THE DIARY GAME, 23 October 2022 | The story of a Busy day.

in hive-170554 •  2 years ago 
আমার আজকের ব্যস্ততম দিনলিপি...↓
png_20221023_200228_0000.png Cover Photo Design By,Canva Apps.
আসসালামু আলাইকুম, প্রিয় স্টিমবাসী। আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো আমাদের বাসার ছোট একটা আয়োজনের ব্যাপারে।

চলেন শুরু করা যাক...↓
আলহামদুলিল্লাহ আজ আমার দিনটা অনেক ভালো কেটেছে, এর কারণ হলো,সকালে নামাজের পর আম্মু বল্লো একটা খতমে কোরআনের ব্যবস্থা করতে। আমিও যথারীতি আমাদের পাশের হাফেজ খানা আর মাদ্রাসায় খবর দিলাম,৭:৩০ এ যেনো হাফেজ সাহেবরা আমাদের বাসায় আসে।

যেহেতু আলহামদুলিল্লাহ আমিও নিয়মিত তাঁদের সাথে খতমে কোরআন পড়ি তাই,উনারাও আর দেরী করেনি।
আমার মেঝো ভাই এর আগের রাতে আমাদের মাছের প্রজেক্ট থেকে হরেক রকম মাছ নিয়ে আসে। এজন্য মূলত মায়ের এই আয়োজন, যাতে এলাকার সকল হাফেজ সাহেবেরা প্রথম প্রজেক্ট এর মাছ খাই।

মূলত আমি জানতাম না,রাতে ভাই মাছ দেখতে গেছে,সকালে আমার ব্যবহারের স্যান্ডেল দেখি দরজার সামনে নাই,আমার রুমের সামনেও নাই,তখন মাকে বললাম স্যান্ডেল কই তখন মা বল্লো,আমার মেঝো ভাই পায়ে দিয়ে রাতে বের হয়ছে। গন্তব্য হচ্ছে। আমাদের নতুন মাছের প্রজেক্ট।

এরপর হুজুরেরা চলে আসে সকালে।তাঁদের নিয়ে আমি ব্যাস্ত হয়ে পড়ি। আমি নিজেও পড়তে বসি এঁদের সাথে। এরপর বাসায় এঁদের জন্য নাস্তা তৈরি করা হয়,পরে পড়া শেষ করে নাস্তা দেওয়া হয় এরপর বাসার সবাই মিলে মোনাজাত করি। এরপর দেখি মেঝো ভাইয়া দেখি মাছ নিয়ে আসছে। খুবই সেরা ছিলো মাছগুলা। অসাধারণ ফ্রেশ মাছ।

আমাদের প্রজেক্ট এর মাছ,একদম অসাধারণ ফরমালিন মুক্ত মাছ। এরপর এগুলা সেরা করে মায়ের হাতে রান্না করা হয়,সবার জন্য। দুপুরে সবাই আমাদের বাসায় দাওয়াত খাই। সবাইকে আলহামদুলিল্লাহ ভালো মতো মেহমানদারি করার সুযোগ হলো। আমাদের পরিবারে একটা ঐতিহ্যবাহী নিয়ম এটা। সবসময় নিয়ম করে খতমে কোরআনের ব্যবস্থা করা হয়ে থাকে।

আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন,আমার দিনলিপি পড়ে কেমন লাগছে জানাবেন।
সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।

হুজুরদের একাংশ...↓
আমাদের পরিবারে সকল উৎসব কিংবা অনুষ্টান হলেই,মহা গ্রন্থ আল-কোরনের খতমের মাধ্যমে শুরু করা হয়। সব সময় আমরা এমনটাই দেখে আসতেছি সচরাচর আলহামদুলিল্লাহ।

সবাই ভালো থাকবেন,আমার পরিবারের জন্য দোয়া করবেন।

20221021_080433.jpg
20221021_080439.jpg20221021_080511.jpg
Location is My Home Source:w3w, Link Here...↑
নিজেদের বিভিন্নরকম ফ্রেশ মাছ...↓
এগুলা আমাদের নিজস্ব প্রজেক্ট এর একদম ফ্রেশ মাছ। আলহামদুলিল্লাহ গ্রামে খুব সুন্দর এবং শান্তির পরবেশে আছি। সবসময় এই পরিবেশের মধ্যে থাকতে মন চাই বাহিরের কোলাহল আর যানজটের পরিবেশ কোনভাবেই ভাল্লাগেনা। এই গ্রামের শান্তি,নির্মল বাতাশ। যা খাই প্রায় সব কিছু ফ্রেশ ফরমালিন মুক্ত। আজ এইটুকুই।

ছবিগুলা উপভোগ করুন।

20221021_085101.jpg20221021_085104.jpg
20221021_085107.jpg20221021_085110.jpg20221021_085112.jpg
Location is My Home Source:w3w, Link Here...↑
ধন্যবাদ সবাইকে...↓
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাশাল্লাহ, জেনে ভালো লাগলো আপনার বাসায় কোরআন খতম করা হয়েছে। বাড়ির মুরুব্বিরা এখনো অনেক এরিয়াতে ইহা বজায় রাখেন। মাছগুলো দেখে বোঝা যাচ্ছে টাটকা এবং ফ্রেশ।

dhonnobad vaiya.

আপনাকে স্বাগতম ভাই 🙂

দোয়া করি আপনাদের প্রজেক্ট আরও বড় হোক শুভকামনা রইল।

অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো ভাইয়া।

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI14.5
Period23/10/22
Transfer to Vesting27.054 STEEM
Cash Out
0
Result#Club75

Determination of #Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

ধন্যবাদ ভাইয়া।