Make MS Word Bangla And English Font Shortcut.

in hive-170554 •  10 months ago  (edited)

word-document-150594_1280.png

বন্ধুরা আজকের আমি আপনাদের শেখাবো যে, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি তাদের প্রত্যেকেই একটা সমস্যা কিন্তু আমরা ফেস করতে থাকি। মাইক্রোসফট ওয়ার্ড হয় কি অনেক সময় আমরা বাংলা এবং ইংরেজি একসঙ্গে আমরা একটি ওয়ার্ডসিটে লিখতে চাই, তাই এই যখন আমরা একসঙ্গে একটি য়ার্ডসিটে লিখতে চাই তখন দেখা যায় যে আমাদের অনেক সময় বাংলার জন্য আমাদের ফন্ট বারে গিয়ে আলাদা আমাদের পণ সিলেকশন করে তারপর বাংলা লিখতে হয় এবং বাংলা লেখা অবস্থায় হঠাৎ করে যদি আবার ইংলিশ লেখা দরকার হয় তখন হয়তো আবার এই ফন্টবারে গিয়ে তখন আমাদের ইংলিশ সিলেকশন করে ইংলিশ যে ফন্টটা আছে সেটা সিলেকশন করে আমাদের ইংলিশ লিখতে হয়।

বন্ধুরা এই সমস্যাটা আমাদের আসলে যারা আমরা সবসময় মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে থাকি এই সমস্যাটা আমাদের প্রত্যেকেরই সম্মখীন হতে হয়। তাই আজকে আমি শেখাবে যে আপনি শুধুমাত্র অন্যান্য যে ফাংশনগুলো যেভাবে শর্টকার্ট কিবোর্ড বাটন টি ব্যবহার করেন এভাবেই আপনি আপনার বাংলা এবং ইংরেজি অর্থাৎ বাংলা লিখতেছেন হঠাৎ করে আপনার ইংলিশ লেখার দরকার, আবার হয়তো আপনি ইংরেজী লিখতেছেন কিন্তু হঠাৎ করে আপনার বাংলা লেখার দরকার হলো সেটা আপনি একটা শর্টকাট কী ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। এতে আপনি সময় বাঁচাতে পারবেন এবং আপনি খুব দ্রুত আপনার কাজগুলো করতে পারবেন। বন্ধুরা এটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো।

Screenshot_2.jpg
প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করলে উপরের মত একটা সাদা পেজ আসবে।
Screenshot_3.jpg
তারপর উপরের রিবন বারে গিয়ে home বাটনের উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এবং দেখবেন Customize Quick Access Toolbar এ ক্লিক করবেন।

Screenshot_4.jpg
তারপর Customize Ribbon এ ক্লিক করবেন এবং নিচে Keyboard Shortcut Customize এ ক্লিক করবেন।

Screenshot_5.jpg

তারপর উপরের মত একটা Popup Bar আসবে । এরপর কী বোর্ডের Shift+F চেপে ধরলে বামপাশ থেকে Fonts সিলেক্ট করবেন এবং ডান পাশ থেকে আপনি ইংরেজিতে লেখার জন্য যে Font ভাল লাগে সেটা সিলেক্ট করবেন। উদাহরণ সুরুপ আমি Times New Roman সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর নিচে Press new shortcut key এর ঘরে আপনি আপনার ইচ্ছামত সটকাট কী সিলেক্ট করতে পারেন। উদাহরন সরুপ আমি কী বোর্ডের Ctrl+A সিলেক্ট করেছি। তারপর নিচে বামপাশে Assign এ ক্লিক করবেন।

Screenshot_8.jpg
তার পর বাম পাশে Current keys: এর ঘরে আপনি যে সটকাট কী সিলেক্ট করেছেন সেটা শো করবে।

Screenshot_9.jpg
বাংলা লেখার জন্য ঠিক একইভাবে কী বোর্ডের Shift+F চেপে ধরলে বামপাশ থেকে Fonts সিলেক্ট করবেন এবং ডান পাশ থেকে আপনি বাংলা লেখার জন্য যে Font ভাল লাগে সেটা সিলেক্ট করবেন। উদাহরণ সুরুপ আমি SutonnyMJ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর নিচে Press new shortcut key এর ঘরে আপনি আপনার ইচ্ছামত সটকাট কী সিলেক্ট করতে পারেন। উদাহরন সরুপ আমি কী বোর্ডের Ctrl+Z সিলেক্ট করেছি। তারপর নিচে বামপাশে Assign এ ক্লিক করবেন। তার পর আপনি Close এ ক্লিক করবেন।

Screenshot_10.jpg

এরপর আপনি OK বাটনে ক্লিক করবেন। এর পর যখন আপনি কিছু লিখবেন অর্থাৎ ধরুন আপনি বাংলায় লিখছেন এখন আপনার বাংলা থেকে ইংরেজি তে যেতে হবে তখন আপনি কী বোর্ডের Ctrl+A সিলেক্ট করবেন তারপর ইংরেজীতে লিখতে পারবেন আবার আপনি ইংরেজী থেকে বাংলায় যেতে হবে তখন কী বোর্ডের Ctrl+Z সিলেক্ট করবেন তখন আবার বাংলায় লিখতে পারবেন।


ধন্যবাদ সবাইকে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI0
Period2023-12-17
ResultClub5050
  • #burnsteem25 ট্যাগটি তখনই ব্যবহার করবেন যখন আপনি null একাউন্ট ২৫% বেনিফিশিয়ারি সেট করবেন।

  • আপনি বর্তমানে ক্লাব৫০৫০ তে অবস্থান করছেন।