চলুন শুরু করা যাক বিস্তারিত...↓
আমার অন্যান্য সাধারণ একটা দিনলিপির মতো হলেও এটি ছিলো বেশ উপভোগ্য আর স্মৃতিমধুর।
যখন আমরা একে অপরকে মেসেঞ্জার, নাম্বারে যোগাযোগ করছিলাম একসাথে হওয়ার জন্য,সাধারণত সময় হলো মাগরীবের পর আমরা সবাই একসাথে হবো।
আমার বন্ধু জাহেদ আসছে সেই আছরের পর থেকে,তাকে বলছিলাম মাগরীবের পর আমি আসবো তাই তারাতারি চলে আসছে। আপনারা হয়তো জানেন,আমি টুকটাক টিউশন করেই,নিজের খরচটা বহণ করি,তাই মাগরীবের পর টিউশনি ছিলো, সুতরাং কোনভাবেই এতো আগে আগে চলে যাওয়া সম্ভব না।
তাই আমি টিউশনি করেই,এশারের আগে আগে উপস্থিত হলাম।
এতোক্ষণে অনেকেই হাজির হয়ে গেছে। আমি আর উমর একসাথে জড়ো হলাম। সেই সাথে জনির দোকানে কিছুক্ষণ বসে,তারপর চলে গেলাম আরেক বন্ধুর দোকানে।
সেখান থেকে একে একে সবাই আসতে প্রায় ৮টা বেজে যাচ্ছে,এরপর দ্রুত চলে গেলাম সবাই মিলে বন্ধুর বাসার দিকে।
যখন বাসায় পৌঁছায়, বন্ধু বাসায় সাজুগুজু করা শুরু করে দিছে,আমরাও টুকটাক সাজিয়ে দিয়ে তাকে নিয়ে চলে গেলাম,বাবা-মা'কে সালাম করাতে।
এরপর চলে যায় সরাসরি খাবারের টেবিলে।
অনেক্কণ রাত হয়ে যাওয়াতে খিদা আর আর সহ্য হচ্ছে না।
খাওয়া দাওয়া শেষ করে,বন্ধুর বউয়ের সাথে কিছুক্ষণ কথা বার্তা বলে,সবার সাথে কুশল বিনিময় সমপন্ন করে,চলে এলাম গাড়ির জন্য মোড়ে।
এরপর একেক করে যে,যার মতো বাসায় ফিরতেছে।
সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে আসলাম যে,যার বাসায়।
অনেক দিন পর এমন একটি মজার দিন পার করলাম।
কারণ এতোগুলা বন্ধু কখনো খুব সহজে একসাথে পাওয়া যায় না।।
যে,যার কাজে এখন সবাই ব্যস্ত হয়ে পড়ছে।
দোয়া করবেন আমাদের এই সম্পর্ক যেনো,সারাজীবন অটুট থাকে।
ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
Cover Design by Me,on Picsart. |
---|
যখন আমরা আজ জড়ো হচ্ছিলাম,তখন আমাদের বন্ধু জনির দোকান,এর পর সাইফুলের দোকান,ফাইনালি আজমের কসমেটিক দোকানেই স্থির হলাম। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য শুরু হবে।
উপরের মূল অংশে বিস্তারিত আলাপ করবো।
Location Source is w3w, Link Here...↑ |
---|
এই মূল পার্টের বিস্তারিত আলাপ হবে,উপরেই।
Location Source is w3w, Link Here...↑ |
---|
আপনি টিউশনি করে নিজের খরচ বহন করেন আপনার জন্য শুভকামনা রইল দোয়া করি আরও উন্নতি হোক আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
The community is invited to participate in the ongoing contest.
1 " Share Your Student Life Memory " With Some Your Self Photography 2nd edition
2 📢 Contest || Best Community Engagement User Award || WEEK 1 || Win 10 TRX Every Week.
Determination of #Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit