Betterlife - The Diary Game | 18 October 2022 | My Friends Wedding Ceremony Day.

in hive-170554 •  2 years ago 
আজকের দিনলিপি বন্ধুর বিয়ে নিয়ে।
আসসালামু আলাইকুম প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা হাটি হাটি পা পা করে,একে অপরের চমৎকার সহায়তায় এগিয়ে যাচ্ছি দিনকে দিন। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা সবসময় অটুট রাখতে চাই। আমার আর আজকের দিনলিপি, আমাদের বন্ধু মহলের,এক বন্ধুর বিয়ে নিয়ে তৈরি করেছি।

চলুন শুরু করা যাক বিস্তারিত...↓

আমার অন্যান্য সাধারণ একটা দিনলিপির মতো হলেও এটি ছিলো বেশ উপভোগ্য আর স্মৃতিমধুর।
যখন আমরা একে অপরকে মেসেঞ্জার, নাম্বারে যোগাযোগ করছিলাম একসাথে হওয়ার জন্য,সাধারণত সময় হলো মাগরীবের পর আমরা সবাই একসাথে হবো।

আমার বন্ধু জাহেদ আসছে সেই আছরের পর থেকে,তাকে বলছিলাম মাগরীবের পর আমি আসবো তাই তারাতারি চলে আসছে। আপনারা হয়তো জানেন,আমি টুকটাক টিউশন করেই,নিজের খরচটা বহণ করি,তাই মাগরীবের পর টিউশনি ছিলো, সুতরাং কোনভাবেই এতো আগে আগে চলে যাওয়া সম্ভব না।

তাই আমি টিউশনি করেই,এশারের আগে আগে উপস্থিত হলাম।
এতোক্ষণে অনেকেই হাজির হয়ে গেছে। আমি আর উমর একসাথে জড়ো হলাম। সেই সাথে জনির দোকানে কিছুক্ষণ বসে,তারপর চলে গেলাম আরেক বন্ধুর দোকানে।

সেখান থেকে একে একে সবাই আসতে প্রায় ৮টা বেজে যাচ্ছে,এরপর দ্রুত চলে গেলাম সবাই মিলে বন্ধুর বাসার দিকে।
যখন বাসায় পৌঁছায়, বন্ধু বাসায় সাজুগুজু করা শুরু করে দিছে,আমরাও টুকটাক সাজিয়ে দিয়ে তাকে নিয়ে চলে গেলাম,বাবা-মা'কে সালাম করাতে।

এরপর চলে যায় সরাসরি খাবারের টেবিলে।

অনেক্কণ রাত হয়ে যাওয়াতে খিদা আর আর সহ্য হচ্ছে না।
খাওয়া দাওয়া শেষ করে,বন্ধুর বউয়ের সাথে কিছুক্ষণ কথা বার্তা বলে,সবার সাথে কুশল বিনিময় সমপন্ন করে,চলে এলাম গাড়ির জন্য মোড়ে।

এরপর একেক করে যে,যার মতো বাসায় ফিরতেছে।
সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে আসলাম যে,যার বাসায়।

অনেক দিন পর এমন একটি মজার দিন পার করলাম।
কারণ এতোগুলা বন্ধু কখনো খুব সহজে একসাথে পাওয়া যায় না।।
যে,যার কাজে এখন সবাই ব্যস্ত হয়ে পড়ছে।

দোয়া করবেন আমাদের এই সম্পর্ক যেনো,সারাজীবন অটুট থাকে।

ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

PicsArt_10-18-03.24.41.jpgCover Design by Me,on Picsart.
যখন আমরা একে একে জড়ো হচ্ছি।
সাধারণত আমরা বন্ধু মহলের কারো দাওয়াত কিংবা বিয়ে হলে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি। কখনো অজুহাত দেখিয়ে অবহেলা করিনা। আমরা চেষ্টা করি সবাইকে একসাথে নিয়ে যাওয়ার।

যখন আমরা আজ জড়ো হচ্ছিলাম,তখন আমাদের বন্ধু জনির দোকান,এর পর সাইফুলের দোকান,ফাইনালি আজমের কসমেটিক দোকানেই স্থির হলাম। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য শুরু হবে।

উপরের মূল অংশে বিস্তারিত আলাপ করবো।

20221017_212041.jpg
20221017_211900.jpgreceived_1617607575362507.jpeg
Location Source is w3w, Link Here...↑
খাওয়া-দাওয়া আর আড্ডাবাজী।
আমার আজকের দিনলিপির মূল পার্ট হচ্ছে এটি। কারণ সারাদিন নিজের অন্যান্য কর্মযজ্ঞ শেষ করে,যখন সব বন্ধু আরেকটা বন্ধুর বিয়ে উপলক্ষে একসাথে হই,তখন এটিই হয়ে উঠে,জীবনের সেরা একটি মুহুর্তগুলার একটি। এখানে আমাদের মধ্যে ছিলো, খাওয়া-দাওয়া আড্ডাবাজী, মজার মজার স্মৃতিচারণ।

এই মূল পার্টের বিস্তারিত আলাপ হবে,উপরেই।

received_2428482277305079.jpegreceived_770004827434834.jpeg
20221017_224149.jpg20221017_224059.jpg
received_1153127905585227.jpegreceived_1526372387788400.jpeg
Location Source is w3w, Link Here...↑
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি টিউশনি করে নিজের খরচ বহন করেন আপনার জন্য শুভকামনা রইল দোয়া করি আরও উন্নতি হোক আপনার।

ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

The community is invited to participate in the ongoing contest.
1 " Share Your Student Life Memory " With Some Your Self Photography 2nd edition

2 📢 Contest || Best Community Engagement User Award || WEEK 1 || Win 10 TRX Every Week.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI8.5
Period18/10/22
Transfer to Vesting17.752 STEEM
Cash Out
0
Result#Club75

Determination of #Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

thank you so much for reports.