THE DIARY GAME, 12 November 2022 | The story of a Busy day.

in hive-170554 •  2 years ago 
ব্যস্ততম দিনলিপির বর্ণনা...↓
PicsArt_11-13-06.34.39.jpg Cover Photo, Design By : Picsart.
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্! প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখন থেকে চেষ্টা করবো আমার প্রতিদিনের ছোটখাটো কার্যক্রম আপনাদের শেয়ার করে নিতে।

আজকে তারই অংশ হিসেবে গতকালের ব্যস্ততম দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো। সেই সাথে চমৎকার ছবিগুলা। আমার এলাকা অর্থাৎ আমার বাসার চারিপাশের প্রাকৃতিক দৃশ্যপট আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি।

চলেন শুরু করা যাক আমার দিনলিপি।
আলহামদুলিল্লাহ আমার প্রতিটা দিনের শুরু হয় মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে,ফজরের নামাজের মধ্য দিয়ে। নামাজ পড়ে সকালে সেরা একটা অনুভুতীতে ডুব দেওয়া যায়।

এর পর আমার কাজ কোরান তেলাওয়াত করা কিছুক্ষণ নিজের পড়াশুনা আর টুকটাক কাজ এই আর কি। এরপর বাকি কাজে বের হয়।

সাধারণত এখন একটু ব্যস্ত সময় পার করবো। কারণ হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর যেহেতু আমাদের মাহফিল তাই সবাইকে দাওয়াত আর মাহফিলের জন্য কালেকশন করতে হবে সব মিলিয়ে কিছুদিন ব্যস্ততায় থাকবো।

যখন সবাই মিলে সকাল সকাল বের হলাম এলাকার ঘরগুলাতে দাওয়াতের কাজের জন্য। তখন একটা জান্নাতী অনুভুতী অনুভব করলাম। সবাই মিলে খুব আনন্দ করে এলাকাটা রাউন্ড দিলাম।

এরপর আমরা কাজ কর্ম শেষ করে বাসায় আসি। যেহেতু প্রথম দিন বের হলাম খুব বেশি কাজ হয়নি। কাজ করে ক্লান্তি অনুভব করলাম। এরপর বাসায় এসে চমৎকার একটা ঘুম দিলাম। এরপর দুপুরের নামাজ আদায় করে আমার প্রিয় ভাজী,শাক,মরিচ ভর্তা দিয়ে খাবার খেয়ে বের হলাম আমাদের ইউনিয়ন পরিষদের দিকে।

ইউনিয়ন পরিষদে কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিলাম সামনে নিয়ত করছি মা'কে নিয়ে হজ্বের উদ্দেশ্যে পবিত্র কা'বার পথে রওয়ানা হবো। সেই জন্য পাসপোর্ট এর যাবতীয় কাগজপত্র তৈরি কপ্রলাম সারাদিন।

এরপর ক্লান্ত শরীরে বাসায় ফিরে একটা টিউশনিতে গেলাম। সেটা আর বেশিক্ষণ পড়ায়নি। যেহেতু খুব ক্লান্ত সারাদিন দৌঁড় ঝাপ করতে করতে ক্লান্ত। রাতে এশারের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম।

এরপর শুয়ে কিছু মোবাইলে সময় কাটালাম। এদিক সেদিক করতে রাত ১১:৩০ এর আগেই ঘুমিয়ে পড়ি। যেহেতু সকালে উঠতে হয় আমি বেশি রাত জাগতে পারি না।
তাই দ্রুত ঘুমায় গেলাম।

এই হলো আমার ছোটখাটো দিনলিপি। সবাই ভালো থাকবেন,আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

20221112_064204.jpg

গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য।

20221112_064214.jpg20221112_065952.jpg

সকালের চমৎকার পরিবেশ।

Location is My House Source: w3w.
আমাদের বাসার চারিপাশের প্রাকৃতিক পরিবেশ...↓
দেখুন অসাধারণ পরিবেশ।
20221112_070001.jpg20221112_071155.jpg
20221112_071205.jpg20221112_071656.jpg
20221112_072817.jpg20221112_073112.jpg
Location is My House Source: w3w.
দিনের খাবারের একাংশ...↓
আমার প্রিয় খাবার।
20221112_142235.jpg
20221112_142202.jpg20221112_142159.jpg
20221112_142209.jpg
Location is My House Source: w3w.
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI13.6 ( 0.00 % self, 142 upvotes, 37 accounts, last 7d )
Transfer to Vesting36.838 STEEM
Cash Out
0
ResultClub75

ভাইয়া রিপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
তবে burnsteem25 দিয়েছি।