কাটানোর মুহুর্তগুলো ও কর্ম ব্যস্ততা।

Photos Information
Device NameHawai Nova 3i
LocationChittagong
Credit@mijan4509
Date21 October 2022
Thank you very much for patiently reading my post and Stay well & healthy.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Your diary is very beautiful and I enjoyed reading it.

Your diary is very beautiful and I enjoyed reading it.

Hello, brother Please join our community official discord https://discord.gg/ZupR9BC3.