আশা করি, আপনারা সকলে আল্লাহ্র রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহ্র রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আমার আরো একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে আমি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কেমন কাটলো এবং আজকের সারাদিনের ভালো মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা আমার ব্লগটি পছন্দ করবেন। তাহলে দেরি না করে সর্বপ্রথম সকালের কথা দিয়ে শুর করি। আমার আগের ব্লগে আমি আপনাদের জানিয়েছিলাম আমার সকাল সকাল উঠার তেমন অভ্যাস নেই। প্রয়োজনীয় কোন কারণ ছাড়া আমার খুব সকাল সকাল ঘুম থেকে উঠা হয়। আজ যেহেতু ছুটির দিন তাই সকালে সবাই ঘুম থেকে একটু দেরিতে উঠে। আমিও এটির ব্যতিক্রম নই।
যাইহোক, আমি আজ সকালে ঘুম থেকে উঠি তখন প্রায় সকাল ১১ টা ১০ বেজে গিয়েছিলো। যথারীতি ঘুম থেকে উঠে কিছু সময় বেডের মধ্যে সময় কাটিয়ে তারপর ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে আম্মুকে নাস্তা দিতে বলি। খাবার টেবিলে আম্মু সকালের নাস্তা দিলো। আজ সকালের নাস্তাতে ঘরের বানানো পরোটা এবং চা ছিলো। আমার আম্মুর হাতের পরোটা খেতে অনেক জোশ হয়। আমি সকালের নাস্তা খেতে খেতে ফেসবুকের নিউজ ফিড দেখছিলাম। ফেসবুক নিউজ ফিডে শুরু এবারের T20 World Cup Squared নিয়ে সব নিউজ এবং মিমিতে ভরা ছিলো। তারপর সকালের নাস্তা খাওয়া শেষ করে বাসার কিছু কাজ ছিলো সেগুলো শেষ করলাম।
এরপর আজ যেহেতু জুমাবার তাই তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে মসজিদে যেতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে মসজিদের দিকে রওনা হলাম। জুমার নামাজ শেষ করে বাসায় ফিরে পরিবারের সবাই একসাথে বসে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের খাবারে সবজি এবং মাছ ছিলো। দুপুরে খাবার শেষ করে নিচে গিয়ে একটু ঘুরে আসলাম। খাবার খেয়ে ৫/১০ মিনিটের হালকা হাটাহাটি তারপর বাসায় এসে হালকা একটা ঘুম দিলাম।
এরপর ঘুম থেকে উঠে বিকালে হাটতে বের হলাম। হাটতে যাওয়ার সময় আমারর বাসার নিচে যে বাগানটি আছে সেটির কয়েকটা ছবি তুললাম। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত তুলেছি। আমাদের বাসায় ঢুকার সময় বাগান দুইটি প্রবেশ পথের দুইদিকে দুটি রয়েছে। বাগানের কারণে আমার বাসার প্রবেশ পথটি খুবই আকর্ষণীয় লাগে। বাগানের কয়েকটি ছবি তুললাম এবং সেখানে কিছু সময় হাটাহাটি করলাম। এরপর এলাকাতে কিছু সময় ঘুরাঘুরি করলাম।
তারপর যখন মাগরিবের আযান দিচ্ছে তখন বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে হাত-মুখ ধুয়ে নাস্তা করলাম।তারপর কিছু সময় পরিবারের সবাই বসে কথাবার্তা বললাম। এরপর আমি আমার রুমে গিয়ে কিছু সময় পড়াশুনা করি। পড়াশুনা শেষ করে গান শুনতে ইচ্ছা হলো। গান শুনতে শুনতে মনে পড়লো আজকের বল্গটি লিখে ফেলা যাক। গান শুনা বন্ধ করে লিখতে বসে গেলাম। লিখা শেষ হলে এটি পোস্ট করে সিটিমে অন্য সবার পোস্টগুলো দেখবো। কিছু সময় সেখানে অতিবাহিত করবো। আজ শুক্রবার আমার একটি প্রিয় ধারাবাহিক নাটক দিবে সেটি দেখবো। নাটকটির নাম ব্যচালার পয়েন্ট। নাটকটির জনপ্রিয়তা অনেক। নাটকটি শুক্র, শনি ও রবি এই তিন দিন ইউটিউবে প্রচারিত হয়। নাটকটি দেখে ইউটিউব ও ফেসবুকে কিছু সময় থেকে রাতের খাবার খেয়ে কিছু সময় ফেসবুক চালিয়ে তারপর ঘুমিয় যাবো। এই ছিলো আমার আজকের ছুটির দিনের ব্যস্ততা।
Device Name | Hawai Nova 3i |
---|
Location | Pathorghata, Chittagong |
---|
Credit | @mijan4509 |
---|
Date | 16 September 2022 |
---|
Your pictures were so beautiful.
Good luck brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much brother❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your report❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit