নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আত্মতৃপ্তির হাসি অর্জন।

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম, প্রিয় স্টিমিট বাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এই কমিউনিটিতে এবং স্টিমিট-এ সম্পূর্ণ নতুন একজন সদস্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় এগিয়ে যেতে চাই। সম্প্রতি Newcomers Community কর্তৃক verified.

আমি আপনাদের এই কমিউনিটিতে এখন থেকে, নিয়মিত লেখালেখি করতে চাই যেটি আমার অত্যন্ত পছন্দের একটি বিষয়।
আজকে যেটি নিয়ে লিখতে ইচ্ছা করতেছি, সেটা হচ্ছে নিজের কাজের স্বাধীনতা এবং পুরস্কার।

স্বাধীনতা

স্বাধীনতা হচ্ছে এমন একটি বিষয় যেটাতে আমরা কোন একজন মানুষের অধীনেই বা কোন একটা জনগোষ্ঠীর অধীনে হলেও নিজের ইচ্ছামত আমাদের আমাদের সৌন্দর্যটুকু ফুটিয়ে তুলা যায় এবং সে মতো কাজ করা যায়।

কথা হচ্ছে স্বাধীনতা আমরা পাই ঠিক আছে, কিন্তু এটার যে, সঠিক ব্যবহারটা সেটা আমরা সবাই করতে জানিনা।
যেমনঃ আমার স্বাধীন হলেও অথবা কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী কিংবা কোন একটা আওতাভুক্ত থেকে যদি আমরা স্বাধীনতা পাই সেটা যথাযথ, ব্যবহার আমরা করতে জানিনা।

নিজস্ব কাজের পুরস্কার

কোন একটা কাজকে যদি আমরা স্বাধীনভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে করতে পারি, সেটা তো অনেক বড় ★আত্মতৃপ্তি পাওয়া যায় যেটা আমাদের পুরস্কার হিসাবে অনেক বড় অর্জন।

একটা মানুষ তার স্বাধীনতা কিংবা তার নিজের সীমাবদ্ধতা থেকে অনেক কিছু করতে পারে। কিন্তু সেটাতে আমরা আসলে নিজেদের স্বাধীনতাকে যেভাবে আমরা প্রশ্নবিদ্ধ করি কিংবা সেটার যে মাহাত্ম্য তা আমাদের সেই কাজটা হয়ে ওঠেনা অনেকটা প্রশ্নবিদ্ধতার কারণে।

আমরা যেটা করিনা কেন, প্রত্যেকটা মানুষের কাজে কেউ না কেউ ভুল ধরবেই। কিন্তু অনেকে ভুল ধরে শুদ্ধ করে দেওয়ার জন্য, আবার অনেকে ভুল ধরে তাকে হিংসা করার জন্য। আমাদের উচিত শুদ্ধ করে দেওয়া।

মানুষ যেই কাজ করুক না কেন, যেখানে করুক না কেন, তার সর্বোচ্চ সারা টুকু দিয়ে করতে চেষ্টা করে। কিন্তু কেউ যদি তাকে অবহেলা করার চেষ্টা করে বা হিংসা করে, পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, এতে তার মানসিকভাবে যে, ক্ষতিগ্রস্তটা হয় এটার মাধ্যমে আসলে একটা নতুন কিছু করা সম্ভব হয়ে ওঠেনা।

আমি একজন মানুষ আমি চাই আমার কাজটা, এমন ভাবে হোক বা আমার সর্বোচ্চটুকু দিয়ে হোক, আমি যেভাবে করিনা কেন, সেটাকে আমি চাই একটা ফুল হয়ে ফুটে উঠুক। বা এমন কিছু স্থান দখল করে রাখতে সবাই বাহবা দিবেন তেমন। কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থেকে অবশ্যই আমরা সেটাকে সম্পূর্ণ রূপে ফুটিয়ে তুলতে পারিনা।

এজন্য দরকার সবার সুচিন্তিত, সমালোচনা, সুপরামর্শ এবং সহযোগিতা।

আমার ভেরিফাইড পোস্টের লিংক।

woman-4703641_1920.jpg

copyright free image source: pixabay

অর্জন।

আপনি যেটুকুই **ইনপুট** দিবেন আপনার কাজে,নিশ্চয় আপনি এর থেকে বেশি কিছু **আউটপুট** অবশ্যই পাবেন,তবে সেটার জন্য আপনাকে সুনির্দিষ্ট **লক্ষ্যমাত্রা** সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার **পরিশ্রম** আপনাকে কখনো **ঠকাবে না।** হয়তো সময় বেশি লাগবে,তবে আপনার **সফলতা** আসবেই আসবে।
achieve-1822503_1920.jpg

copyright free image source: pixabay

সহযোগীতার হাত

আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের অবদান চির স্বীকৃত। এতে করে সারাজীবন একটা নাম বুকের মধ্যে এমনভাবে লিখা হয়ে যাও যেটা কখনো ভুলার নই। আর সেটাই হচ্ছে বিপদে পাশে থাকা,আর **সফলতার শিরোনামে লিখা নাম।** আপনার কাছে কেউ যখন সাহায্য চাই অবশ্যই সে, সবশেষে আপনাকেও কিছুটা **ভরসা** করেছে। আপনার **সামর্থ্য** থাকা সত্ত্বেও যদি সাহায্যের হাত প্রসারিত না করেন, বুঝে নিবেন আপনার নাম তাঁর সফলতার গল্পের তলানিতে নেমে গেছে। সুতরাং আমাদের উচিৎ সামর্থ্য অনুসারে সহায়তার হাত প্রসারিত করা।
sunset-1807524_1920.jpg

copyright free image source: pixabay

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI[ ? ] ( 13.64 % self, 22 upvotes, 12 accounts, last 7d
Period17 September 2022
Transfer to Vesting2.220 STEEM
Cash Out
0
ResultClub5050

Determination of Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

NOTE: সেলফ ভোট বর্জন করুন। অন্যান্য কোয়ালিটি পোস্ট গুলোতে নিয়মিত ভোট দেওয়ার চেষ্টা করুন। ভোটিং csi বাড়বে। আপনি আপনি #Club5050 এ আছেন। আপনার সঠিক tag ব্যাবহার করুন।