SEC-S17W4: "Express Your Love For National Flag."

in hive-170554 •  7 months ago  (edited)
Add a subheading (1).png
Made by Canva
হ্যালো স্টিমিয়ান বন্ধুরা
আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জাতীয় পতাকা শুধু একটি পতাকা নয়, এটি একটি দেশের পরিচয় বহন করে ।আমরা খুব সহজে কোন দেশের জাতীয় পতাকা দেখে বুঝতে পারে সেটি কোন দেশ । এই আকর্ষণীয় বিষয় নিয়ে ”স্টিম ফর বাংলাদেশ” কমিউনিটি দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি সেজন্য এই কমেউনিটির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।

আমি যেহেতু স্বাধীন বাংলাদেশের নাগরিক তাই পোস্টটি আমি বাংলাতেই করছি এবং এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমার মতামত প্রকাশ করছি ।প্রতিযোগিতায় নিয়ম অনুসারে আমি আমার তিন বন্ধু@mini80 ,@ samin1@sur-riti কে এই আকর্ষণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

✅ Is there any history behind the formation of your national flag? If so, what happened?
international-2690863_640.jpg
Source

আমরা সকলেই জানি কোন দেশের প্রতীক হল তার জাতীয় দেশের পতাকা। আর এই পতাকাটি অর্জন করা খুব সহজ কাজ না । পতাকা সেই দেশকে বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরে। আমরা সকলেই জানি একটি স্বাধীন রাষ্ট্র পেতে হলে অনেক কঠিন ধাপ পার হতে হয়।

তেমনি আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীনতা খুব সহজে অর্জিত হয়নি। এই স্বাধীন রাষ্ট্রে জাতীয় পতাকা তৈরির পিছনেও দীর্ঘ ইতিহাস রয়েছে ।

নিম্নে তা আপনাদের সাথে শেয়ার করছি:

এশিয়া মহাদেশের ছোট্ট একটি স্বাধীন দেশ বাংলাদেশ ।বাংলাদেশের জাতীয় পতাকা সম্বন্ধে জানতে হলে আমাদেরকে সেই পুরনো ইতিহাসের পাতা থেকে ঘুরে হবে ।যা আমরা বই থেকে কিছুটা পেয়েছি এবং বাবা মায়ের কাছেও শুনেছি ।

১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয় ।একটি হল ভারত ও অপরটি হল পাকিস্তান । পাকিস্তানকে দুটি অংশে বিভক্ত করা হয়।
পশ্চিম বঙ্গ ছিল পাকিস্তান এবং পূর্ববঙ্গ হল বাংলাদেশ । পাকিস্তান সরকার দেশ গঠনের পর থেকেই বাঙ্গালীদের উপরে শাসন , নিপীড়ন চালাতে থাকে ।সকল ক্ষেত্রে বঞ্চিত রাখত পূর্ববঙ্গকে । পূর্ববঙ্গের ভাষাও কেড়ে নিতে চেয়েছিল । পূর্ববঙ্গ মানুষের ভাষা ছিল বাংলা ।তারা মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত ।

কিন্তু পশ্চিমবঙ্গ তথা পাকিস্তান সরকার সেই বাংলা ভাষার পরিবর্তে উর্দু কে রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা করতে চেয়েছে। বাংলার ছাত্র সমাজ তাদের ভাষা ও দেশকে মুক্ত করার জন্য প্রতিবাদ করেছেন ।

IMG20240505225954.jpg
ল্যাপটপ থেকে তোলা ছবি

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সালাম, বরকত, রফিকসহ আরো অনেক শহীদ হন। তাদের এই আন্দোলনে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায় । ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ গোপনে এক যুক্তি করে। তারা একটি স্বাধীন বাংলাদেশ গড়বে ,পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করবে।

এই লক্ষ্যে তারা একটি পতাকা তৈরি করবে, যার মূল ক্ষেত্র দেশের প্রতীক গাঢ় সবুজ ও মাঝ বরাবর বিপ্লবের প্রতীক উজ্জ্বল লাল সূর্য এবং সেই সূর্যের ভিতর থাকবে সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র ।একটি দেশের পতাকা মানে একটি দেশে স্বাধীনতা নিদর্শন করে।

সেই পতাকাটা নির্মাণ করা কিন্তু সহজ ছিল না বহু কষ্টে তারা সেই পতাকাটি নির্মাণ করেছিলেনভ। আমার জানা মতে, সেই কথাটাকে প্রথম নির্মাণ করেছিলেন একজন অবাঙালি। যিনি দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তানে চলে গিয়েছিলেন ।

এই পতাকাটি ”জয়বাংলা” বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে তুলে দিয়েছিলেন এবং জনসভায় সকলের সম্মুখে সেই পতাকাটি সাময়িক কায়দায় গ্রহণ করা হয়।পরবর্তীতে ” জয়বাংলা “ বাহিনী এই পতাকাটি নিয়ে শহর প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল ।দেশ থেকে পাকিস্তান নিয়ে পতাকা সরিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো ।

স্বাধীনতার পরে ১৯৭২ সালে বঙ্গবন্ধু পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেন জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার । তার হাত ধরেই আমাদের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ লাভ নিয়েছে যা আজ বিশ্বের মাঝে উজ্জ্বল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ।

✅ What do the different colors or symbols on your national flag represent?
pexels-arafat-tarif-820895-15278113.jpg
Source

এই প্রশ্নের উত্তর আমি প্রথম প্রশ্নই দিয়েছি তা আপনারা প্রথমেই পড়ে বুঝতে পেরেছেন ।আমি আবারো বলছি, আপনারা সকলে জানেন আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ১০:৬। সবুজে শ্যামলে ভরা আমাদের এই দেশ ।যার জন্য পতাকাটির মূল ক্ষেত্র গাঢ় সবুজ এবং বৃত্তের মাঝে ৩০ লক্ষ শহীদের রক্তের রং লাল সূর্যের মত উজ্জ্বল হয়ে জ্বলছে । যা সারা বিশ্বের মাঝে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ।

✅ How does your national flag represent your country on the world stage?
pexels-beach-hiking-166596254-10910408.jpg
Source

সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, এমন একটি স্বাধীন দেশে জন্ম নিতে পেরে। বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার ।আমার মনে পড়ে না বিশ্বের আর কোন জাতি নিজের মাতৃভাষা আদায়ের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে ।

নিপীড়িত অধিকারবঞ্চিত মানুষের রক্ষার জন্য ও দেশ মাতৃভূমিকে রক্ষার জন্য ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি । যেখানে এই ছোট্ট দরিদ্র দেশ বলে কোথাও পরিচয় ছিল না ।

আমাদের দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে হিন্দু ,মুসলিমসহ সমস্ত জাতি এক হয়ে এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। বিশ্বের সমগ্র দেশে আমাদের পতাকা উজ্জ্বল হয়ে জ্বলছে। শান্তি রক্ষা মিশনে আমাদের দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে , কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক ইভেন্টএবং বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত আছে।

আজ আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের পতাকা আজ এভারেস্টের চূড়ায় আছে। বিশ্বের দরবারে বাংলার উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করছে আমাদের এই পতাকা ।

✅ Share your love for your national flag through any creative means of art, craft, drawing, painting, or special video
IMG20240505192252.jpg

আমি ছবি আঁকতে বরাবরই ভালবাসি তাই আমি আমার অংকনের মাধ্যমে আমার দেশের জাতীয় পতাকাকে ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।

অংকন করতে আমার যা যা লাগছে:

সাদা কাগজ
স্কেল
সাধারণ পেন্সিল
রং পেন্সিল
কম্পাস
রাবার
IMG20240505164024.jpg

প্রথমে আমি স্কেল ও কম্পাসের সাহায্যে জাতীয় পতাকা একে নিলাম।

IMG20240505171511.jpg

আমি একটি উড়ন্ত পতাকা অংকন করছি তাই পতাকা উড়ন্ত বোঝার জন্য সেভাবে একে নিয়েছি।

IMG20240505171802.jpg

শহীদের রক্তের লাল রং আমি বৃত্তে দিয়েছি এবং সমস্ত প্রান্তে সবুজ রং করে নিলাম ।

IMG20240505192147.jpg

আমার জাতীয় পতাকা আঁকা সম্পন্ন হল ।সকল দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ এখানে বিদায় নিচ্ছি।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Greetings my friend ,

You're a superhero for supporting Steem! Keep spreading positivity and making a difference. All the best in the contest, success for you👍

Thank You, my dear friend.

Hello friend,
Thank you for inviting me to this competition, I got a lot of information from your post, but on this public platform we should not make any comment which might hurt anyone's sentiments.
Thank you Kind regards.

আমার আমন্ত্রণে সারা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ।আশা করি আপনি ও আপনার জাতীয় পতাকা সমন্ধে আমাদের সাথে শেয়ার করবেন।

হ্যাঁ আমিও বিশ্বাস করি এটা একটি মুক্ত প্লাটফর্ম ।এখানে এমন কোন কথা বলা উচিত না যা কাউকে ছোট করতে পারে ।সকল দেশেরই একটি ইতিহাস থাকে। বিভিন্ন দেশের ইতিহাসের বই পড়ে আমরা খুব সহজেই সকল দেশের ইতিহাস সম্বন্ধে জানতে পারি ।

আপনার জন্য রইল শুভকামনা ।

Hello again my little sister,
This is all I tried to say, we all were brothers and sisters once upon a time, I hope you have understood my point. You also know the history of my flag, you yourself have written that before 1947 we were all one.
I wish you bright progress.

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

Thank you, @sduttaskitchen Mam.