Due to its flavour and scent, masala tea is trendy in India. It is commonly believed that drinking the ideal cup of masala tea each day may protect you from a wide range of diseases and maintain good health. Cardamom, ginger, cinnamon, black pepper, and cinnamon are just some of the components that go into making a cup of chai or masala tea. Because each maker and tea enthusiast has their own preferred combination of masala tea pieces, there is no way to guarantee that any two cups of masala chai will taste exactly the same.
Having said that, the fundamental elements are, for the most part, unaltered. In the world, tea is among the most popular beverages. Which protects both our physical self and our mental self from stress
A collection of unique chai quotes is a source of inspiration and warmth in the world of tea fans. These quotes are typically read in the morning to give one a burst of energy. These quotes not only highlight the energizing power of a cup of chai, but they also encompass the spirit of a new day. [T]hey are a perfect way to start the day.
There is no possible way to overestimate the benefits of masala tea.
()
If you have trouble sleeping, drinking this masala tea before bed will help you get some rest.
The common cold, fever, cough, and headache can all be treated with this masala tea.
On a hectic day, drinking tea is my kind of meditation.
()
My senses are calmed, and my spirit is lifted when I inhale the aroma of tea because it is like a fragrant symphony.
My anxious spirit finds peace in the soothing aroma of tea, and I can finally relax.
Tea is the secret that can be used to open the door to inner harmony and calm. Thanks for encouraging me by reading my content.Thanks for encouraging me by reading my content.
প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇
প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।
আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।
আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল ও ট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।
আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।
উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8
@enamul17
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit