As-Salamu Alikum Wa-Rahmatullahi Wa-Barakatuhu |
হ্যালো, কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।
আজকের ব্লগে আমার সারাদিনের কর্ম ব্যস্ততা ও ভালো মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং পবিত্র জুমাবার। প্রতিদিনের মতোই সকালটা শুরু হলো তবে গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে বসলাম। আজ সকালের নাস্তায় ছিলো পরোটা এবং এক কাপ গরম গরম চা। সকালের নাস্তা শেষ করে বাসার কিছু কাজ ছিলো সেগুলো শেষ করলাম। কাজ শেষ করে মসজিদে যাওয়ার জন্য গোসল সেরে নিলাম। এরপর আযান দিলে রেডি হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে মসজিদ থেকে এসে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের খাবারে ছিলো বিফ বিরিয়ানি। আজকে ছুটির দিন হওয়াতে বাসায় বিফ বিরিয়ানি করেছে।
 |
দুপুরের খাবার শেষ করে কিছু সময় মোবাইল নিয়ে টিপাটিপি করতে করতে কখন যে ঘুমায় গেছিলাম জানি না। যখন ঘুম থেকে উঠি তখন প্রায় বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিকালে হাটতে বের হলাম। বিকালের আবহাওয়া বেশ ভালোই ছিলো। আজ ছুটির দিন হওয়াতে রাস্তাঘাটে তেমন মানুষ ছিলো না। হাটতে হাটতে এক ঝালমুড়ি ওয়ালা মামার সাথে দেখা তার ঝালমুড়ি বেশ ভালো হয়। আমার বাসার সামনে যখনই দেখি তখনই তার কাছে থেকে ঝালমুড়ি খাই। আজ দেখেও লোভ সামলাতে পারলাম না।
মামাকে বললাম ঝালমুড়ি দিতে তিনি ১০ টাকার ঝালমুড়ি দিলো। ঝালমুড়ি খেতে খেতে কিছু সময় হাটলাম। এরপর যখন মাগরিবের আযার দিলো বাসায় ফিরে এলাম। বাসায় এসে হাত-মুখ ধুয়ে এক কাপ চা খেলাম বিকালে চা না খেলে আমার জমে না। এরপর আমার কিছু কাজ ছিলো সেগুলো করতে বসলাম। কাজ সেরে শুয়ে শুয়ে বাংলা গান শুনতেছিলাম এর মধ্যে মনে পড়লো আজকের ব্লগ লেখার কথা। আর দেরি না করে গান শুনতে শুনতে আজকের ব্লগ লিখতে বসে গেলাম। লিখা শেষ করে সেটি পোস্ট করবো এরপর রাতের খাবার খাবো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। এই ছিলো আমার আজকের ছুটির দিনের অলস সময় কাটানোর মুহুর্তগুলো ও কর্ম ব্যস্ততা।
Thank you very much for patiently reading my post and Stay well & healthy. |
Your diary is very beautiful and I enjoyed reading it.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your diary is very beautiful and I enjoyed reading it.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello, brother Please join our community official discord https://discord.gg/ZupR9BC3.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit