আজকের তারিখ: ১১/১/২৪
রোজ: বৃহস্পতিবার।
The Diary Game
আসসালামু আলাইকুম।
হ্যালো স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি।তো বন্ধুরা কিছু দিন যাবত আমার পোস্ট করা হচ্ছে না খুবই বেস্ততার মাঝে দিন কাটাচ্ছি যার কারণে পোস্ট করতে পারছি না সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত।তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সারা দিন আমি কিভাবে কাটিয়েছি। দিন টি আনন্দে ও কাজ করে দিন ফুরিয়েছ তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে,তো বন্ধুরা চলুন এবার শুরু করা যাক।
আমার কাটানো সকালের মুহূর্ত।
আজকে আমি সকাল ৭:৩৫ এ ঘুম থেকে উঠেছি আরো পরেই ঘুম হয়তো ভাংতো কিন্তু বাহিরে চিল্লাচিল্লি আবার ফোনও চার্জ নেই যার কারণে উঠে ফোনে আগে চার্জ দেই আমি এরপর আবার বিছানায় শুয়ে থাকি কারণ এত শীত বাহিরে অনেক শীত লাগছিলো তাই আবার শুয়ে রইলাম ১০-১৫ মিনিট এর মতো সকাল বেলা ঘুম ভাঙ্গলে পরে আর ঘুম ধরে না, এরপর উঠে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে কাজে লেগে পরি আজকে আমার চাচাতো নানার বিল্ডিং এর সাড ঢালাই হচ্ছে সেজন্য বিরিয়ানি রান্না ব্যবস্তা করেছেন তো পেঁয়াজ, কাঁচা মরিচ,জিড়ে বাটা ইত্যাদি ইত্যাদি কাঁটা কাটি ও বাটা বাটি হচ্ছে।
ওদিকে আবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে পরে সেই গুলো ধুয়ে সব কিছু গোছানো শেষ হলে বাবুর্চিরা রান্না শুরু করে।
আমার কাটানো দুপুর বেলা কিছু মুহূর্ত।
এরপর আমি একটু ছাদে যাই ঢালাই দেখতে গিয়ে দেখি অনেক তাঁরাতারি কাজ হয়ে আসছে এরপর আমি ঘরে এসে দেখি কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে তাই আমি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিই আমি। এরপর আমি গোসল করি।
এরপর খাওয়াদাওয়া জন্য ডাকতেছে সবাই এরপর আমি সবার সাথে খেতে বসি এত টেস্ট হইছে খেতে খুব ভালো লাগলো আমার।তো খাওয়া দাওয়া শেষে হলে সবার সাথে আড্ডা দিই দেখতে দেখতে বিকেল বেলা গড়িয়ে আসলো।
আমার কাটানো বিকেল বেলা কিছু সুন্দর মুহূর্ত।
এরপর আমার ভালো লাগছিল না তাই আমার বান্ধবী কে বললাম চল একটু হেঁটে আসি বলল চল যাই তাঁর পর আমরা বাড়ির সামনে ব্রিজপার সেখানে হাঁটতে হাঁটতে যাই ব্রীজের দুই পাশে চক সেই চকে দেখি দুইজন লোক শাক তুলতেছে তো ওই খানে কিছুক্ষণ থাইকা সন্ধ্যা হয়ে আসলো তখন আয়সা পড়ি।তো বন্ধুরা এভাবেই আমার সারাদিন কাটিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার সারা দিনের মুহূর্ত গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর ভোট দিয়ে উৎসাহিত করুন এবং সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন কোনো পোস্ট। আল্লাহ হাফেজ।
Hi Monika.
That's a huge cooking for so many people that you all do each day.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
you have spent a wonderful moment in the morning.All you have done many works together for cooking. After fininshing all the task you cooked birani and ate all together.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডায়ারি গেম আমাদের মাঝে সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও ভালবাসা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit