My City's 10 Photographs. A Super days.

in hive-170554 •  2 years ago 
আমার শহরের সৌন্দর্য...↓
আসসালামু আলাইকুম প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গত কয়েকদিন আপনাদের দূরে ছিলাম। পরীক্ষা ছিলো আর কিছু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আজ আপনাদের দেখাবো

আমাদের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু দৃশ্য।

চলেন উপভোগ করা যাক...↓

png_20221105_082410_0000.pngCover Photo Made By Canva Apps.
20221103_144950.jpg

মা'শা'আল্লাহ চমৎকার একটা দৃশ্যপট।

সাধারণত এমন দৃশ্য আমাদের কক্সবাজার শহরের সচরাচর দেখা মিলে না। দেখা মাত্র আমি ক্যামরাবন্ধী করে নিলাম।

সবুজ আকাশে এক খন্ড বরফের মতো সাদা মেঘ।

20221103_155838.jpg
আমাদের কক্সবাজার চমৎকার এক পরিবেশ নিয়ে গঠিত। আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে প্লেন পাশে সমুদ্র সৈকত। নিচে মানুষ জন হেলায় মত্ত।

আর উপর দিয়ে সপ্নবাজদের উড়াউড়ি।

20221103_155310.jpg

দুই ভাইয়ের ঘোড়া চালন।
সাধারণত আমাদের কক্সবাজার বীচে এরকম ঘোড়া প্রতিনিয়ত দেখা যায়,যেখানে দূর-দুরান্ত থেকে আগত পর্যটকেরা বেশ আনন্দ উপভোগ করে এটি নিয়ে। এই চমৎকার সৌন্দর্যটুকু ক্যামরাবন্ধী বন্ধি করলাম।

20221103_160846.jpg

টুঙা বাদাম।
আমাদের কক্সবাজার বীচে খুবই জনপ্রিয় একটি জিনিস। এখানে এটি খুবই প্রয়োজনীয়। কারণটা হচ্ছে,এটি দিয়ে অনেক্ষণ সময় পাস করা যায়। বাদাম খেয়ে সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য অবলোকন করা যায়।

20221103_155313.jpg
প্রাকৃতিক সৌন্দর্য আপনি যতই দেখবেন,ততই বেঁচে থাকার স্বপ্ন লম্বা হবে। আপনার যখন জীবনে অবসাদ নেমে আসবে। তখনই ভ্রমণ করুন।
20221103_165905.jpg

মেঘে মেঘে সারাবেলা।
সাধারণত আমরা যখন নিজেদের একটু প্রশান্তির জন্য দেশ থেকে দেশান্তর হয়,তখন নিজেদের শান্তির জন্য একটু কাছেই চোখ মেলে দেখি না। দেখুন কি অপরুপ দৃশ্য।

20221103_163853.jpg

ফটোগ্রাফি।
এই বীচে আসার পর সবার একটা কমন কার্যক্রম হচ্ছে ফটোগ্রাফি করা। অনেক জন এটা দিয়ে জীবিকার সন্ধান করেন। এখানকার সাধারণ দৃশ্য আপনি নরমাল মোবাইলে ধারণ করলেও অসাধারণ হবে। সুতরাং বীচে ফটোশুট কর্মীদের হাতে বিড়ম্বিত হয়েন না।

20221103_163933.jpg

ঝাউবন।
এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অসাধারণ একটা ঝাওবন। অনেকে এটা নিয়ে নোংরা রাজনীতি আর অসুস্থ ব্যবসা প্রতিযোগীতায় নামছে।

20221103_170052.jpg

গোধূলি।
সন্ধ্যার ঠিক আগমুহূর্তের এ সময়কে বলে গোধূলি। কেউ কেউ তো এমন বলেন, গরু ধুলা উড়িয়ে গোয়ালে ফেরার বেলা হলো গোধূলি। এই বিকেলে যদি আপনি এখানে এসে এই পরিবেশটা বেশ উপভোগ্য।

20221103_170511.jpg

মেঘের আশপাশ
সাধারণত আমাদের সমুদ্র সৈকতের পাশ দিয়ে বিমানবন্দর। এখানে প্রতিদিন অসংখ্য বিমানের আনাগোনা। কত স্বপ্ন নিয়ে উড়াল দেয় বিমানের যাত্রীরা। আমরা যখন বেঞ্চে বসে সময় কাটায় এরা একদম পাশ দিয়ে ল্যান্ড করে। যা খুবই চমৎকার লাগে।

20221103_160056.jpg

প্রিয় ভাই মাইনুল
আমার সকল প্রয়োজনে কিংবা বিপদাপদে পাশে পাওয়া একজন ভাই কিংবা বন্ধু। কেউ যখন আমার বিপদে পাশে আসে,আমি সারাজীবন তাঁর কাছে কৃতজ্ঞ থাকি। আমি কখনো পর করে দিইনা তেমনি আমি মাইনুল ভাইকে কখনো পর করে দেবো না।

Location is Source: w3w Link Here.
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice presentation

আপনার দেওয়া ছবিগুলো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে।

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

Mention the location below the image used in your post. Then you can easily understand that the images are captured from words. The pictures were wonderful.👌 From here you will find the locations.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI9.7
Period05/11/22
Transfer to Vesting31.489 STEEM
Cash Out
0
Result#Club75

Determination of #Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

You have presented your city brilliantly with ten pictures and the small descriptions make this post more interesting. Thanks I liked the post

You have presented your city very well in ten pictures. Few people are not impressed by the beauty of Cox's Bazar. But this post would have been better if it was a diary game. Since most of the pictures were of the beach. Good luck to you.

thank you so much...