My Village 10 Pics Contest 2nd EDITION.

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্! প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।

**আজ আমি অংশ নিচ্ছি বহুল পরিচিত My Village 10 Pics, Contest 2nd Edition" এ।

আজ আপনাদের পরিচয় করায় দেবো আমাদের কক্সবাজার জেলার বহুল পরিচিত একটি দ্বীপ উপজেলার সাথে। এবং এটির যাতায়াত সম্পর্কে আলাপ করবো বিস্তারিত।

আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে।

প্রিয় পাঠক এবং লেখক আপনাদের সাথে কক্সবাজার থেকে মহেশখালীর আদ্যোপান্ত আলাপ শুরু করছি।

মহেশখালীতে সম্প্রতি বাংলাদেশ সরকার বৃহৎ মেগা প্রজেক্ট শুরু করেছে। যেটি আমাদের উপকুল বাসীদের জন্য অত্যান্ত গর্বের। যার মধ্যে অন্যতম বৃহৎ মেগা প্রজেক্ট হচ্ছে মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র।
আজ আপনাদের সেটিতে যাওয়ার বিস্তারিত পথ দেখিয়ে দেবো ইন'শা'আল্লাহ।

কক্সবাজার স্থানীয়দের এ বিষয়ে অনেকের বাস্তব অভিজ্ঞতা নেই, সেই সাথে কক্সবাজারের বাহির থেকে যারা আসবেন,আপনারা আমার এই লেখাটা পড়ে খুব সহজেই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যেতে পারবেন। চলেন শুরু করা যাক।

ধাপ-১...
আপনারা প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল অথবা কলাতলীতে নামবেন বাস থেকে।
এরপর আপনি যেখানেই থাকেন বা নামেন না কেন,আপনার প্রথম কাজ একটি ছোট গাড়ি নিয়ে যেতে হবে, কক্সবাজার বিমানবন্দর ৬নং সড়ক দিয়ে কক্সবাজার জেটিতে।
এটি যে, কোন ছোট গাড়ি আপনাকে নিয়ে যাবে খুব সহজে।
ভাড়া পরবে ১০০/১২০ টাকা।

পরের ধাপ...
যখন আপনি জেটিতে যাবেন ৫ টাকা এন্ট্রি ফি দিয়ে,নৌ ঘাটে যাবেন,সেখানে দুই ধরণের নৌযান পাবেন।
স্পিড বোট
ইঞ্জিন বোট
স্পিড বোটে আপনার জনপ্রতি ভাড়া নিবে ১১০/১২০ টাকা।
আপনাকে এরা খুব সময়ে মহেশখালী পৌঁছে দিবে।
আরেকটি ইঞ্জিন বোট,এটার ভাড়া ৪০/৫০ টাকা।
এটাতে আপনার সময় বেশি লাগবে সেই সাথে যাত্রীর প্রেশার বেশি হওয়াতে একটু রিস্কি যাত্রা পথ। বাকিটা আপনার চয়েস।

শেষ ধাপ
এর পর মহেশখালী ঘাটে নেমে, অটো রিকশা নিয়ে বাজারে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করে সেখান থেকে সিএনজিতে করে জনপ্রতি ১৫০/- টাকা ভাড়া দিয়ে চলে যাবেন মাতারবাড়ি ইউনিয়নে। সেখানে বাজারে নেমে একটু সামনে এগোলেই আপনার চোখে পড়বে বৃহৎ এলাকা জুড়ে মেগা প্রজেক্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্র।

এরপর আপনি চাইলে কক্সবাজার আসার জন্য চকরিয়ার সড়ক পথ ব্যবহার করতে পারেন,যেটি বদরখালী নামে পরিচিত। বদরখালী থেকে চকরিয়া স্টেশনে চলে আসবেন,এরপর কবাসে করে কক্সবাজার আসতে পারবেন,অন্যথায় আপনি সরাসরি যে,পথে গেছেন সেটা থেকেও ব্যাক করতে পারেন।

নোটঃ
আপনারা যেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়বেন মহেশখালীর উদ্দেশ্যে যেনো দিনের আলোতেই আবার কক্সবাজার ব্যাক করতে পারেন। আপনি নতুন হলে কক্সবাজার ফেরত আসায় উত্তম।

কেয়া নৌকা
এটি মহেশখালীর যাতায়াত পথে আপনি মাছ মারার ফিশারীতে এরকম বহু দেখতে পাবেন।

20220925_162654.jpg

Location Source: w3w Link Here...

মহেশখালী জেটি ঘাট..

এটি হচ্ছে দ্বীপ উপজেলা মহেশখালীর জেটি ঘাট। আপনি যখন কক্সবাজার থেকে এই ঘাটে নেমে একটু সামনে হাটবেন,এই চমৎকার লাইটিং সাইনবোর্ড আপনা নজর কাড়বে।
20220925_140922.jpg

Location Source: w3w Link Here...

কক্সবাজার ঘাট রাস্তা
মহেশখালী যাওয়ার নৌ পথের আগে একটি কাঠের সাঁকো পার হয়ে যেতে হয়। এটি তার শুরু।

20220925_134338.jpg

Location Source: w3w Link Here…

কক্সবাজার জেটি ঘাট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তপক্ষের নৌ ঘাট এটি।
যেটি কক্সবাজার কস্তুরা ঘাট নামেও পরিচিত। এখান থেকে ছেড়ে যাবে মহেশখালী এবং কুতুবদিয়ার উদ্দেশ্যে সব নৌ যান।

20220925_134405.jpg

Location Source : w3w Link Here...

নদীগর্ভ আর মাঝপথ
এই সুদীর্ঘ জলপথ পাড়িয়ে দিয়েই যেতে হবে,কক্সবাজার থেকে অন্যান্য দ্বীপ উপজেলায়।
এখানে মাঝপথে প্রচণ্ড বাতাশের বেগ।
খুবই চমৎকার উপভোগ্য দৃশ্য।

20220925_135218.jpg

Location Source: w3w Link Here...

মহেশখালী নৌ ঘাট।
এটা হচ্ছে স্থানীয়দের এবং পর্যটকবাহী নৌযান অবস্থানের ঘাট। এটাতেই নেমে মহেশখালীর অন্যান্য পর্যটন স্পট ঘুরতে হবে। আমি বিস্তারিত উপরে আলাপ করতেছি।

20220925_140124.jpg

Location Source : w3w Link Here...

শিক্ষাপ্রতিষ্ঠান আর খেলার মাঠ
যখন আপনি মহেশখালী ঘাটে নেমে গোরকঘাটার উদ্দেশ্যে রওয়ানা করবেন,মাঝপথে এই চমৎকার মাঠ সম্বলিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান চোখে পড়বে।
এখন এটিতে বিকাল বেলা স্থানীয়দের খেলার দৃশ্য।

20220925_154908.jpg

Location Source : w3w Link Here...

মাতারবাড়ির সড়ক পথ
আপনি যখন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখতে যাবেন,এই চমৎকার সবুজ শ্যামল মাখা রাস্তার সৌন্দর্য আপনার নজর কেড়ে নিবে।
অসাধারণ এই সড়কপথ।

20220925_162118.jpg

Location Source : w3w Link Here...

মাতারবাড়ি নৌ নোঙর
যখন নদীতে ভাটা আসে তখন এই নৌ বহর মাছ ধরার প্রস্তুতি নেওয়ার জন্য এখানে এসে নোঙর করে। এরা জোয়ারের পানি আসলেই তবে পাড়ি দিবে মাঝ সাগরে,মাছ আহরণের জন্য।

20220925_165045.jpg

Location Source : w3w Link Here...

মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের অন্যতম বৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে,মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিনে,যা দেখতে প্রতিদিন দূর দুরান্ত পথ পাড়ি দেয়,বহু পর্যটক।

20220925_171538.jpg

Location Source w3w Link Here...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, আপনার ভ্রমনটি খুন সুন্দর ভাবে কাটিয়েছেন, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ☺️

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI2.7 ( 0.00 % self, 41 upvotes, 21 accounts, last 7d )
Period27-06-22 to 27-09-22
Transfer to Vesting3.181 STEEM
Cash Out
0
ResultClub5050

Determination of Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

Your photography is just amazing. All the pictures looks so fresh and natural. Thank you for sharing this types of pictures.

Thank you so much.

ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনার ভ্রমণ খুবই সুন্দর ছিল এবং ছবিগুলো অসাধারণ ধন্যবাদ এবং শুভকামনা।

ধন্যবাদ প্রিয় ভাই, দোয়া করবেন।