এই জগতে আমরা প্রেশার। সুতরাং ধারাবাহিক এক্টিভিটির মাধ্যমে এগিয়ে যাবো ইনশা'আল্লাহ্।
আমি আজ আপনাদের সাথে কথা বলবো,নতুন একটি বিষয়ে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। এখানে লিখতে আমার অনেক স্বাচ্ছন্দ্যবোধ হয়।
আমার আজকের বিষয়ঃ আত্মবিশ্বাস...
আত্মবিশ্বাস কী।
আত্মবিশ্বাস বা Self Confidence এমন একটি বিষয়, যার মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করে,অনেক দূর এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাওয়া যায়।
নিজের উপর যার যতো, বিশ্বাস! তাঁর এগিয়ে যাওয়া ততই সহজ। এই আত্মবিশ্বাসের ঘাটতি থেকে মানুষের জীবনে নেমে আসে, চরম হতাশা!।
সাধারণত আমরা কোন একটা যখন শুরু করি,আশপাশ থেকে বিভিন্ন জনেরা, নতুন নতুন বিভিন্ন বাহান দিতেই থাকে।
কখনো একটু সৎ পরামর্শ দিবে,অথবা ভরসা যোগাবে এমন মানুষ খুব কমই পাওয়া যায়।
আমাদের মধ্যে যারা সাফল্যের দেখা পেয়েছে,তাঁরা আজকে একদিনে বা এক সপ্তাহে সফলতার দেখা পাইনি।বহু কাট খড় পুড়িয়ে আজ উনাদের এই অবস্থান।
অনেক সময় আমরা দেখি সাফলের শুরুর গল্পটা কেউ শুনতে মানতে নারাজ। অথচ কতোটা সরু পথ পাড়ি দিয়ে তাদের এই অবস্থান এটা সত্যিকারর্থেই খুবই কঠিন।
প্রত্যেকে মুখে সোনার চামচ নিয়ে জন্মায় না।
সবার জীবন সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। আপনি আমি যে,স্বাধীনতা যে, সহজ জীবনে আছি,এটাও বাবা'রাই কাঠখড় ফুঁড়িয়ে আমাদের উপহার দিয়েছে।
সত্যি বলতে কোননা কোনভাবেই এই যে,সুন্দর সুনীল পরিবেশ এটা বাবাদের অবদান।
আমরা নিজেদের সাফল্যের ক্রেডিট কখনো অন্যকে দিতে চাই না। এর পেছনে অনেকের হাত রয়েছে এটা কেবল বাবা-মা'রাই জানেন।
আমরা যখন কোন কাজ করার জন্য চিন্তাভাবনা করি,তখন আমাদের কিছু বিষয়ে খুব কঠিন ভাবে নজর রাখতে হবে।
বিশেষ করে নিজের উপর আত্মবিশ্বাস,নিজের লাভের চেয়ে অন্যদের স্বার্থকে প্রাধান্য দেওয়া।
কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকা এবং মানসিক প্রস্তুতি নেওয়া। সব মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন করে নিজের সফলতা অর্জন করতে হয়।
দিনশেষে আমাদের সবাইকে দুনিয়ার জীবন রেখে পরকালের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে।
সেই প্রস্তুতিও গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তায়ালার রহমত হতে নিরাশ হওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমি সবার জন্য।
সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
সফলতার অপর নাম স্বচ্ছতা।
আপনি যে, কোন কাজের আগের এবং পরে নিজের স্বচ্ছতা আর জবাবদিহিতা বজায় রাখতে হবে।
এতে করে আপনি যতই কঠিন কিছু আসুক না কেন, মোকাবেলা করার সৎ সাহস আর ভরসাটা পাবেন।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
সঠিক পরিকল্পনা করুন।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
হতাশা মুক্ত থাকুন।
![]() |
---|
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.Very nicely presented and your photography was awesome vote and comment each other best of luck.
Be careful
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks for report.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit