Better Life with Steem" ||" THE DIARY GEAM"|| 9 January 2024 ||

in hive-170554 •  last year 

আজকের তারিখ: ৯/১/২৪
রোজ: মঙ্গলবার।

The Diary Game

1704798519809.jpg

আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তো বন্ধুরা গত দুইদিন যাবত আমার পোস্ট করা হচ্ছে না খুবই বেস্ততার মাঝে দিন কাটিয়েছি যার কারণে পোস্ট করতে পারছি না সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত।তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সারা দিন আমি কিভাবে কাটালাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে,তো চলুন শুরু করা যাক।

আমার কাটানো সকালের মুহূর্ত।

IMG_20240109_071313.jpg

আজকে আমি সকাল ৬:১০ এ ঘুম থেকে উঠে গেছি উঠতাম না আমার আন্টি ডাক দিল বাচ্চা দের স্কুল এবং মাদ্রাসায় নিয়ে আসার জন্য ওরা তো ছোট একা একা তো আসতে পারবে না তো আমাকে ডাক দিলেন আমি উঠে যাই এরপর তারাতাড়ি করে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে বোরখা পরে হালকা কিছু খাবার খেয়ে রোওনা হই বাপরে বাপ শীত লাগছিলো কি আর করার পারচর থেকে রসুলপুর পর্যন্ত হেঁটে আসি অনেক তাঁরা হুরো করে।

IMG_20240109_082707.jpgIMG_20240109_075759.jpgIMG_20240109_073043.jpg

এরপর উঠলাম অটোতে উঠে একটি ছবি তুললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আল্লাহর অশেষ রহমতে পৌঁছে গেলাম ''শাহিন ইসলামী স্কুল'' তো এসে সব গুছিয়ে ফাতেমাকে বসিয়ে দিই প্রথমত আজকে ফাস্ট স্কুল ওর যার কারণে একটু লজ্জা বোধ করছে। এরপর ওদের বসিয়ে আমরা গার্ডিয়ান কক্ষে বসে যাই আর আন্টি ফাতেমার জন্য খাতা কিনতে যায় এবং এসে খাতার মধ্যে নাম লিখে দেয় আর এরপর আমরা বসে থাকি। কিছুক্ষণ পর টিফিন দেয় ওকে খাইয়ে আমার ভালো লাগছিল না তাই আমি এসে পরি। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে।

আমার কাটানো দুপুরে কিছু মুহূর্ত।

IMG_20240109_110524.jpg

এরপর আমি অটোতে উঠে যাই,যেতে রসুলপুর বাজারে নামি এবং বাড়িতে এসে বোরকা খুলে হাত মুখ ধুয়ে খাবার খাই ও রোদে গিয়ে বসে সবার সাথে গল্প করি আজ অনেক শীত লাগছিলো মনে হচ্ছিলো রোদ উঠবে না কিন্তু এখন দেখি অনেক রোদ উঠেছে। তারপর আমি স্টিমিট প্লাটফর্মে ঢুকি সবার পোস্ট দেখি ,পড়ি কমেন্ট ও ভোট দিয়ে আসি । তারপর ২-৩ ঘন্টা ঘুমিয়ে থাকি। উঠে দেখি বিকেল হয়েছে।

আমার কাটানো বিকেল বেলা কিছু মুহূর্ত।

IMG_20240109_153641.jpgIMG_20240109_152723.jpg

ঘুম থেকে উঠে তার পর বাড়ির উঠানে অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে, কপি শাক, পালন শাক পরিস্কার করে সুন্দর করে কেটে ধুয়ে রাখি,শাক ভাজি আমার কাছে অনেক পছন্দ। তারপর আমি হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে নিই। তারপর আমি বান্ধবীদের সাথে আড্ডা দিই দিয়ে সন্ধ্যা আজান দিলে বাড়িতে এসে পড়ি। তো বন্ধুরা কেমন লাগলো আমার সারা দিনের মুহূর্ত গুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আর ভোট দিয়ে উৎসাহিত করুন এবং সাপোর্ট করুন।তো আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন কোনো পোস্ট সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi Monika.

It is an interesting diary of your day.

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. If you have any questions you'd like to know or are experiencing any problems, join our Discord servers for help. We are always active here to serve the users. And you are invited to participate in our weekly online hangout. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI00
Period2024-01-09
Result Club No

আপনার পাওয়ার আপ এর তুলনায় ক্যাশ আউট এর পরিমাণ বেশি। অনুগ্রহ করে সমপরিমাণ পাওয়ার আপ করে পূনরায় ক্লাব এ অংশগ্রহণ করুন।