THE DIARY GAME, 28 October 2022 | The story of a Busy day.

in hive-170554 •  2 years ago 
পবিত্র জুমাবারের দিনলিপি...↓
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্! প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ ছিলাম। তাই আপনাদের সাথে কোন দিনলিপি শেয়ার করতে পারিনি। আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং সুস্থ্য অনুভব করছি।

চলেন আজকের দিনলিপি শুরু করা যাক...↓
প্রিয় লেখক এবং পাঠকগণ আপনাদের খুব বেশি মিস করেছি এ কয়েক দিন স্টিমে আসতে না পেরে দুঃখ প্রকাশ করছি।

সচরাচর আমার প্রত্যেক দিন শুরু হয় সকালে নামাজের মধ্য দিয়ে। আজকে যেহেতু আমাদের পাশের একটু বন্ধুর বাসায় খতমে কোরআন ছিলো,নামাজের পরে যে, একটা ঘুম দিই সেটা দিতে পারিনি।

তাই একটু বসে যারা যারা কোরআন পড়বে এদের সবাইকে কল দিলাম,এরা আসলো। আসার পর সবাই একসাথে চলে গেলাম। এরপর পড়া শুরু করলাম।

বাকি কাজ শেষ করে বাসায় চলে আসি। এরপর সাধারণত জুমার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু সময় ছিলো আমি একটু ঘুমিয়ে নিলাম এরই মধ্যে। এরপর উঠে নামাজ আদায় করে নিলাম। নামাজের পর সবাই মিলে দাওয়াতে অর্থাৎ খাবারে অংশ নিলাম মা'শা'আল্লাহ রান্নাটা সেরা ছিলো।

এরপর যখন বাসায় আসি পাঞ্জাবীটা খুলে টেবিলে টুপি রাখতে যাবো এসময় দেখি ওহরে বাপ রে! অসংখ্য বিদেশি চকলেট। কিন্তু মূল সমস্যা হচ্ছে এগুলা কে দিছে,আমি এখনো জানিনা। হয়তো আমাকে কেউ সারপ্রাইজ গিফট করেছে। আলহামদুলিল্লাহ যে, এগুলা দিছে তার প্রতি বেশ কৃতজ্ঞ আমি।

এরপর একটা ঘুম দিলাম,আছরের সালাত আদায় করলাম। এরপর বাসায় এসে আড্ডা করে,আবার মাগরীবের নামাজে গেলাম।
মাগরীবের পর একটা টিউশনিতে গেলাম। যেহেতু আমি বৃহস্পতিবার যায়না। টিউশনি শেষ করে এশারের নামাজে গেলাম এরপর একটু পড়ে লিখতে বসলাম। এই হচ্ছে আমার আজকের একটা ছোটখাটো দিনলিপি।

আশাকরি আজকে সবার দিন ভালো কেটেছে।

আগামীতে সবার দিন আরো ভালো কাটুক সে কামনায় করছি। সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

png_20221028_160405_0000.png Cover Design By,Canva Apps.
জুমার পর দাওয়াতে যাচ্ছি...↓
আমরা যেহেতু গ্রামে বাস করি,সাধারণত এখানকার রাস্তাঘাট এই সময় খুব চমৎকার থাকে। দেখুন কী অসাধারণ পরিবেশ। মা'শা'আল্লাহ আমার গ্রাম ছেড়ে বাহিরে যেতে কোন প্রকার ইচ্ছা করে না।

আলহামদুলিল্লাহ এখানে বেশ ভালো আছি।

20221028_142613.jpg
20221028_142604.jpg20221028_142620.jpg20221028_142619.jpg
Location is Source: w3w Link Here.
খাবার পর্ব...↓
পবিত্র জুমার পরে যাচ্ছি আমার এক বন্ধুর বাসায় দাওয়াত। মূলত সকালে উদের বাসায় খতমে কোরআন তেলাওয়াত করছি। এজন্য আজকে খাবারের আয়োজন।

এ বিষয়ে উপরে মূল পর্বে বিস্তারিত জানাচ্ছি।

ছবিগুলা উপভোগ করুন।

20221028_140409.jpg20221028_140411.jpg
20221028_140426.jpg20221028_140421.jpg
20221028_140407.jpg20221028_140418.jpg
Location is Source: w3w Link Here.
বাসায় এসে সারপ্রাইজ...↓
প্রিয় স্টিমবাসী আমি যখন বাসায় বাসায় আসি,দাওয়াত শেষে তখন আমার টেবিলে দেখতে পাই অসংখ্য চকলেট। আমি তো পুরাই অবাক! কিন্তু সত্যি বলতে এখনো জানি না। কে এগুলা রাখছে। যদি জানতে পারি পরের দিনলিপিতে আপনাদের জানাবো।
20221026_201849.jpg
20221026_201825.jpg20221028_143956.jpg
Location is Source: w3w Link Here.
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I see a lot of chocolate in your post I understand in the photography. The road is very clean and the environment is beautiful. Thanks for sharing your diary post with us.

thanks a lot dear.

You are welcome brother 🙂

thanks a lot dear.

You are most welcome brother 🙂❤️

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support Community Account
Voting CSI12.2 ( 0.00 % self, 129 upvotes, 37 accounts, last 7d )
Transfer to Vesting28.242 STEEM
Cash Out
0
ResultClub75
thanks a lot dear brother, for this report.