Drawing Contest📢 : My favorite drawing is Village scene

in hive-170554 •  last year 
Hello Everyone
আমার Steemit ইউজার আইডির নাম@monikarmakar39
আমি বাংলাদেশে থাকি

কেমন আছেন সবাই ?আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।সবার প্রথমে@mdkamran99 ভাইকে অনেক অনেক অভিনন্দন, এমন একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। আমি এই প্রতিযোগিতার সমস্ত নিয়ম অনুসরণ করে আমি আমার অংকন উপস্থাপন করার চেষ্টা করব।

IMG_20230920_202831.jpg

IMG_20230920_181351.jpg

✅Why do you like your drawing? Briefly tell us.

গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। আমার জন্ম গ্রামে। আমি গ্রামের প্রাকৃতিক পরিবেশে হেসে খেলে বড় হয়েছি। আমি ড্রইং করতে পছন্দ করি ।বিশেষ করে গ্রামের প্রাকৃতিক দৃশ্য ড্রইং করতে এবং দেখতে পছন্দ করি।

IMG_20230920_203357.jpg

অংকনটি তৈরি করতে আমার যা যা লেগেছে

364183110_287656217250710_5892667410395423983_n.jpg

রং পেন্সিল, সার্পনার, ইরেজার, পেন্সিল, মার্কার প্যান।এখানে আমি বারোটি কালারের রং পেন্সিল নিয়েছি।

প্রথম ধাপ

20230919_190403.jpg

প্রথমে ঘরগুলো অঙ্কন করলাম।

দ্বিতীয় ধাপ

20230919_193832.jpg

ঘরগুলো অঙ্কন করার পর দিগন্ত এবং গাছগুলো অংকন করলাম।

তৃতীয় ধাপ

20230919_204831.jpg

এখন এ পর্যায়ে অঙ্কন করলাম নদী ।রাস্তা এবং কলসি কাকে মহিলাটি।

চতুর্থ ধাপ

IMG_20230920_181351.jpg

এখন আমি নৌকা অংকন করলাম, নদীতে দুটি নৌকা, একটি পাল তুলা নৌকা আরেকটি ডিঙ্গি নৌকা ।নদীর পাড়ে একটি দিঙ্গি নৌকা বাধা আছে।

এখন আমি সম্পূর্ণ অংকন শেষ করলাম ।এখন রং করার পালা।

পঞ্চম ধাপ

20230920_140920.jpg

প্রথমে ঘর গুলো রং করলাম। তারপর গাছগুলো এবং দিগন্ত রং করলাম।

20230920_154812.jpg

ষষ্ঠ ধাপ

IMG_20230920_202831.jpg

এখন আমার অংকনটি সম্পূর্ণ রং করা শেষ হয়ে গেছে।

✅ What was your feeling while drawing your favorite scene?

আমার স্মৃতির একটি প্রাকৃতিক দৃশ্য অংকনের মাধ্যমে প্রকাশ করলাম । আমার এই স্মৃতির দৃশ্যটি আপনাদের সাথে অঙ্কনের মাধ্যমে শেয়ার করলাম। আমি যখন এই দৃশ্যটি অংকন করছিলাম ।তখন আমি আমার অতীতের দিনগুলোতে চলে গিয়েছিলাম ।প্রকৃতির সেই সবুজ দৃশ্য রঙের মাধ্যমে মনের মাধুরী মিশিয়ে রং করছিলাম।

দৃশ্যটি অংকন করার সময় এই ছিল আমার অনুভূতি।

আজ এখানেই শেষ করছি। ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই@hasnahena @RimiRahman @sinthiyadisha আপুকে । আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

image.png

@monikarmakar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I am very surprised that there are so many people in the world who can make such cute pictures. May Allah make you very successful, we hope that you will continue to be connected with us in the same way. Thank you so much for sharing your very beautiful picture. ✨😍

আপনি দুর্দান্ত একটি গ্রামীন চিত্র আপনার রঙ পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কলসি করে পানি আনছেন এক ব্ধু , নদী বয়ে চলেছে , এই ছবিটি বাংলাদেশের ঐতিহ্য বহন করে।

আপনি গ্রামের দৃশ্যটি রং এবং পেন্সিলের মাধ্যমে তুলে ধরেছেন।

গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

The rural scene here is lovely; the yarn drying in the sun is also very nice.

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI8.8 ( 0.00 % self, 63 upvotes, 45 accounts, last 7d )
Period2023-09-22
Transfer to VestingPowerUp : 38.289 STEEM
Cash Out
00
ResultClub100

আপনার গ্রামের চিত্র আঁকা অসাধারণ সুন্দর হয়েছে। আমি ছোট বেলায় বইয়ে যে চিত্র দেখেছি আপনার ড্রয়িং টি ঠিক একই রকম। শুভকামনা রইলো আপনার ড্রয়িং এর জন্য।