Our small domestic chicken farm @mrafat

in hive-170554 •  last year 

“Bismillahir Rahmanir Rahim”
Assalamualaikum

Two years ago, our journey to the farm started with a chicken. A rooster is purchased for breeding and hatching eggs. After a few days, three chickens started laying eggs. How to build a mini chicken farm in your mind The eggs are then given to a hen for incubation, and after 21 to 22 days, the chicks are hatched.

chicken farm (5).jpeg

It was wonderful to see ten babies born.6 out of 10 cubs survive, four die, two are killed by predators, and two die of a disease. The remaining six chicks grew quite large in four to five months. Then, a feeling was born in my mind about how to make a small farm of native chickens.

chicken farm (2).jpeg

I built a house according to my wishes with bricks. Already, the number of chickens has increased from 9 to 10. The eggs hatched again. Within a year, the number of chickens increased to 22.

chicken farm (3).jpeg

When they left the house in the morning, everyone would leave the house in a group and come back home again at noon. After going like this for some time, one of our chickens got lost, due to which we were distraught and thought about how to prevent the chickens from going outside.

chicken farm (7).jpeg

Thoughtfully, after some time, a lot of space, including the chicken house, is surrounded by netting so that the chickens cannot get out. Due to an Ashoka, several of our chickens died at once, with no way to save them. Even after medication and vaccination, they died. Now that chickens are reared in nets surrounded by nets, they play and roam inside the nets very happily, and we are free from losing the chickens.

chicken farm (8).jpeg

Inside the net, food is served in the morning, noon, and afternoon. The chickens are currently healthy, given regular medication and vaccinations, and are doing well and getting along well.

chicken farm (6).jpeg

We can eat unadulterated and formalin-free desi chicken eggs and desi chicken from our farm. The native chicken eggs available on the market are costly, and it is tough to know whether they are of the right quality or original. The chickens we have now have all grown from little chickens to big chickens and are all laying eggs.

I told you the story of our small domestic chicken farm; I hope you like it.

My Achievement-1 Post Link : https://steemit.com/hive-172186/@mrafat/achivement-1-this-is-my-first-post-by-mrafat

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আপনাকে এই পোস্টটি শেয়ার করার জন্য। আপনার ফার্মটি আমার অনেক পছন্দ হয়েছে। আমার বাড়িতেও আমার মা মুরগি পালন করেন। দেশী মুরগীর মাংস এবং ডিম দুটোই খুব পুষ্টিকর এবং দামি। ভালো থাকবেন শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার একটি সুন্দর অভিমত প্রকাশ করার জন্য

প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇

  • প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।

  • আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।

  • আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

  • আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেলট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।

  • আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।

উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8

❤️শুভেচ্ছান্তে,🥰
@enamul17

আসসালামুয়ালাইকুম
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য এবং সুন্দরভাবে কমিউনিটি নির্দেশনা বলার জন্য.